X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

এবার আয়াক্সের জুভেন্টাস বধ

স্পোর্টস ডেস্ক
১৭ এপ্রিল ২০১৯, ০৩:২৪আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ০৫:২৪

২২ বছর পর সেমিফাইনালে আয়াক্স শেষ ষোলোতে টানা তিনবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে বিদায় করে চ্যাম্পিয়নস লিগে ইতিহাস গড়েছিল আয়াক্স। এবার আরেক জায়ান্ট বধ করলো ডাচ ক্লাব। মঙ্গলবার কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে তাদের শিকার হলো জুভেন্টাস।

ঘরের মাঠে ২-১ গোলে হেরেছে জুভেন্টাস। দুই লেগে ৩-২ গোলের অগ্রগামিতায় সেমিফাইনালে উঠেছে আয়াক্স। ক্রিস্তিয়ানো রোনালদোর গোলে পিছিয়ে পড়েও দনি ফন দে বিক ও মাথিস দে লিটের লক্ষ্যভেদে ঐতিহাসিক জয় পায় তারা। তাতে ভেঙে যায় পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর নতুন ক্লাবে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন। ২০১০ সালের পর এবারই প্রথম রোনালদোকে দেখা যাবে না সেমিফাইনালে।

২৮ মিনিটে কর্নার থেকে শক্তিশালী হেডে আয়াক্স গোলরক্ষক আন্দ্রে ওনানাকে পরাস্ত করেন রোনালদো। পিছিয়ে পড়ার ছয় মিনিট পর আয়াক্স শোধ দেয় একটি গোল। হাকিম জিয়েখের শট জুভেন্টাস ডিফেন্ডারের গায়ে লাগলে বক্সের মধ্যে বল পান ফন দে বিক, তারপর সহজেই সমতা ফেরান তিনি।

নতুন ক্লাবে চ্যাম্পিয়নস লিগ জেতা হলো না রোনালদোর পায়ের চোটে বিরতির পর আর মাঠে নামেননি পাউলো দিবালা। তার জায়গা নেন তরুণ স্ট্রাইকার মোয়েস কিন। কিন্তু দ্বিতীয়ার্ধে মুহুর্মুহু আক্রমণ চালায় আয়াক্স। স্বাগতিক গোলরক্ষক উজচেখ শেঝনিকে ব্যস্ত সময় পার করতে হয়।

ডাচ ক্লাবটির চেষ্টা বিফলে যায়নি। ৬৭ মিনিটে শেজনির নাগালের বাইরে দিয়ে চমৎকার হেডে আয়াক্সকে এগিয়ে দেন ক্লাব অধিনায়ক দে লিট।

এই গোল জুভেন্টাসকে আরও কঠিন পরীক্ষার মধ্যে ফেলে। সেমিফাইনালে যেতে শেষ ৩৩ মিনিটে দুই গোলের দরকার ছিল সিরি ‘এ’ চ্যাম্পিয়নদের। কিন্তু পারেননি রোনালদো-কিনরা। বরং ১৯৯৭ সালের পর প্রথম সেমিফাইনাল খেলা নিশ্চিত করে আয়াক্স। ১৪ বছর পর প্রথম ডাচ ক্লাব হিসেবে শেষ চারে ‍উঠলো তারা। ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সন্ত্রাস ও অর্থের প্রভাবের রাজনীতিকে প্রশ্রয় দিতে চাই না: আখতার হোসেন
জুলাই পদযাত্রাসন্ত্রাস ও অর্থের প্রভাবের রাজনীতিকে প্রশ্রয় দিতে চাই না: আখতার হোসেন
রাজধানীতে তাজিয়া মিছিল, কারবালার শোককে শক্তিতে পরিণত করার প্রত্যয়
রাজধানীতে তাজিয়া মিছিল, কারবালার শোককে শক্তিতে পরিণত করার প্রত্যয়
‘প্রত্যেক শিল্পীরই অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি’
‘প্রত্যেক শিল্পীরই অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি’
বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১৪৫৪
বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১৪৫৪
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই