X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

বার্সেলোনায় ‘নতুন রোনালদো’

স্পোর্টস ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪৫আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪৫

বার্সেলোনার নতুন মুখ ফ্রানসিস্কো ত্রিনকাও শেষ হয়ে গেছে ২০২০ সালের শীতকালীন দলবদল। লুইস সুয়ারেজের চোটে নতুন স্ট্রাইকারের খোঁজ করলেও কাউকে কেনেনি বার্সেলোনা। তবে গ্রীষ্মকালীন দলবদলের কাজটা আগেই রেখে রাখলো। কাতালানরা কিনেছে ‘নতুন রোনালদো’। বার্সেলোনার ‍সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর কোনও সম্পর্ক না থাকলেও পর্তুগিজ উইঙ্গারের স্বদেশি ফরোয়ার্ডকেই দলে ভিড়িয়েছে তারা, যাকে ডাকা হচ্ছে ‘নতুন রোনালদো’ নামে।

২০ বছর বয়সী ফ্রানসিস্কো ত্রিনকাওকে দলে টেনেছে বার্সেলোনা। পর্তুগিজ ক্লাব ব্রাগা থেকে পাঁচ বছরের চুক্তিতে এই তরুণ ফরোয়ার্ড নাম লিখিয়েছেন ন্যু ক্যাম্পে। শুরুতে শোনা গিয়েছিল, তার বাইআউট ক্লজের ৩০ মিলিয়ন ইউরো দিতে হচ্ছে কাতালানদের, যদিও বার্সেলোনা নিশ্চিত করেছে দলবদলের অঙ্কটা ৩১ ‍মিলিয়ন ইউরোর। এখন চুক্তি করলেও ত্রিনকাও বার্সেলোনার হয়ে খেলতে পারবেন ১ জুলাই থেকে।

নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে খবরটি নিশ্চিত করেছে বার্সেলোনা। তারা জানিয়েছে, ‘এসসি ব্রাগার সঙ্গে সমঝোতায় পৌঁছানো গেছে। ফ্রানসিস্কো ত্রিনকাও ২০২০ সালের ১ জুলাই যোগ দেবেন ক্লাবের সঙ্গে। পাঁচ বছরের চুক্তিতে তাকে আনতে খরচ হচ্ছে ৩১ ‍মিলিয়ন ইউরো।’ তবে পর্তুগিজ তরুণের বাইআউট ‍ক্লজ চোখ কপালে তোলার মতো, ৫০০ মিলিয়ন ইউরো!

বয়সভিত্তিক ফুটবল থেকে আলো ছড়াচ্ছেন ত্রিনকাও। বাঁ পায়ের খেলোয়াড় হলেও পর্তুগালে যেহেতু জন্ম, তাই তুলনা শুরু হয়ে যায় রোনালদোর সঙ্গে। তবে খেলতে যাচ্ছেন তিনি লিওনেল মেসির সঙ্গে। দুই উইংয়েই খেলতে সমান পারদর্শী ত্রিনকাও ব্রাগার বয়সভিত্তিক দল থেকে মূল দলে সুযোগ পান ২০১৮ সালে। দুই বছরের মাথায় বার্সেলোনার মতো ক্লাবে সুযোগ পেয়ে গেলেন তিনি।

ত্রিনকাওয়ের সঙ্গে আরেকটি চুক্তি সেরে ফেলেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। ব্রাজিলিয়ান ক্লাব পালমেরিয়াস থেকে নিয়ে এসেছে মিডফিল্ডার মাথিয়াস ফের্নান্দেসকে। ২১ বছর বয়সী ব্রাজিলিয়ানও ন্যু ক্যাম্পে যোগ দেবেন জুলাইয়ে। পাঁচ বছরের চুক্তিতে দলবদলের অঙ্কটা ৭ মিলিয়ন ইউরো, সঙ্গে রয়েছে আনুষঙ্গিক আরও ৩ মিলিয়ন ইউরো। মাথিয়াসের বাইআউট ক্লজ ৩০০ মিলিয়ন ইউরো।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রাঘাতে প্রাণ গেলো ১০ জনের
বজ্রাঘাতে প্রাণ গেলো ১০ জনের
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
বাবাকে খাবার পৌঁছে দিতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ মিললো নদীতে
বাবাকে খাবার পৌঁছে দিতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ মিললো নদীতে
বাসায় ফিরেছেন খালেদা জিয়া
বাসায় ফিরেছেন খালেদা জিয়া
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম