X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

কেনার ‘অপশন’ রেখে ধারে বায়ার্ন মিউনিখে কৌতিনিয়ো

স্পোর্টস ডেস্ক
১৯ আগস্ট ২০১৯, ১৮:৪২আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ১৮:৪২

বায়ার্ন মিউনিখে ১০ নম্বর জার্সি পেলেন কৌতিনিয়ো সমাঝোতায় পৌঁছানোর খবর আগেই নিশ্চিত হয়েছিল। অপেক্ষা ছিল কেবল চূড়ান্ত ঘোষণা আসার। সোমবার সেটাও এসে গেল। ফিলিপে কৌতিনিয়োকে ধারে বায়ার্ন মিউনিখে পাঠিয়ে দিয়েছে বার্সেলোনা। ‍চুক্তিতে চলতি মৌসুম শেষে ব্রাজিলিয়ান তারকাকে কেনার ‘অপশন’ও আছে জার্মান ক্লাবটির।

অনেক আশা নিয়ে লিভারপুল থেকে কৌতিনিয়োকে নিয়ে এসেছিল বার্সেলোনা। নেইমারের অভাব পূরণে আরেক ব্রাজিলিয়ানকে ঘরে ভিড়ানো হলেও প্রত্যাশার প্রাপ্তি মেলেনি একেবারেই। কাতালান ক্লাবটির খেলার সঙ্গে খাপ খাইয়ে নিতে না পারায় সমর্থকদের কাছ থেকে দুয়োও শুনতে হয়েছিল এই ব্রাজিলিয়ানকে। এবার তাকে ধারে এক মৌসুমের জন্য বায়ার্নে পাঠিয়ে দিয়েছে বার্সেলোনা।

জার্মান ক্লাব থেকে আগেই জানানো হয়েছিল চুক্তির সমঝোতায় পৌঁছানোর কথা। আর সোমবার বার্সেলোনা নিশ্চিত করেছে কৌতিনিয়োর ধারে মিউনিখকে যাওয়ার খবর। ৮.৫ মিলিয়ন ইউরোতে ২০১৯-২০ মৌসুমের জন্য ধারে বায়ার্নে যোগ দিয়েছেন তিনি। জার্মান ক্লাবটি বার্সেলোনার সমান বেতনই দেবে কৌতিনিয়োকে।

ধারের এই চুক্তি শেষে কেনার অপশনও আছে। চলতি মৌসুম শেষে বায়ার্ন চাইলে কৌতিনিয়োকে কিনতে পারবে, তবে সেজন্য তাদের বার্সেলোনাকে দিতে হবে ১২০ মিলিয়ন ইউরো।

নতুন মিশনে কৌতিনিয়োকে শুভেচ্ছা জানিয়ে বার্সেলোনা এক বিবৃতি প্রকাশ করেছে। যেখানে কাতালান ক্লাবটি বলেছে, ‘ফিলিপে কৌতিনিয়োকে তার আন্তরিকতা ও নিষ্ঠার জন্য বার্সেলোনা কর্তৃপক্ষ ধন্যবাদ জানাচ্ছে। তার ক্যারিয়ারের নতুন অধ্যায়ের জন্য শুভকামনা রইলো।’

২০১৮ সালের জানুয়ারিতে ১২০ মিলিয়ন ইউরোতে লিভারপুল ছেড়ে ন্যু ক্যাম্পে যোগ দিয়েছিলেন কৌতিনিয়ো। শুরু থেকেই বার্সেলোনার ফুটবলের সঙ্গে মানিয়ে নিতে সংগ্রাম করতে হয়েছে তাকে। ধারে বায়ার্নে যাওয়ার আগে লা লিগার ৫২ ম্যাচে তিনি করেছেন ১২ গোল। মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই আনক্যাপড ক্রিকেটারকে নিয়ে প্রোটিয়াদের বিশ্বকাপ দল 
দুই আনক্যাপড ক্রিকেটারকে নিয়ে প্রোটিয়াদের বিশ্বকাপ দল 
লাশের সুরক্ষায় আইন প্রণয়ন ও কঙ্কাল চুরি প্রতিরোধে ব্যবস্থা নিতে রুল
লাশের সুরক্ষায় আইন প্রণয়ন ও কঙ্কাল চুরি প্রতিরোধে ব্যবস্থা নিতে রুল
চার মামলায় বিএনপি নেতা সোহেলের জামিন, তবে কারামুক্তি মিলছে না
চার মামলায় বিএনপি নেতা সোহেলের জামিন, তবে কারামুক্তি মিলছে না
বানসালির ওপর ক্ষুব্ধ এই বাঙালি অভিনেত্রী
বানসালির ওপর ক্ষুব্ধ এই বাঙালি অভিনেত্রী
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
১০ দিনে ভরিতে কমলো ৮ হাজার টাকা
সোনার দাম১০ দিনে ভরিতে কমলো ৮ হাজার টাকা