X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

জিতেও অস্বস্তি মোহামেডানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০১৯, ১৯:৩৮আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ১৯:৪৬

বারিধারার বিপক্ষে মোহামেডানের (সাদাকালো জার্সি) লড়াই টিভিএস ফেডারেশন কাপ ফুটবলে প্রথম জয়ের স্বাদ পেয়েছে  মোহামেডান স্পোর্টিং। শনিবার উত্তর বারিধারার বিপক্ষে জয় এসেছে এক গোলে। কিন্তু জিতেও নকআউট পর্ব নিশ্চিত হয়নি সাদা-কালোদের। অপেক্ষায় থাকতে হচ্ছে ‘ডি’ গ্রুপে শেখ রাসেল ও মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ ক্রীড়াচক্রের ম্যাচের ফলের ওপর। তিন ম্যাচে মোহামেডানের পয়েন্ট ৫। সমান ম্যাচে উত্তর বারিধারা পয়েন্টের ঘরে শূন্য রেখে বিদায় নিয়েছে আগেই। এক ম্যাচ কম খেলে শেখ রাসেল ও মুক্তিযোদ্ধার সমান ৪ পয়েন্ট । জটিল সমীকরণে পড়ে বিদায় হয়ে যেতে পারে মোহামেডানের।

বঙ্গবন্ধু স্টেডিয়ামের এ ম্যাচে মোহামেডান শুরুটা করেছিল দুর্দান্ত। দুই উইং দিয়ে  একের পর এক আক্রমণ গেছে। ৮ মিনিটে এসেছে একমাত্র জয়সূচক গোলটি। আমির হাকিম বাপ্পীর থ্রু থেকে মালিয়ান স্ট্রাইকার সোলেমানে দিয়াবাতে  বল জালে জড়িয়ে দেন।

অনেক চেষ্টাতেও গোল ব্যবধান বাড়াতে পারেনি মোহামেডান। আরিফ-মিঠুরা একাধিক সুযোগ নষ্ট করেছেন। বরং ৩৯ মিনিটে বারিধারা ম্যাচে ফেরাতে পারত। সামিন ইয়াসির জুয়েলকে গোল বঞ্চিত করেছে ক্রসবার! বিরতির পরও আক্রমণ শানিয়ে গেছে মোহামেডান। কিন্তু এই অর্ধেও গোলের দেখা মেলেনি। ৭৬ মিনিটে  কর্নার থেকে নাইজেরিয়ান স্টেনলি ওনি কাচি আমাদির হেড ক্রসবারে প্রতিহত হয়। চার মিনিট পর আরেক নাইজেরিয়ান উগোচুকো ওবির শট দুর্দান্তভাবে সেভ করেন প্রতিপক্ষ গোলকিপার।

ম্যাচ জিতেও স্বস্তিতে নেই মোহামেডানের অস্ট্রেলিয়ান কোচ শন লেন। ম্যাচ শেষে গলায় উদ্বেগ ঢেলে বললেন, ‘আমরা ম্যাচ জিতে নিজেদের একধাপ এগিয়ে রেখেছি। এখন গ্রুপের শেষ ম্যাচের ওপর নির্ভর করবে আমাদের ভাগ্য। তবে আমরা কোয়ার্টার ফাইনালে উঠার বিষয়ে আশাবাদী।’

উত্তর বারিধারা পয়েন্টশূন্য থেকেই শেষ করলো ফেডারেশন কাপ। এতে অবশ্য হতাশ নন দলের কোচ আলফাজ আহমেদ, তার চোখ যে প্রিমিয়ার লিগে, ‘আমরা এই প্রতিযোগিতাকে প্রস্তুতিমূলক হিসেবে নিয়েছি। আমরা তিনটি ম্যাচই হারলেও ছেলেরা খারাপ খেলেনি। অনভিজ্ঞতার কারণেই হার। তবে লিগে ভালো খেলবো আমরা।’

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
আইপিএলের সময়ে হবে পিএসএল!
আইপিএলের সময়ে হবে পিএসএল!
বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে বাবুর্চির মৃত্যু, সারা রাত রাস্তায় পড়ে ছিল লাশ
বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে বাবুর্চির মৃত্যু, সারা রাত রাস্তায় পড়ে ছিল লাশ
বাড়িতে বিস্ফোরণে আহত স্কুলছাত্রী মারা গেছে
বাড়িতে বিস্ফোরণে আহত স্কুলছাত্রী মারা গেছে
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি