X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

গতিময় ফুটবলে গ্রুপসেরা হওয়ার লক্ষ্য বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০১৯, ১৮:৪৪আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ১৮:৪৪

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে, তবু নির্ভার নয় বাংলাদেশ। বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ মহিলা গোল্ডকাপে স্বাগতিকদের নজর গ্রুপ পর্বের শেষ ম্যাচে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই যে শেষ চারে নামার লক্ষ্য বাংলাদেশের মেয়েদের। সেই লক্ষ্য পূরণে আগামীকাল (শুক্রবার) কিরগিজস্তানের বিপক্ষে ‘গতিময়’ ফুটবল খেলতে চায় বাংলাদেশ।

‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছে বাংলাদেশ। যদিও দ্বিতীয় ম্যাচে নামার আগেই স্বাগতিকদের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যায় আরব আমিরাত টানা দুই ম্যাচে হেরে যাওয়ায়। তাদের ২-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করা কিরগিজস্তানের বিপক্ষে হবে বাংলাদেশের গ্রুপসেরার লড়াই।

শুক্রবারের ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন। বৃহস্পতিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন ‘আমরা সেমিফাইনালে উঠে গেলেও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলব (কিরগিজস্তানের বিপক্ষে)। ড্র হলেও গ্রুপসেরা হবো, কিন্তু আমরা জয় চাই।’

কিরগিজস্তানের বিপক্ষে গতিময় ফুটবল খেলার কথা জানিয়েছেন ছোটন। তাদের বিপক্ষে ‘গোপন’ কৌশলও আছে বাংলাদেশের কোচের, ‘কিরগিজস্তান শারীরিকভাবে শক্তিশালী। ওরা লম্বা, আমাদের খেলোয়াড় ওদের মতো লম্বা নয়। এটা একটা সমস্যা। তবে আমাদের লক্ষ্য থাকবে ফিজিক্যাল লড়াইয়ে না গিয়ে গতিময় খেলে ম্যাচ বের করে নেওয়া। ওদের সঙ্গে খেলার ব্যাপারে আমাদের কৌশলও আছে, যেটা এখানে বলতে চাই না। আশা করি মেয়েরা ভালো খেলবে এবং ম্যাচটা জিতবে।’

মাঝে তিন দিন বিশ্রাম পেয়েছে বাংলাদেশের মেয়েরা। এই সময়টা মানসিক উন্নতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করেন ছোটন, ‘তিন দিন বিশ্রাম পেয়েছি, এটা আমাদের জন্য ইতিবাচক দিক। যেটা ওরা (কিরগিজস্তান) পায়নি। এই তিন দিনে আমরা থিওরেটিক্যালি ও টেকটিক্যাল বিষয় নিয়ে কাজ করেছি; আরব আমিরাতের বিপক্ষে যে ভুলগুলো করেছি, সেগুলো নিয়ে কাজ করেছি।’

বয়সভিত্তিক প্রতিযোগিতায় কিরগিজস্তানের বিপক্ষে একবারই খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। বছর তিনেক আগের সেই লড়াইয়ে বাংলাদেশ ১০-০ গোলে উড়িয়ে দিয়েছিল তাদের। এবারের জয়টাও কি বড় ব্যবধানে হবে? বাংলাদেশ কোচ অবশ্য স্কোরলাইন নিয়ে ভাবছেন না, ‘বয়সভিত্তিকে আমরা ওদের সঙ্গে একবারই খেলেছি। ১০-০ গোলে জিতেছিলাম। তবে ওই ম্যাচের পর তিন বছর পেরিয়ে গেছে, ওরাও আগের চেয়ে শক্তিশালী হয়েছে। এ ম্যাচে তাই স্কোরলাইন নিয়ে ভাবছি না।’

সংযুক্ত আরব আমিরাত ম্যাচের একাদশেই আস্থা রাখছেন ছোটন। কিরগিজস্তানের বিপক্ষে তাই একই একাদশ নিয়ে মাঠে নামার বিষয় নিশ্চিত করেছেন তিনি।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার
‘একটা দল মাথা-মুণ্ডু নেই, আজ এরে বহিষ্কার করে কাল আবার ওরে’
‘একটা দল মাথা-মুণ্ডু নেই, আজ এরে বহিষ্কার করে কাল আবার ওরে’
ভোলায় মাদ্রাসায় ও চট্টগ্রামে সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান
ভোলায় মাদ্রাসায় ও চট্টগ্রামে সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান
আনারসের পাতা থেকে তৈরি হবে সিল্ক জামদানি শাড়ি
আনারসের পাতা থেকে তৈরি হবে সিল্ক জামদানি শাড়ি
সর্বাধিক পঠিত
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!