X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

আইসোলেশন ক্যাম্প হতে পারে, ফুটবলারদের উদ্দেশে কাজী নাবিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২০, ১৭:৪৫আপডেট : ২১ মে ২০২০, ১৭:৪৫

বাফুফে সহ-সভাপতি ও জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ করোনাভাইরাসে খেলা বন্ধ। ফুটবলারদের ফিটনেস ধরে রাখাই এখন সবচেয়ে বড় দুশ্চিন্তার। এই অবস্থায় জামাল-জীবনদের উজ্জীবিত রাখতে আজ (বৃহস্পতিবার) তাদের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ও জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।

প্রিমিয়ার ফুটবল লিগ পরিত্যক্ত হয়েছে আগেই। আগামী সেপ্টেম্বরের আগে নতুন মৌসুম শুরুর সম্ভাবনা নেই। এই সময়ের মধ্যে খেলোয়াড়দের ফিটনেস ধরে রাখাটা বড় চ্যালেঞ্জ, বিশেষ করে জাতীয় দলের খেলোয়াড়দের। করোনা পরিস্থিতির উন্নতি হলে তাদের নিয়ে আলাদা পরিকল্পনা আছে টিমস কমিটির। প্রয়োজনে হতে পারে আইসোলেশন ক্যাম্প।

জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন তেমনটাই, ‘দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে আইসোলেশন ক্যাম্প হতে পারে। অফিস খুলেছে। কাজ শুরু হয়েছে। মানুষকে একসঙ্গে করা যাবে নিরাপদে। এমন নির্দেশনা পেলেই তখন আমরা করব। এটা (আইসোলেশন ক্যাম্প) করার আগে আমরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে জানিয়ে করব। সবকিছু বিবেচনা রেখেই করা হবে।’

আইসোলেশন ক্যাম্প কোথায় হতে পারে, সেই ধারণাও দিয়ে রাখলেন বাফুফে সহ-সভাপতি, ‘সেক্ষেত্রে ক্যাম্প ঢাকার আশেপাশে হতে পারে। যেখানে ক্যাম্প করার মতো ব্যবস্থা আছে। প্র্যাকটিস করার সুবিধা আছে। থাকার সুবিধা আছে। যেখানে টিমসংশ্লিষ্ট ছাড়া অন্য কেউ আসতে পারবে না। সব ধরনের স্বাস্থ্যবিধি মেনেই সবকিছু করা হবে।’

নতুন মৌসুম শুরুর আগে খেলোয়াড়দের সঙ্গে ক্লাবের চুক্তি কেমন হতে পারে, কবে মৌসুম শুরু হবে- এই বিষয়গুলো নিয়ে অনেকেই সংশয়ে। তবে ফুটবলারদের মনে স্বস্তি ফিরতে পারে কাজী নাবিলের এই কথায়, ‘ফুটবলারদের জীবিকার বিষয় এটা। আমাদের এটা চিন্তার মধ্যে থাকবে কিভাবে ক্লাব ও খেলোয়াড়দের স্বার্থ রক্ষা করে করা যায়। ফেডারেশনকে দেখতে হয় ক্লাব, জেলা, খেলোয়াড়, কোচসহ সবাইকে। সবার সব স্বার্থ সংরক্ষণ সম্ভব নয়। সেভাবেই আমাদের কাজ করতে হয়। আমি সভাপতি কাজী সালাউদ্দিন সাহেবকে জানিয়েছি। ক্লাব ও খেলোয়াড়দের স্বার্থ রক্ষা করে যতদূর সম্ভব করা যায়।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
চাইলেই কি বনের আগুন প্রতিরোধ সম্ভব
চাইলেই কি বনের আগুন প্রতিরোধ সম্ভব
একদিন আগে নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত
একদিন আগে নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত
সরকার বিনিয়োগকারীদের সব সুবিধা নিশ্চিতে বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
সরকার বিনিয়োগকারীদের সব সুবিধা নিশ্চিতে বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস