X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

রাতে ভালো ঘুম হয়েছে জেমির!

তানজীম আহমেদ
১৬ অক্টোবর ২০১৯, ১৭:০৯আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ১৭:২০

জেমি ডে জেমি ডের হাত ধরে একটু একটু করে বদলে যাচ্ছে বাংলাদেশের ফুটবল। বিশ্বকাপ বাছাইয়ে উঠেছে এবং আশা জাগানিয়া পারফরম্যান্স করে যাচ্ছেন জামাল ভূঁইয়ারা। ৩ ম্যাচ শেষে প্রথম পয়েন্ট তারা পেলো ভারতের মাটিতে। কলকাতার সল্ট লেকে ১-১ গোলে দুর্দান্ত ড্র সামনের দিনের জন্য বাংলাদেশকে করে তুলেছে আরও বেশি আত্মবিশ্বাসী। দলের ইংলিশ কোচের মনে বইছে প্রশান্তির বাতাস।

বাছাইয়ের প্রত্যেক ম্যাচে কোচ ও খেলোয়াড়রা চাপে থাকেন। তবে জেমি এখন কিছুটা নির্ভার। কলকাতায় প্রায় ৮০ হাজার দর্শকের সামনে বুক চিতিয়ে লড়াই করেছে বাংলাদেশ, তাতে খেলোয়াড়দের প্রশংসায় ভাসিয়েছেন কোচ। অবশ্যই মাটিতে পা রাখছেন তিনি।

অল্পের জন্য জয় হাত ফসকে গেছে। ৪২ মিনিটে সাদ উদ্দিনের গোলে এগিয়ে যাওয়ার পর ৮৯ মিনিটে গোল হজম করে বাংলাদেশ। জিততে না পারার আক্ষেপ কিছুটা থাকলেও সারা দিনের মানসিক চাপের ধকল শেষে প্রশান্তি এনে দিয়েছে ওই ১ পয়েন্টই! তাই তো নির্ভার এক রাত কাটালেন জেমি। কলকাতা থেকে বাংলা ট্রিবিউনকে সেটাই বলেছেন ইংলিশ কোচ, ‘হ্যাঁ, বলতে পারেন। রাতে ভালো ঘুম হয়েছে। এই ম্যাচের পর ভালো ঘুম হওয়াই তো স্বাভাবিক। ছেলেরা দুর্দান্ত খেলেছে। আর একটু হলে তো ৩ পয়েন্ট পেতে পারতাম। কঠোর পরিশ্রমের ফসল হিসেবে আমরা পয়েন্ট পেয়েছি। সামনের দিকেও ভালো করতে চাই।’

ভারত ম্যাচে বিজয় গাঁথা লেখা না হলেও আত্মবিশ্বাসে ঘাটতি পড়েনি। আগামী ১৪ নভেম্বর ওমানের মাঠে খেলবে বাংলাদেশ। ওই ম্যাচ নিয়ে এখন ভাবতে চান জেমি, ‘এখন আমাদের পরের ম্যাচ নিয়ে ভাবতে হবে। ওমানের বিপক্ষে খেলা। ওই ম্যাচে এই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে হবে।’

ভারতের মাটিতে ১ পয়েন্ট ছিনিয়ে আনায় বাংলাদেশের ওপর প্রত্যাশার চাপ বেড়ে গেছে। আগামী জুনে ঢাকায় ভারতের বিপক্ষে জয় সম্ভব কিনা প্রশ্নে জেমি নীরব, ‘প্রত্যাশা তো বাড়বেই। ভবিষ্যতে আমরা ভালো খেলার চেষ্টা করবো, তবে ভারতের বিপক্ষে হোম ম্যাচ নিয়ে কিছু বলতে চাইছি না।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘ধর্ষণে’ অসুস্থ স্কুলছাত্রীকে স্বামী পরিচয়ে হাসপাতালে ভর্তি করে যুবকের পলায়ন
‘ধর্ষণে’ অসুস্থ স্কুলছাত্রীকে স্বামী পরিচয়ে হাসপাতালে ভর্তি করে যুবকের পলায়ন
সড়ক নিরাপদ করতে প্রযুক্তিনির্ভর সমন্বিত সমাধান প্রয়োজন: মেয়র আতিক
সড়ক নিরাপদ করতে প্রযুক্তিনির্ভর সমন্বিত সমাধান প্রয়োজন: মেয়র আতিক
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে