X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

দক্ষিণ এশিয়ার সেরা মিডফিল্ডার হওয়ার স্বপ্ন রবিউলের

তানজীম আহমেদ, চট্টগ্রাম থেকে
২১ অক্টোবর ২০১৯, ২১:১৯আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ২১:১৯

বসুন্ধরা কিংসের মিডফিল্ডার রবিউল হাসান চট্টগ্রামের বন্দর মাঠে অনুশীলনে ফুরফুরে মেজাজে পাওয়া গেল রবিউল হাসানকে। অনুশীলনের পাশাপাশি সতীর্থদের সঙ্গে খুনসুটিও করলেন। মাত্রই আরামবাগ ক্রীড়া সংঘ থেকে বসুন্ধরা কিংসে যোগ দেওয়া এই মিডফিল্ডার স্বপ্ন দেখেন দক্ষিণ এশিয়ার সেরা মিডফিল্ডার হওয়ার।

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে নিজেকে মেলে ধরতে চাইছেন রবিউল। পাশাপাশি নিজের লক্ষ্যও নির্ধারণ করে ফেলেছেন— হতে চাইছেন দক্ষিণ এশিয়ার সেরা মিডফিল্ডার। আর সেই লক্ষ্যে সামনের দিনগুলোতে নতুন নতুন চ্যালেঞ্জ নেওয়ার কথা শুনিয়েছেন তিনি।

জাতীয় দলের কোচ জেমি ডে’র অন্যতম পছন্দের খেলোয়াড় এই রবিউল। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে প্রীতি ম্যাচে অভিষেকের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। কম্বোডিয়া ও লাওসের বিপক্ষে তার লক্ষ্যভেদেই এসেছে জয়। আর ভুটানের বিপক্ষে সবশেষ ম্যাচেও গোল পেয়েছেন তিনি।

বিশ্বকাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে অবশ্য নেমেছিলেন বদলি হয়ে। শুধু নিয়মিত একাদশে জায়গা নিশ্চিত নয়, এই মিডফিল্ডারের চোখ আরও অনেক দূর। সোমবার বন্দর মাঠে অনুশীলন শেষ শোনালেন সেই লক্ষ্যের কথা, ‘আমি ভবিষ্যতে বড় ফুটবলার হতে চাই। লক্ষ্য আমার অনেক উঁচুতে, হতে চাই দক্ষিণ এশিয়ার সেরা মিডফিল্ডার। এজন্য নিজেকে প্রতিনিয়ত গড়ে তুলছি। বাকিটা ভবিষ্যত বলে দেবে।’

বসুন্ধরা কিংসের জার্সিতে কাল (মঙ্গলবার) মাঠে নামার অপেক্ষায় রবিউল। নতুন দলে যোগ দিয়ে উচ্ছ্বসিত তিনি, ‘বসুন্ধরা একটি পেশাদার দল। একজন পেশাদার ফুটবলারের নিজেকে মেইনটেইন করতে যা যা প্রয়োজন, তার সবই এই ক্লাবের আছে। এখানে আমার জাতীয় দলের অনেক সতীর্থও আছে। একসঙ্গে থাকতে পারলে, খেলতে পারলে আমার সঙ্গে জাতীয় দলের জন্যও ভালো হবে।’

নতুন ক্লাবের হয়ে চ্যালেঞ্জও নিচ্ছেন তিনি, ‘জীবনে ভালো কিছু পেতে হলে অবশ্যই আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে। আমি যদি নিজের সঙ্গে চ্যালেঞ্জ না নিতে পারি, তাহলে সেরা খেলোয়াড় হতে পারব না। সেই চ্যালেঞ্জ নিতেই বসুন্ধরা কিংসে আসা। আশা করি মৌসুম শেষে ভালো কিছু হবে।’

বসুন্ধরা কিংসের একাদশে জায়গা পেতে রবিউলকে লড়তে হবে ইমন বাবু-মাশুক মিয়াদের মতো পারফর্ম করা খেলোয়াড়দের সঙ্গে। অবশ্য কঠোর পরিশ্রম করে একাদশে জায়গা পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী এই মিডফিল্ডার, ‘আমি বুঝে-শুনেই এই দলটিতে এসেছি। এখানে ভালো খেলোয়াড়দের পেছনে ফেলে যদি সেরা একাদশে ঢুকতে না পারি, তাহলে তো আমার লক্ষ্য পূরণ হলো না।’

স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন ও বিশ্বকাপে খেলা দানিয়েল কোলিনদ্রেসের কাছে নতুন কিছু শিখতেও চাইছেন রবিউল, ‘অস্কার খুব ভালো কোচ। তার টেকনিক্যাল কাজগুলো দারুণ। ইউরোপিয়ান ধাঁচে কাজ করেন। আমি মনে করি অস্কারের সঙ্গে আগে কাজ করতে পারলে ভারতকে আমরা বলে পা-ই ছোঁয়াতে দিতাম না। তার যে পাসিং স্টাইল, যে ট্যাকটিকস শেখাচ্ছেন, ভালো খেলোয়াড় হওয়ার জন্য এগুলোর প্রয়োজন আছে।’

সঙ্গে যোগ করলেন, ‘কোলিনদ্রেস বিশ্বকাপে খেলেছে। এছাড়া অন্য বিদেশিরা আছে। এরা প্রত্যেকে আমাদের চেয়ে র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা দেশ থেকে এসেছে। অবশ্যই এদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইন্দোনেশিয়ার রুয়াং আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত,সর্বোচ্চ সতর্কতা জারি
ইন্দোনেশিয়ার রুয়াং আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত,সর্বোচ্চ সতর্কতা জারি
ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, ৩ জন গ্রেফতার
ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, ৩ জন গ্রেফতার
রাজধানীতে মাদকদ্রব্যসহ গ্রেফতার ২০
রাজধানীতে মাদকদ্রব্যসহ গ্রেফতার ২০
লেভার হ্যাটট্রিকে দুইয়ে ফিরেছে বার্সা
লেভার হ্যাটট্রিকে দুইয়ে ফিরেছে বার্সা
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার