X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

শিরোপা ধরে রাখতেই এসেছে ফিলিস্তিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২০, ১৮:৩৪আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ১৮:৪১

ফিলিস্তিন ফুটবল দল ২৪ ঘন্টার ভ্রমণ শেষে ঢাকায় পৌঁছে গেছে বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিন দল। খেলোয়াড়দের অবয়বে ক্লান্তির ছাপটা স্পষ্ট। সোমবার টিম হোটেলে (সোনারগাঁও) পা ফেলেই দলটির ম্যানেজার বলে দিলেন, বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবলের শিরোপাটা অক্ষু্ন্ন রাখতেই তারা এসেছেন।

গতবার বঙ্গবন্ধু গোল্ডকাপে তাজিকিস্তানকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ফিলিস্তিন। এবার সামনে বাধা স্বাগতিক বাংলাদেশসহ আরও চারটি দেশ। এই প্রতিযোগিতায় ৬ দেশের মধ্যে ফিফা র‌্যাঙ্কিংয়ে সবার ওপরে ফিলিস্তিন, অবস্থান ১০৬ নম্বরে। সুতরাং না বললেও চলছে যে তারাই এবারো সবচেয়ে ফেবারিট।

দলের ম্যানেজার জাবের জারিনকে খুবই আত্মবিশ্বাসী লাগল তার কথাবার্তায়, ‘বাংলাদেশে আবারও আসতে পেরে খুব ভালো লাগছে। এবার দিয়ে দ্বিতীয়বার এলাম। এবারও কাপ জিতে আমরা ফিলিস্তিন ফিরতে চাই।’

ফিলিস্তিন দলটি বিশ্বকাপ বাছাইপর্ব খেলছে। এশিয়ার ‘ডি’ যদিও তাদের অবস্থা সুবিধাজনক নয়। পাঁচ দলের মধ্যে চার পয়েন্ট নিয়ে সবার নিচে আছে। আগামী মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে পরবর্তী ম্যাচ খেলবে তারা। সেই ম্যাচের আগে নিজেদের আরও পরখ করে নিতে চাইছে। ঢাকায় আসা দলে ৮ জন আছেন যারা বিশ্বকাপ বাছাইপর্বে খেলছেন।

বঙ্গবন্ধু গোল্ডকাপ থেকেই বিশ্বকাপ বাছাইপর্বে আগামী মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে দলও ঠিক করবে তারা। জাবের জারিন নিজে থেকেই সেটি বলে দিলেন, ‘ঢাকায় আসা দলটি তরুণ ও অভিজ্ঞদের নিয়ে গড়া। বিশ্বকাপ বাছাইপর্ব ও অলিম্পিক দলে খেলা খেলোয়াড় আছেন। মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আছে। ঢাকার টুর্নামেন্টকে আমরা সেটিরই প্রস্তুতি হিসেবে দেখছি।’

ফুটবলার তাহির যাবুর ক্লান্তি নিয়েও জানিয়ে দিলেন তাদের লক্ষ্যটা, ‘আমরা খুবই ক্লান্ত। কথা বলার মতো অবস্থায় নেই।  তবু আসল কথাটি বলি। এখানে আমরা চ্যাম্পিয়ন হতে এসেছি। আমাদের এই দলে অনেকে এর আগে ঢাকায় খেলেছে বঙ্গবন্ধু গোল্ডকাপে। বাংলাদেশ সম্পর্কে ভালো ধারণা আছে আমাদের।’

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা