X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

বার্সার তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হয়ে সুয়ারেজ বললেন...

স্পোর্টস ডেস্ক
০৯ জুলাই ২০২০, ১৫:০৮আপডেট : ০৯ জুলাই ২০২০, ১৫:১৮

বার্সার তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হয়ে সুয়ারেজ বললেন... ভিয়ারিয়ালের বিপক্ষে একবার বল জালে উড়িয়ে বসেছিলেন লাজলো কুবালার পাশে। আর এস্পানিওলের বিপক্ষে গোল করে তিনি ছাড়িয়ে গেলেন সাবেক হাঙ্গেরিয়ান স্ট্রাইকারকে। বার্সেলোনার ফুটবল ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা এখন লুইস সুয়ারেজ। এই অর্জনের দিনেও লা লিগার শিরোপাতেই সব মনোযোগ তার। আর এজন্য চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের হার কামনা করছেন তিনি!

সুয়ারেজের একমাত্র গোলেই কাতালান ডার্বিতে এস্পানিওলকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। ওই গোলটাই উরুগুইয়ান স্ট্রাইকারকে বসিয়েছে বার্সার সর্বোচ্চ গোলদাতার তালিকার তৃতীয় স্থানে। ১৯৫ গোল নিয়ে ছাড়িয়ে গেছেন কুবালাকে। ১২ মৌসুম খেলে কাতালানদের জার্সিতে ১৯৪ গোল করা হাঙ্গেরিয়ান গ্রেটকে ৬ মৌসুমেই পেরিয়ে গেলেন সুয়ারেজ।

২০১৪ সালে লিভারপুল থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকে চলছে সুয়ারেজের গোল উৎসব। বিশ্বকাটে কামড়-কাণ্ডে কাতালানদের জার্সিতে অভিষেক হতে বিলম্ব হলেও প্রথম মৌসুমে করেছিলেন ২৫ গোল। এরপর ২০১৫-১৬ মৌসুমে যোগ করেন ৫৯ গোল। ২০১৬-১৭ মৌসুমে ৩৭, ২০১৭-১৮ মৌসুমে ৩১, ২০১৮-১৯ মৌসুমে ২৫ এবং চলতি মৌসুমে এখন পর্যন্ত করেছেন ১৮ গোল।

বার্সার সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার ওপরে লিওনেল মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ডের গোল ৬৩০, আর দ্বিতীয় স্থানে থাকা চেজারের গোল ২৩২। অর্থাৎ, দ্বিতীয় স্থানে উঠতে সুয়ারেজের লাগবে ৩৭ গোল।

এস্পানিওলের বিপক্ষে নতুন প্রাপ্তি যোগ হলেও সুয়ারেজের পুরো নজর লা লিগা শিরোপায়। লিগে বার্সেলোনার বাকি আছে আর তিন ম্যাচ, সব ম্যাচ জেতার সঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের হার কামনা করছেন তিনি। কারণ ৩৫ ম্যাচ খেলা বার্সা ১ পয়েন্টে পিছিয়ে আছে এক ম্যাচ কম খেলা রিয়াল থেকে। তাই নিজেদের বাকি থাকা ম্যাচগুলো শুধু জিতলেই হবে না, রিয়ালের পয়েন্ট হারানোও থাকছে তাদের প্রার্থনায়।

বুধবার রাতের ম্যাচ জেতার পর সুয়ারেজ বলেছেন, ‘আমাদের লক্ষ্য হলো বাকি থাকা তিন ম্যাচের সবকটি জেতা। এরপর আমাদের প্রতিপক্ষের হোঁচট খাওয়ার অপেক্ষায় থাকতে হবে। যদিও আমরা শুধু নিজেদের ম্যাচ নিয়েই ভাবছি।’

ভিয়ারিয়ালের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের বার্সেলোনাকে পাওয়া যায়নি এস্পানিওল ম্যাচে। ৩৩ বছর বয়সী স্ট্রাইকার অবশ্য পয়েন্ট পেয়েই সন্তুষ্ট, ‘সবচেয়ে বড় কথা আমরা জিতেছি এবং আরও পয়েন্ট যোগ করতে পেরেছি।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে তাজিয়া মিছিল, কারবালার শোককে শক্তিতে পরিণত করার প্রত্যয়
রাজধানীতে তাজিয়া মিছিল, কারবালার শোককে শক্তিতে পরিণত করার প্রত্যয়
‘প্রত্যেক শিল্পীরই অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি’
‘প্রত্যেক শিল্পীরই অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি’
বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১৪৫৪
বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১৪৫৪
ট্রাম্পের সঙ্গে সর্বশেষ ফোনালাপকে সবচেয়ে ফলপ্রসূ বললেন জেলেনস্কি
ট্রাম্পের সঙ্গে সর্বশেষ ফোনালাপকে সবচেয়ে ফলপ্রসূ বললেন জেলেনস্কি
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই