X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

শেষ চারে নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক
০৫ জুলাই ২০১৪, ১৯:০৩আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ১৯:০৬

নেদারল্যান্ডস দল ব্রাজিল বিশ্বকাপের শেষ কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে টাইব্রেকারে কোস্টারিকাকে ৪-৩ ব্যবধানে হারিয়ে চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে নিজেদের স্থান পাকা করেছে নেদারল্যান্ডস। বিশ্বকাপে ইতিহাসে টাইব্রেকার থেকে ডাচদের এটিই প্রথম জয়। অতিরিক্ত সময়সহ মোট ১২০ মিনিটে দুদলই গোল দিতে ব্যর্থ হলে খেলার ভাগ্য টাইব্রেকারে গড়ায়। পাঁচটি পেনাল্টি শটের মধ্যে একটি হাতে রেখেই জয় নিশ্চিত করে ডাচরা। শেষ মিনিটে গোলরক্ষক পরিবর্তন করে যে লুইস ভ্যান গাল ভুল করেননি কোস্টারিকার দ্বিতীয় পেনাল্টি শট রুখে দিয়ে সেটিই বুঝিয়েছেন টিম ক্রাল। কোস্টারিকার হয়ে শেষ পেনল্টি শট করতে আসা উমানা গোল মিস করলে সালভাদর মেতে উঠে কমলা উৎসবে। পুরো খেলায় ১৪টি দুর্দান্ত সেভ করা কোস্টারিকান গোলরক্ষক নাভাস গামবোয়া দলকে শেষ রক্ষা করতে পারলেন না। রবেন-পার্সি-স্নাইডার-ক্যুটদের পেনাল্টি শটের কোনও জবাবই ছিলো না তার কাছে। নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্যভাবে শেষ হলে খেলার ভাগ্য গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু ওই ৩০ মিনিটেও ভাগ্য দেবতা ডাচদের দিকে মুখ তুলে তাকাননি। অতিরিক্ত ২৯তম মিনিটে স্নাইডারের জোরালো শট গোলবারে লেগে ফিরে আসে। পুরো খেলায় নেদারল্যান্ডসের তিনটি শটে বাধা হয় গোলবার। এর আগে দ্বিতীয়ার্ধে গোল করার জন্য মরিয়া নেদারল্যান্ডস লক্ষ্যভেদ করতে পারেনি কোস্টারিকান গোলরক্ষক নাভাসের অসাধারণ গোলরক্ষণের কারণে। ৯০তম মিনিটে ভ্যান পার্সির ডান পায়ের দুর্দান্ত শট রুখে দেন তিনি। ম্যাচটি শেষ হয়ে যেতে পারতো নির্ধারিত সময়েই। ইনজুরি টাইমে নিশ্চিত সুযোগ সৃষ্টি করে রবেনরা। নাভাসের বাধাও কাটান। কিন্তু ভ্যান পার্সির শটটি গোলমুখে দাঁড়িয়ে থাকা কোস্টারিকান মিডফিল্ডার তেজাদার পায়ে লেগে সোজা ক্রসবারে আঘাত করে। প্রথমার্ধেও ডাচরা অন্তত চারটি সম্ভাবনাময় আক্রমণ সৃষ্টি করে। তার সবগুলোই দক্ষতার সঙ্গে রুখে দেন নাভাস গামবোয়া। ২২তম মিনিটে ভ্যান পার্সি ও স্নাইডারের গোলমুখে দুটি শট রুখে দিয়ে সেবারের মত নিশ্চিত পিছিয়ে পড়া থেকে রক্ষা করেন নিজের দলকে। খেলার ২৯ এবং ৩৯ তম মিনিটেও আরও দুটি দুর্দান্ত সেইভ করেন তিনি। খেলার পরিসংখ্যান অনুযায়ী পুরো খেলায় ডাচরাই রাজত্ব করেছে। পুরো ১২০ মিনিটের খেলায় ৬৫ শতাংশ সময় বল ডাচদের পায়েই ছিল। গোলমুখে শট করে ১৫টি। অপরদিকে কোস্টারিকা করে মাত্র তিনটি। এই জয়ের ফলে নেদারল্যান্ডস দ্বিতীয় সেমিফাইনালে ৯ জুলাই আর্জেন্টিনার মুখোমুখি হবে।

/এমএমআর/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেকনাফে যৌথবাহিনীর সঙ্গে ডাকাতদের গোলাগুলি: আগ্নেয়াস্ত্র ও অপহৃত যুবক উদ্ধার
টেকনাফে যৌথবাহিনীর সঙ্গে ডাকাতদের গোলাগুলি: আগ্নেয়াস্ত্র ও অপহৃত যুবক উদ্ধার
‘গবাদি পশুর রোগ নির্মূলে টিকাদান কার্যক্রম জোরদার করতে হবে’
‘গবাদি পশুর রোগ নির্মূলে টিকাদান কার্যক্রম জোরদার করতে হবে’
গাজায় গণহত্যার বিরোধিতা: যুক্তরাজ্যে ৮৩ বছরের ধর্মযাজক গ্রেফতার
গাজায় গণহত্যার বিরোধিতা: যুক্তরাজ্যে ৮৩ বছরের ধর্মযাজক গ্রেফতার
অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির সেমিফাইনালে বাংলাদেশ
অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির সেমিফাইনালে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫