X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

এএফসি কাপের সেরা গোলের লড়াইয়ে সোহেল রানা (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০১৯, ১৮:২১আপডেট : ২২ আগস্ট ২০১৯, ১৮:৩৭

দুর্দান্ত গোলের পর সোহেল রানার উদযাপন গত ১৯ জুন এএফসি কাপের গ্রুপ ম্যাচে নেপালের মানাং মার্সিয়াংদির বিপক্ষে করা মামুনুল ইসলামের চোখ ধাঁধানো গোলটি হয়েছিল ‘সপ্তাহের সেরা গোল’। এশিয়ান ফুটবল ফেডারেশনের (এএফসি) সেরা গোলের লড়াইয়ে আবারও বাংলাদেশের খেলোয়াড়। এবার সপ্তাহের সেরা গোলের লড়াইয়ে আবাহনী মিডফিল্ডার সোহেল রানা।

এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থার ওয়েবসাইটে এএফসি কাপের সপ্তাহের সেরা গোলের জন্য চার খেলোয়াড়কে মনোনয়ন দেওয়া হয়েছে। সেখান থেকে ফুটবলভক্তদের ভোটে নির্বাচন করা হবে এ সপ্তাহের সেরা গোল। যাদের একজন হলেন বাংলাদেশের সোহেল রানা।

বুধবার এএফসি কাপের নকআউট পর্বে ইন্টার জোন সেমিফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠে আবাহনী ৪-৩ গোলে হারিয়েছে উত্তর কোরিয়ার ক্লাব এপ্রিল টোয়েন্টি ফাইভকে। দলের ৪ গোলের মধ্যে প্রথমটি এসেছিল সোহেল রানার পা থেকে। দুর্দান্ত এক গোল করে আনন্দের জোয়ারে ভাসিয়েছেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের দর্শকদের। বক্সের অনেকটা বাইরে থেকে তার বাঁ পায়ের বুলেট গতির শটে বল জালে জড়ানোর দৃশ্য স্মৃতিতে অনেকদিন সাজানো থাকবে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ৩২ মিনিটে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের হেড এসে পড়ে নাবীব নেওয়াজ জীবনের পায়ে। এই ফরোয়ার্ড একটু জায়গা নিয়ে ব্যাকহিল করেছিলেন, সেখান থেকে বল পেয়ে সোহেল রানা বাঁ পায়ের জোরালো শটে করেন লক্ষ্যভেদ। এপ্রিল টোয়েন্টি ফাইভের গোলরক্ষক বাঁ দিকে ঝাঁপালেও কোনও কাজে আসেনি, বল ততক্ষণে আশ্রয় নিয়েছে জলে।

সোহেলের লক্ষ্যভেদের সঙ্গে আরও তিন গোল দর্শক জরিপে এসেছে। এর মধ্যে ইন্টার জোন সেমিফাইনালের অন্য ম্যাচে ভিয়েতনামের হ্যানয় এফসির এনগুয়েন কুয়াং হায়ের গোলই দুটি। তুর্কমেনিস্তানের আলটিন আসিরের বিপক্ষে করা দুই গোল মনোনীত হয়েছে। এছাড়া আবাহনীর বিপক্ষে প্রথম সমতাসূচক গোল করা এপ্রিল টোয়েন্টি ফাইভের চো জং হিউকও আছেন তালিকায়।

গোল নিয়ে সোহেল রানা বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ঘরোয়া ফুটবলে আগেও এমন গোল করেছি। এবার আত্মবিশ্বাস ছিল সুযোগ পেলেই গোল করব। তাই সুযোগ হাতছাড়া করিনি।’

সেরার লড়াইয়ে ৪ গোল:

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, তরুণের মৃত্যু
মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, তরুণের মৃত্যু
যৌথবাহিনীর অভিযানে সাত দিনে আটক ৩৮০
যৌথবাহিনীর অভিযানে সাত দিনে আটক ৩৮০
জাপানে দুই সপ্তাহে ৯০০টির বেশি ভূমিকম্প
জাপানে দুই সপ্তাহে ৯০০টির বেশি ভূমিকম্প
আলোচিত ‘অপারেশন ঈগল হান্টের’ ঘটনায় সাবেক এসপি আসাদুজ্জামান রিমান্ডে
আলোচিত ‘অপারেশন ঈগল হান্টের’ ঘটনায় সাবেক এসপি আসাদুজ্জামান রিমান্ডে
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা