X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

রোনালদো নন, কোস্তার কাছে জুভেন্টাসের সেরা দিবালা!

স্পোর্টস ডেস্ক
২২ এপ্রিল ২০২০, ২৩:১৩আপডেট : ২২ এপ্রিল ২০২০, ২৩:১৩

রোনালদো নন, কোস্তার কাছে জুভেন্টাসের সেরা দিবালা! পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। সময়ের তো বটেই, সর্বকালের সেরাদের তালিকাতেও রাখা হয় তাকে। সেই ক্রিস্টিয়ানো রোনালদোকে চোখ বন্ধ করে জুভেন্টাসের সেরা খেলোয়াড় মানা হবে, সেটাই তো স্বাভাবিক। কিন্তু না, তার সতীর্থ দগলাস কোস্তার কাছে সেরা অন্য কেউ! পাউলো দিবালাকে জুভেন্টাসের সেরা খেলোয়াড় মানেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার।

ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদে সাফল্যের বৃষ্টিতে ভিজে নতুন চ্যালেঞ্জ নিতে রোনালদো এখন ইতালিতে। সিরি ‘আ’র সৌরভ পেলেও চ্যাম্পিয়নস লিগ জেতা হয়নি ইতালিয়ান ক্লাবটির হয়ে। করোনাভাইরাসের কারণে সিরি ‘আ’ বন্ধ হওয়ার আগে পর্তুগিজ যুবরাজ কাটিয়েছেন দুর্দান্ত সময়। লিগে করেছেন ২১ গোল। দিবালার চেয়ে ৩ গুণ বেশি। এরপরও দলের সেরা খেলোয়াড় হিসেবে এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকেই পছন্দ কোস্তার।

করোনাভাইরাসে লিগ বন্ধ থাকায় ‘ঘরবন্দি’ জীবন কাটাচ্ছেন সব খেলোয়াড়। অবসরে ভক্তদের সঙ্গে সময় কাটাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন-উত্তর পর্বেও অংশ নিচ্ছেন কেউ কেউ। তেমনই এক পর্বে কোস্তার কাছে এক ভক্ত জানতে চেয়েছিলেন, তার কাছে জুভেন্টাসের সেরা খেলোয়াড় কে?

২৯ বছর বয়সী ব্রাজিলিয়ানের উত্তর, ‘সবচেয়ে শক্তিশালী সতীর্থ পাউলো দিবালা। এরপর অবশ্যই রোনালদো।’

ইনস্টাগ্রামে ব্রাজিলিয়ান উইঙ্গারের দেওয়া উত্তরটির জন্য হয়তো অনেকেই প্রস্তুত ছিলেন না। কারও কাছে আবার কোস্তার মতামত পছন্দ হয়নি। অনেকে সমালোচনাও করেছেন তার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভক্ত যেমন ‘হ্যাঁ দগলাস কোস্তা, রোনালদোর চেয়ে দিবালা ভালো।’- লিখে যোগ করেছেন ব্যাঙ্গাত্মক ইমোজি। আরেকজনের তো দিবালার সঙ্গে রোনালদোকে তুলনায় টানাকেই পছন্দ হয়নি।

রিয়াল মাদ্রিদে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জিতে ২০১৮ সালে জুভেন্টাসে নাম লেখান রোনালাদো। ১০০ মিলিয়ন ইউরোর ট্রান্সফারে তুরিনের ক্লাবে গিয়েছেন তিনি চ্যাম্পিয়নস লিগ জেতার লক্ষ্য নিয়ে। জুভেন্টাসও ইউরোপিয়ান প্রতিযোগিতার সাফল্যে ঘরে তুলতে নিয়ে এসেছে পর্তুগিজ অধিনায়ককে। আর তাকেই কিনা সেই দলেরই খেলোয়াড় কোস্তা রাখছেন ‘দ্বিতীয় স্থানে’!

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষকের মুখে হাসি কপালে চিন্তার ভাঁজ
কৃষকের মুখে হাসি কপালে চিন্তার ভাঁজ
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
সর্বাধিক পঠিত
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ