X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

আলোচিত আরাফাত এবার অধিনায়ক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩১আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩৫

সংবাদ সম্মেলনে কথা বলছেন অনূর্ধ্ব-১৮ দলের অধিনায়ক ইয়াছিন আরাফাত এক কোটি ৬০ লাখ টাকার রিলিজ ক্লজের কারণে আলোচিত ইয়াছিন আরাফাতের কাঁধে এবার অধিনায়কের দায়িত্ব। কয়েক দিন আগে বিশ্বকাপ বাছাই পর্বে আফগানিস্তানের বিপক্ষে জাতীয় দলে সুযোগ পেলেও মাঠে নামা হয়নি। তবে ২০ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুতে শুরু হতে যাওয়া সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবলে তিনিই বাংলাদেশের অধিনায়ক। নেতৃত্বের গুরুভার নিয়ে শিরোপা জয়ের স্বপ্নও দেখাচ্ছেন আরাফাত।

মঙ্গলবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে এই তরুণ ডিফেন্ডার বলেছেন, ‘আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। দলের সব বিভাগেই ভালো ফুটবলার আছে। আমরা কাঠমান্ডুতে শিরোপা জয়ের সর্বোচ্চ চেষ্টা করবো।’ জাতীয় দলে সাইড বেঞ্চে বসে থাকলেও আরাফাত হতাশ নন, ‘যেখানে সুযোগ পাবো, সেখানেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। জাতীয় দলের জার্সিতে মাঠে নামা আমার স্বপ্ন। স্বপ্ন পূরণে অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

গত মাসে ভারতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে বাংলাদেশের বিরুদ্ধে ১১ জন বেশি বয়সী ফুটবলার খেলানোর অভিযোগ উঠেছে। তাই এই ১১ জনকে ছাড়াই কাতারে বুধবার শুরু হতে যাওয়া এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের বাছাই পর্বে অংশ নিচ্ছে বাংলাদেশ।

অনূর্ধ্ব-১৮ দলের ইংলিশ কোচ অ্যান্ড্রু পিটার টার্নার অবশ্য ‘বৈধ’ ফুটবলার থাকার নিশ্চয়তা দিয়ে বলেছেন, ‘আমাদের দলে সবাই অনূর্ধ্ব-১৮ বয়সী খেলোয়াড়। দলে কোনও বেশি বয়সী খেলোয়াড় নেই। এরাই আগামীতে এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলে অংশ নিতে পারবে। আমার বিশ্বাস, নেপাল থেকে শিরোপা নিয়ে ফিরতে পারবে এই ছেলেরা।’

কাঠমান্ডুতে ‘বি’ গ্রুপে বাংলাদেশ খেলবে ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে। ‘এ’ গ্রুপের চার দল ভুটান, পাকিস্তান, মালদ্বীপ ও স্বাগতিক নেপাল। বাংলাদেশ ২১ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ২৫ সেপ্টেম্বর ভারতের মুখোমুখি হবে। দুটি সেমিফাইনাল হবে ২৭ সেপ্টেম্বর, আর ফাইনাল ২৯ সেপ্টেম্বর।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিসিসিআইর গাইডলাইন অমান্য করেও শাস্তি পেলেন না জাদেজা
বিসিসিআইর গাইডলাইন অমান্য করেও শাস্তি পেলেন না জাদেজা
রাশিয়ার কাছে প্রথম স্বীকৃতি পেলো তালেবান
রাশিয়ার কাছে প্রথম স্বীকৃতি পেলো তালেবান
বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: হাসপাতালে নতুন ভর্তি ৮৬
বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: হাসপাতালে নতুন ভর্তি ৮৬
স্থানীয় সরকার নির্বাচনের দাবি জাতীয় নির্বাচন পেছানোর চক্রান্ত: বাংলাদেশ এলডিপি
স্থানীয় সরকার নির্বাচনের দাবি জাতীয় নির্বাচন পেছানোর চক্রান্ত: বাংলাদেশ এলডিপি
সর্বাধিক পঠিত
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল