X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

নিরাপদে ওমান পৌঁছেছে ফুটবল দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০১৯, ১৮:২৫আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ১৮:৪১

ওমানে পৌঁছার পর বাংলাদেশ ফুটবল দল আগের দিন রাতে যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ ফুটবল দলকে বহন করা ওমানগামী বিমান মাঝ পথ থেকে আবার ফিরে আসে ঢাকায়। তবে আজ (সোমবার) সকালে বিমানের অন্য একটি ফ্লাইটে নিরাপদে ওমান পৌঁছেছে বাংলাদেশ দল।

সোমবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে রওনা দিয়ে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় ওমানে পৌঁছে লাল-সবুজ জার্সিধারীরা। ওমানে পৌঁছানোর পর জাতীয় দলের ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাদের নির্ধারিত ফ্লাইট ছিল রবিবার রাত পৌনে ১০টায়। ফ্লাইট ছেড়েছিল নির্ধারিত সময়ের পৌনে দুই ঘণ্টা পর। এরপর বিমান প্রায় এক ঘণ্টা আকাশে ওড়ার পর আবার তা ফিরে আসে (ঢাকায়)। আজ সকালে অন্য ফ্লাইটে ঠিক মতোই ওমানে এসেছি।’

রবিবারের ফ্লাইট প্রসঙ্গে রুপু বলেছেন, ‘আগের দিন (রবিবার) রাতের ফ্লাইটে এতটাও খারাপ পরিস্থিতি ছিল না। বিমানের ভেতরে বিদ্যুৎ ঠিকমতো কাজ করছিল না। বিমান ঝাঁকিও খাচ্ছিলো। যে কারণে বিমান কর্তৃপক্ষ মনে করেছে চার ঘণ্টা ফ্লাই করা সম্ভব না। আমরা ঘণ্টা খানেক ফ্লাই করে আবার ঢাকায় ফিরে আসি। আমাদের কোনও সমস্যা হয়নি। অবশ্য যখনই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, তখন স্বাভাবিক ভাবেই আতঙ্কিত হয়েছে অনেকে। তবে এমন কোনও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়নি।’

বিশ্বকাপ বাছাইয়ে আগামী ১৪ নভেম্বর ওমানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সেই ম্যাচের আগে দলে এর প্রভাব পড়বে না বলেই বিশ্বাস সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সারের, ‘দলের সবাই সুস্থ আছে। কোনও অঘটন হয়নি। বিশ্বকাপ বাছাইয়ে ভারত ও কাতারের বিপক্ষে ভালো খেলেছে দল। ওমানও শক্তিশালী, চেষ্টা থাকবে তাদের বিপক্ষে ভালো করার।’

আরও পড়ুন-

যান্ত্রিক ত্রুটিতে ফুটবল দলের বিলম্বিত যাত্রা

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
‘দাবদাহের মধ্যে কষ্ট হলেও মানুষ ভোট দিতে আসবে’
‘দাবদাহের মধ্যে কষ্ট হলেও মানুষ ভোট দিতে আসবে’
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড