X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

আনন্দে ভাষা হারিয়ে ফেলেছেন ক্লপ

স্পোর্টস ডেস্ক
২৬ জুন ২০২০, ১৫:১০আপডেট : ২৬ জুন ২০২০, ১৫:২৩

লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। ছবি: রয়টার্স ৩০ বছর পর লিগ শিরোপা জিতেছে লিভারপুল। প্রিমিয়ার লিগ যুগে প্রথম। দীর্ঘ অপেক্ষা শেষে যার হাত ধরে এলো সাফল্য, সেই ইয়ুর্গেন ক্লপের প্রশংসা ঝরছে ফুটবল বিশ্বের সব জায়গায়। ক্লপের নিজের অনুভূতি কী? ভাষা হারিয়ে ফেলেছেন জার্মান কোচ। যা ভেবেছিলেন, তার চেয়ে বেশি প্রাপ্তিতে ঘোরের মধ্যে লিভারপুল কোচ।

জার্মান কোচের অধীনেই গত বছর চ্যাম্পিয়নস লিগ জিতেছিল লিভারপুল। একটুর জন্য ছোঁয়া হয়নি প্রিমিয়ার লিগের শিরোপা। মাত্র ১ পয়েন্টে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হয় ম্যানচেস্টার সিটি। ফুটবল দেবতা এবার আর হতাশ করেননি। ৭ ম্যাচ আগে ইংলিশ ফুটবলের শ্রেষ্ঠত্ব জিতেছে অলরেডস।

এজন্য মাঠেও নামতে হয়নি। চেলসি ম্যান সিটিকে হারিয়ে দেওয়ায় শিরোপা নিশ্চিত হয়ে গেছে লিভারপুলের। ৭ ম্যাচ বাকি থাকলে ২৩ পয়েন্ট এগিয়ে থেকে শিরোপা জেতার পরিসংখ্যান বলে দিচ্ছে ২০১৯-২০ মৌসুমে কতটা দাপটের সঙ্গে খেলেছে তারা।

এরপরও যেন বিশ্বাস হচ্ছে না ক্লপের। স্কাই স্পোর্টসের কাছে শিরোপা জয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেছেন, ‘ভাষা হারিয়ে ফেলেছি।’ লিভারপুলের কোচ হওয়ার আগে অনেক স্বপ্ন ছিল তার, কিন্তু এই প্রাপ্তি তার সেই স্বপ্নের চেয়েও বেশি কিছু, ‘এর চেয়ে ভালো কিছু হতে পারে না, এই অর্জন আমার স্বপ্নের চেয়ে বেশি কিছু। এটা অবিশ্বাস্য। যতটা সম্ভব মনে করেছিলাম, তার চেয়ে বেশি কিছু।’

স্কাই স্পোর্টসের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় জার্মান কোচ পরেছিলেন লিভারপুলের জার্সি। চোখ গড়িয়ে জলও নেমে এলো তার, আবেগে আপ্লুত ক্লপ বললেন, ‘এই ক্লাবের সঙ্গে চ্যাম্পিয়ন হওয়া এককথায় অসাধারণ। দুর্দান্ত অর্জন আমার সব খেলোয়াড়ের জন্য... আর অবশ্যই কোচ হিসেবে আমার নিখাদ আনন্দ।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ