X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

‘চ্যাম্পিয়নস লিগ জিততে ম্যানসিটির ভাগ্য দরকার’

স্পোর্টস ডেস্ক
১২ অক্টোবর ২০১৯, ২২:৫২আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ২২:৫৯

ম্যানসিটিতে এখনও চ্যাম্পিয়নস লিগ জেতার অপেক্ষা ফুরোয়নি গার্দিওলার চ্যাম্পিয়নস লিগ জেতার যথেষ্ট সামর্থ্য আছে ম্যানচেস্টার সিটির, কিন্তু এই মৌসুমে ট্রফি জিততে হলে কিছুটা ভাগ্যের ছোঁয়া পেতে হবে তাদের- এমনটা মনে করেন সাবেক মিডফিল্ডার কেভিন হরলক।

ইউরোপিয়ান শীর্ষ ক্লাব প্রতিযোগিতা কখনও জেতা হয়নি ম্যানসিটির। এই মঞ্চে তাদের সেরা সাফল্য ম্যানুয়েল পেল্লেগ্রিনির অধীনে ২০১৬ সালের সেমিফাইনাল। ইউরোপের শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে তারা পরের মৌসুমে চুক্তি করে বার্সাকে দুইবার শিরোপা জেতানো পেপ গার্দিওলার সঙ্গে। কিন্তু তাতেও সফল হয়নি তারা।

গার্দিওলার অধীনে এখনও কোয়ার্টার ফাইনালের বাধা পার হয়নি সিটিজেনরা। তার প্রথম মৌসুমে শেষ ষোলোতে মোনাকোর কাছে হারে। পরের বছর লিভারপুলের কাছে শেষ আটে হেরে যায় তারা। গত মৌসুমে টটেনহাম হটস্পারের বিপক্ষে রোমাঞ্চকর কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ছিটকে যেতে হয় অ্যাওয়ে গোলে পিছিয়ে থেকে।

প্রিমিয়ার লিগে টানা দুইবার চ্যাম্পিয়ন হলেও চ্যাম্পিয়নস লিগের ব্যর্থতা কষ্ট দেয় তাদের। ম্যানসিটির এই আক্ষেপ কাটতে সৌভাগ্য দরকার মনে করেন হরলক। ১৯৯৭ থেকে ২০০৩ সাল পর্যন্ত ক্লাবটির জার্সিতে ২০৬ ম্যাচ খেলা এই সাবেক মিডফিল্ডার বলেছেন তার বিশ্বাসের কথা, ‘আমি মনে করি চ্যাম্পিয়নস লিগ কঠিন একটা মঞ্চ। আমি বলতে পারি সিটির (ট্রফি জিততে পারে) কথা এবং এটা হতেও পারে। ট্রফি জিততে তিন বা চারটি সম্ভাব্য ক্লাব আছে এবং তারা অবশ্যই তাদের একটি। আমি মনে করি চ্যাম্পিয়নস লিগ জিততে একটু সৌভাগ্যের দরকার, তারা সামর্থ্যের চেয়েও অনেক ভালো খেলে।’

এই আসরে সিটিজেনরা বেশ ভালো অবস্থানে আছে। একটিও গোল না খেয়ে গ্রুপ পর্বের প্রথম দুটি ম্যাচ জিতেছে তারা। ২২ অক্টোবর আতালান্তা সফরের আগে ‘সি’ গ্রুপে ৩ পয়েন্টের ব্যবধানে ডায়নামো জাগরেব (৩) ও শাখতার দোনেৎস্কের চেয়ে এগিয়ে থেকে শীর্ষে ম্যানসিটি (৬)। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট