X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

আবাহনীর জালে মোহামেডানের ৪ গোল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০১৯, ২২:০৯আপডেট : ১৭ জুলাই ২০১৯, ১৬:৪৯

আবাহনীর বিপক্ষে মোহামেডানের একটি আক্রমণ অনেকদিন ধরে ফুটবলে সাফল্য নেই মোহামেডানের। প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই থেকে বহু আগেই ছিটকে পড়া ঐতিহ্যবাহী দলটি হঠাৎ চমকে দিয়েছে ফুটবলাঙ্গনকে। মঙ্গলবার মোহামেডান ৪-০ গোলে বিধ্বস্ত করেছে ঢাকা আবাহনীকে।

চিরপ্রতিদ্বন্দ্বীর কাছে হেরে আবাহনীর শিরোপা ধরে রাখার আশা শেষই বলা যায়। ২১ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। এক ম্যাচ কম খেলে বসুন্ধরা কিংসের সংগ্রহ ৫৮ পয়েন্ট। আর তিন পয়েন্ট পেলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে নবাগত দলটির। ২০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে মোহামেডানের অবস্থান নবম।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১৬ মিনিটে এগিয়ে যায় মোহামেডান। মালির ফরোয়ার্ড সুলেইমানে দিয়াবাতের পাস থেকে গোল করেন তকলিস আহমেদ। বিরতির ঠিক আগে আবার স্ট্রাইকার তকলিসের লক্ষ্যভেদ। তার শট আবাহনীর ডিফেন্ডার টুটুল হোসেন বাদশার শরীরে লেগে জড়িয়ে যায় জালে।

বিরতির পরও আবাহনী ঘুরে দাঁড়াতে পারেনি। ৫০ মিনিটে একক প্রচেষ্টায় বক্সে ঢুকে স্কোরলাইন ৩-০ করেছেন দিয়াবাতে। ৭২ মিনিটে দিয়াবাতের ক্রস থেকেই হেড করে ম্যাচের শেষ গোলদাতা জাহিদ হাসান এমিলি। কিছুক্ষণ পর আফগান ডিফেন্ডার মাসিহ সাইগানির শট সাইড বারে বাধা পেলে সান্ত্বনার গোলও পায়নি আবাহনী।

খেলা শেষে মোহামেডানের কোচ শন লেন বলেছেন, ‘আজকে আমার দল দুর্দান্ত খেলেছে। এই জয়ের কৃতিত্ব সবার। আমরা ধীরে ধীরে উন্নতি করছি। সামনের ম্যাচে আমাদের দল আরও ভালো খেলবে।’

শিরোপা সম্ভাবনা প্রায় শেষ হয়ে যাওয়ায় আবাহনীর কোচ মারিও লেমস ভীষণ হতাশ, ‘আমরা কল্পনাও করিনি এত বড় ব্যবধানে হারবো। ম্যাচের শুরু থেকেই আমাদের দল ভালো খেলতে পারেনি। অন্যদিকে মোহামেডান খুবই ভালো খেলেছে। বিশেষ করে তাদের আক্রমণভাগ ছিল দুর্দান্ত।’

একই মাঠে দিনের আগের ম্যাচে রহমতগঞ্জ ৩-২ গোলে বিজেএমসিকে হারিয়েছে। ২০ ম্যাচ থেকে রহমতগঞ্জের সংগ্রহ ১৯ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলে বিজেএমসির পয়েন্ট ৮।  

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘যুক্তরাষ্ট্রে ৯০০ শিক্ষার্থী গ্রেফতারের ঘটনা বিএনপির অত্যাচারের কথা মনে করিয়ে দেয়’
‘যুক্তরাষ্ট্রে ৯০০ শিক্ষার্থী গ্রেফতারের ঘটনা বিএনপির অত্যাচারের কথা মনে করিয়ে দেয়’
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
বঙ্গবন্ধুর সমাধিতে আপিল বিভাগের নতুন ৩ বিচারপতির শ্রদ্ধা
বঙ্গবন্ধুর সমাধিতে আপিল বিভাগের নতুন ৩ বিচারপতির শ্রদ্ধা
বেসিস নির্বাচন: তথ্যপ্রযুক্তি সংগঠনে নারীর অংশগ্রহণ
বেসিস নির্বাচন: তথ্যপ্রযুক্তি সংগঠনে নারীর অংশগ্রহণ
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ