X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

২ গোলে জিতেও আক্ষেপ!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০১৯, ২০:৩৫আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ১৮:৪৭

বাংলাদেশের মেয়েদের একটি গোল উদযাপন ছেলেদের ফুটবলে সংযুক্ত আরব আমিরাতের ধারে-কাছেও নেই বাংলাদেশ। তবে মেয়েদের ফুটবলে ব্যাপারটা ঠিক উল্টো। বাংলাদেশ অনেক এগিয়ে আমিরাতের চেয়ে। বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবলের উদ্বোধনী ম্যাচে সেটা বোঝা গেলো স্পষ্টভাবে। মারিয়া-মৌসুমীরা জিতলেন সহজেই, ২-০ গোলে। তবে অজস্র গোল মিস না হলে ব্যবধানটা কত বড় হতো বলা মুশকিল!

সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু থেকে আক্রমণাত্মক বাংলাদেশ এগিয়ে যায় একাদশ মিনিটে। ডিফেন্ডার আঁখি খাতুনের থ্রু ধরে আমিরাতের গোলকিপারকে পরাস্ত করেন স্ট্রাইকার সিরাত জাহান স্বপ্না (১-০)।

১৪ ও ১৭ মিনিটে পর পর দুটো সুযোগ কাজে লাগাতে পারেনি স্বাগতিক দল। প্রথমে মিসরাত জাহান মৌসুমীর পাস থেকে পোস্টে শট নিতে ব্যর্থ হন ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকার। এরপর স্বপ্নার শট প্রতিহত হয় গোলকিপারের শরীরে লেগে।

তবে ৩০ মিনিটে হতাশ করেননি কৃষ্ণা। মনিকা চাকমার কর্নারে হেড করে ব্যবধান দ্বিগুণ করেছেন তিনি (২-০)।

এরপর শুরু বাংলাদেশের ব্যর্থতার গল্প। ৪০ মিনিটে ডিফেন্ডার শামসুন্নাহারের ক্রস থেকে মৌসুমীর প্লেসিং শট বাইরের জাল কাঁপিয়েছে। বিরতির ঠিক আগে আঁখির শট ক্রসবার ছুঁয়ে বেরিয়ে আবার হতাশ করেছে লাল-সবুজ দলকে।

টুর্নামেন্টের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পাশে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বিরতির পরও হতাশার বৃত্ত থেকে বেরোতে পারেনি বাংলাদেশ, একের পর এক আক্রমণ করলেও গোলের দেখা পায়নি। ৫০ মিনিটে গোলকিপারকে একা পেয়েও স্বপ্না লক্ষ্যভেদ করতে পারেননি। ৭১ মিনিটে মার্জিয়ার ক্রসে কৃষ্ণা পারেননি মাথা ছোঁয়াতে। দুই মিনিট পর মার্জিয়ার শট ঠেকিয়ে দিয়েছেন গোলকিপার। আর ৮১ মিনিটে জটলার মধ্যে সাজেদার দুর্বল শট আমিরাতের এক ডিফেন্ডার গোললাইন থেকে ফিরিয়ে দিয়েছেন। তাই দুই গোলের জয় নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে বাংলাদেশের মেয়েদের।

জয় দিয়ে শুরু করার চেয়ে ভালো আর কিছু হতে পারে না। বাংলাদেশ দলও প্রথম ম্যাচ জিতে খুশি। ব্যবধান আরও বড় না হলেও কোচ গোলাম রব্বানী ছোটন হতাশ নন। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আমাদের লক্ষ্য ছিল জয়। লক্ষ্যপূরণ হওয়ায় আমরা খুশি। জয়ের ব্যবধান বড় না হলেও আমি হতাশ নই। সামনের ম্যাচে আজকের সব ভুল সংশোধন করে মাঠে নামতে হবে মেয়েদের, আরও গোল করতে হবে।’

তবে কৃষ্ণা আরও গোল করতে না পেরে বেশ হতাশ, ‘বড় ব্যবধানে জয়ের লক্ষ্য ছিল আমাদের। কিন্তু দু গোলের বেশি পাইনি। তাই কিছুটা খারাপ লাগছে। অবশ্য প্রথম ম্যাচে জয় পেয়ে ভালোও লাগছে।’ 

আগামী বুধবার ‘বি’ গ্রুপের পরের ম্যাচে আমিরাত মুখোমুখি হবে কিরগিজস্তানের। আর শুক্রবার বাংলাদেশ খেলবে কিরগিজস্তানের বিপক্ষে। ‘এ’ গ্রুপের তিনটি দল হলো মঙ্গোলিয়া, তাজিকিস্তান ও লাওস।

বাংলাদেশ: রুপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার (সিনিয়র), নার্গিস খাতুন, মনিকা চাকমা, সানজিদা খাতুন (মার্জিয়া), মিসরাত জাহান মৌসুমী, সিরাত জাহান স্বপ্না (সাজেদা খাতুন), কৃষ্ণা রানী সরকার, মারিয়া মান্ডা (ইশরাত জাহান রত্না) ও আঁখি খাতুন।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘গরমে অসুস্থ’ হয়ে মারা যাওয়া সেই শ্রমিকের পরিবারের পাশে জেলা প্রশাসন
‘গরমে অসুস্থ’ হয়ে মারা যাওয়া সেই শ্রমিকের পরিবারের পাশে জেলা প্রশাসন
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
অর্থ আত্মসাতের মামলাড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি