X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

সিটির নিষেধাজ্ঞা যেন নীলাকাশে বজ্রাঘাত

স্পোর্টস ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২০, ২৩:২৮আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ২৩:২৮

লা লিগা প্রধান তেবাস শনিবার ফুটবল বিশ্বে ‘বিস্ফোরণ’ ঘটালো একটি খবর- পরের দুই মৌসুম ইউরোপিয়ান ক্লাব ফুটবলে খেলতে পারবে না ম্যানচেস্টার সিটি। তাদের কোচ ও তারকা খেলোয়াড়দের ভাগ্যে কী আছে, তা এখন আলোচনার কেন্দ্রে। উয়েফার এ শাস্তির বিরুদ্ধে এখন তারা আপিল করবে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে। রায় তাদের পক্ষে না বিপক্ষে যাবে, সেটার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েক মাস। তবে ম্যানসিটির বিরুদ্ধে উয়েফার এ সিদ্ধান্তকে যথার্থ বলেছেন লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস।

কয়েক বছর ধরে ম্যানসিটির বিপুল ব্যয়ের সমালোচনা করে আসছিলেন তেবাস। শেষ পর্যন্ত ‘ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’র নিয়ম ভঙ্গ করার শাস্তি পেয়েছে ইংলিশ চ্যাম্পিয়নরা। উয়েফা জানায়, ২০১২ থেকে ২০১৬ সালে স্পনসর থেকে আসা আয়ের চেয়ে বেশি ব্যয় করেছে ম্যানসিটি। ইউরোপের শীর্ষ প্রতিযোগিতায় নিষেধাজ্ঞার সঙ্গে ৩০ মিলিয়ন ইউরো জরিমানা গুনতে হবে সিটিজেনদের। দেরিতে হলেও শাস্তিটা তাদের প্রাপ্য ছিল বলে মনে করেন স্প্যানিশ লিগের প্রধান।

ম্যানসিটি নিষিদ্ধ হওয়ার প্রতিক্রিয়ায় তেবাসের টুইট, ‘উয়েফা অবশেষে চূড়ান্ত ব্যবস্থা নিলো। ফুটবলের ভবিষ্যতের জন্য ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম জোরদার এবং এটি ভঙ্গ করলে শাস্তি দিতে হবে। কয়েক বছর ধরে ম্যানসিটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে এসেছি আমরা। শেষ পর্যন্ত ভালো দৃষ্টান্ত তৈরি হলো এবং আরও হবে আশা করি। একেবারে না হওয়ার চেয়ে দেরিতে হওয়া ভালো।’

সিটির নিষেধাজ্ঞা যেন নীলাকাশে বজ্রাঘাত নিষেধাজ্ঞা বহাল থাকলে মালিক শেখ মনসুর ক্লাব ছেড়ে দেবেন, আশঙ্কা সাবেক সিটি ফরোয়ার্ড রডনি মার্শের, ‘যদি এ সিদ্ধান্ত বহাল থাকে তাহলে শেখ মনসুর ক্লাব বিক্রি করে দিলে অবাক হবো না। সিটির জন্য দারুণ ছিলেন তিনি এবং এটা একটা বিরাট ধাক্কা। আমি তাকে দোষ দিই না।’

পুরো ইউরোপজুড়ে শনিবার আলোচনায় ছিল ম্যানসিটির নিষেধাজ্ঞা। স্পেন, জার্মানি, ইতালি ও ফ্রান্সের সংবাদমাধ্যম সরগরম। প্রথম পাতায় মার্কা বড় করে শিরোনাম করেছে, ‘সিটি, ইউরোপ থেকে ছিটকে গেলো!’ এএস ইংরেজিতে ছেপেছে একটিই শব্দ, ‘আউট’। ‘সিটির জন্য বড় ধাক্কা: দুই বছর চ্যাম্পিয়নস লিগ ছাড়া’: স্পোর্তের শিরোনাম। তারা লিখেছে, এটা ‘পুরো দুর্গ গুঁড়িয়ে দিলো’, ‘সিটির প্রকল্প ভয়ংকর বিপদের মধ্যে’।

সিটির নিষেধাজ্ঞা যেন নীলাকাশে বজ্রাঘাত ইতালির শীর্ষস্থানীয় পত্রিকাগুলোর প্রথম পাতাতেও ছিল সিটির নিষেধাজ্ঞার খবর। গাজেত্তা দেল্লো স্পোর্তের লিড নিউজ ছিল, এটা শুধু ইংলিশ ফুটবল নয়, বিশ্ব ফুটবলকেই কাঁপিয়ে দিলো।’ বেশিরভাগ ইতালিয়ান পত্রিকার আলোচনার বিষয় ছিল পেপ গার্দিওলার ভবিষ্যৎ নিয়ে। এ মৌসুমে জুভেন্টাসে তার যাওয়ার গুঞ্জন উঠেছিল। কোরিয়েরে দেল্লো স্পোর্তের শিরোনাম, ‘গার্দিওলার খোঁজ শুরু’।

সিটির নিষেধাজ্ঞায় ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে জার্মান পত্রিকাগুলো। বিল্ডের মাথিয়াস ব্রজেলমান লিখেছেন, ‘বার্তা পরিষ্কার। নিয়ম-নীতি শুধু মাঠে নয়, মাঠের বাইরেও। প্রত্যেককে সেগুলো মানতে হবে, সেটা ম্যানসিটিই হোক আর এসসি ফ্রেইবুর্গ।’ উয়েফা প্রেসিডেন্ট আলেক্সান্দার সেফেরিনের এ উদ্যোগ প্রশংসিত হয়েছে। কিকার সম্পাদক জর্জ জ্যাকব বলেছেন, ফিন্যান্সিয়াল ফেয়ার প্লেকে এতদিন বলা হতো ‘শুধুই কাগজের বাঘ’, সেটা উঠে গেলো। ফ্রান্সের পত্রিকা লেকিপ শনিবার এক লাইনে লিখেছে, ‘নীল আকাশে বজ্রাঘাত’।

/এফএইচএম/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সুন্দরবনে আগুনে ৫ একর এলাকার ক্ষতি
সুন্দরবনে আগুনে ৫ একর এলাকার ক্ষতি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গাছে ঝুলছিল যুবকের লাশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গাছে ঝুলছিল যুবকের লাশ
বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে ভেঙে পড়েছে গাছ-খুঁটি, কয়েক স্থানে জলাবদ্ধতা
বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে ভেঙে পড়েছে গাছ-খুঁটি, কয়েক স্থানে জলাবদ্ধতা
চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ