X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

যে ড্রয়ের মূ্ল্য অনেক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৯, ২২:৩৫আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ২২:৩৫

সল্ট লেক স্টেডিয়ামে লাল-সবুজ পতাকার মান রেখেছে জাতীয় ফুটবল দল বিশ্বকাপ বাছাই পর্বে প্রথম দুই ম্যাচে ভালো খেললেও হার এড়াতে পারেনি বাংলাদেশ। ভারতের মুখোমুখি হওয়ার আগে কোচ জেমি ডে বলেছিলেন, তিনটি হোক বা একটি, তার পয়েন্ট চাই। ৮০ হাজার দর্শকে ঠাসা সল্ট লেক স্টেডিয়াম থেকে একটি পয়েন্ট নিয়ে ফিরছে লাল-সবুজ পতাকা। প্রাণবন্ত ফুটবলের পশরা সাজিয়ে ভারতকে ১-১ গোলে রুখে দিয়েছে বাংলাদেশ। ভাগ্য একটু পক্ষে থাকলে কে জানে, তিন পয়েন্ট হয়তো ধরা দিতো!

ফিফা র‌্যাংকিংয়ে দুই দলের ব্যবধান বিশাল। ভারত ১০৪ আর বাংলাদেশ ১৮৭ নম্বরে। তবে র‌্যাংকিংকে বুড়ো আঙুল দেখিয়ে জেমি ডে’র শিষ্যরা লড়াই করেছেন বুক চিতিয়ে। শুধু লড়াই নয়, ভারতের ফরোয়ার্ডদের বোতলবন্দি করে রেখেছেন সাফল্যের সঙ্গে। প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করলে কলকাতার মাটিতে বিজয় নিশানই উড়তো।

বছর দেড়েক আগে ইংলিশ কোচ জেমি ডে দায়িত্ব নেওয়ার পর থেকেই সাফল্যের পথে যাত্রা বাংলাদেশের। গত বছর এশিয়ান গেমসে কাতারের মতো দলকে হারিয়ে নক আউট পর্বে উত্তরণ নিঃসন্দেহে বিশাল সাফল্য। এশিয়াড ফুটবল অবশ্য ছিল অনূর্ধ্ব-২৩ বছর বয়সীদের লড়াই। তবে জাতীয় দলও ভুটান-ট্র্যাজেডি পেছনে ফেলে একটু একটু করে এগিয়ে যাচ্ছে। এ বছর লাওস-ভুটান-কম্বোডিয়ার বিপক্ষে জয় আর বিশ্বকাপ বাছাই পর্বে কাতার-আফগানিস্তানের বিপক্ষে লড়াই করে হার সেই সাক্ষ্যই দিচ্ছে।

আজ অবশ্য জয় প্রাপ্য ছিল। ম্যাচের শুরুতে বক্সের মধ্যে ইব্রাহিমকে ফাউল করলেও রেফারি পেনাল্টির বাঁশি বাজাননি। দ্বিতীয়ার্ধে ইব্রাহিমেরই শট ফিরে আসে ক্রসবারে লেগে। বিরতির মিনিট তিনেক আগে জামাল ভূঁইয়ার ফ্রি-কিকে সাদউদ্দিনের দুর্দান্ত হেডে এগিয়ে যাওয়া বাংলাদেশ বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল। কিন্তু গোলকিপার গুরপ্রীত সিংয়ের বীরত্বে লজ্জায় পড়তে হয়নি ভারতকে।

ম্যাচের আগে সুস্পষ্ট ফেভারিট ছিল ভারত। আগের ম্যাচে এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের মাটিতে গোলশূন্য ড্র করেছে তারা। সাম্প্রতিক সময়ে তাদের সাফল্য চোখে পড়ার মতো। কিন্তু বাংলাদেশের দামাল ছেলেদের হারাতে পারেনি। বল পজেশনে ভারত এগিয়ে থাকলেও বাংলাদেশ সুযোগ পেয়েছে অনেক বেশি।

কলকাতার মাটিতে একটুর জন্য জয় ধরা দেয়নি। তবে এই ড্রয়ের মূল্য অনেক। আজকের পারফরম্যান্স আগামীতে ফুটবলারদের লড়াইয়ের অনুপ্রেরণা দেবে অবশ্যই।

/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৪)
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে