X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

বায়ার্নকে বার্সেলোনা খেলোয়াড়ের ‘হুমকি’

স্পোর্টস ডেস্ক
১৪ আগস্ট ২০২০, ১৫:৪৩আপডেট : ১৪ আগস্ট ২০২০, ১৬:০৩

বার্সেলোনা মিডফিল্ডার আর্তুরো ভিদাল বায়ার্ন মিউনিখের হয়ে খেলেছেন তিনি। জার্মান ক্লাবটির ভিতর-বাহির তার জানা। আলিয়েঞ্জ অ্যারেনায় সাফল্যময় সময় কাটিয়ে আর্তুরো ভিদাল এখন বার্সেলোনার খেলোয়াড়। চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে চিলিয়ান মিডফিল্ডারের সাবেক-বর্তমান দল দুটি মুখোমুখি হতে যাচ্ছে। লিসবনের এই লড়াইয়ের আগে বায়ার্নকে রীতিমতো হুমকি দিয়ে রাখলেন ভিদাল!

এবারের মৌসুমে এককথায় উড়ছে বায়ার্ন। ঘরোয়া ফুটবলের ডাবল জিতে আছে ত্রিমুকুট জেতার পথে। ভিদাল তাদের সামর্থ্য সম্পর্কে জানেন। সমীহও করছেন জার্মান চ্যাম্পিয়নদের, তবে তারা যে ‘বিশ্বের সেরা দল’ বার্সেলোনার মুখোমুখি হতে যাচ্ছে, সেটি মনে করিয়ে দিয়েছেন ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে।

ভিদালের বক্তব্য, ‘এটি মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। আমার সত্যিই আশাবাদী। বায়ার্ন দারুণ একটি মৌসুম পার করছে, জিতেছে জার্মান কাপ ও বুন্দেসলিগার শিরোপা। আমরা জানি এটা কঠিন, তবে দারুণ একটা ম্যাচের প্রত্যাশা করছি। আমরা যদি আমাদের সেরাটা খেলতে পারি, তাহলে অবশ্যই সুযোগ আছে।’

সাবেক জার্মান ফুটবলার লোথার ম্যাথিয়াস জানিয়েছেন, এবারের মৌসুমে বার্সেলোনা যেমন খেলছে, তাতে বায়ার্নের হারতে হলে অনেক ভুল করতে হবে। ভিদাল অবশ্য বাইরের মন্তব্যে কান দিচ্ছেন না। উল্টো বায়ার্নকে হুমকি দিয়ে রেখেছেন এই বলে, ‘ওরা আত্মবিশ্বাসী ঠিক আছে, তবে ওরা অবশ্যই জানে ওরা বুন্দেসলিগার কোনও দলের বিপক্ষে খেলতে নামছে না। তাদের খেলতে হবে বার্সেলোনার বিপক্ষে।’

লিগ ও কোপা দেল রে’র শিরোপা হারানো বার্সেলোনার শেষ সুযোগ চ্যাম্পিয়নস লিগ। ভিদাল আশা রাখছেন, ‘জানি সমর্থকদের মনে সংশয় আছে। তবে আমরা বিশ্বের সেরা দল, যদিও আমরা সেটি মাঠে প্রমাণ করতে পারিনি, হারিয়েছি লা লিগা। আমাদের আছে লিও (মেসি) ও উঁচুমানের আরও কিছু খেলোয়াড়। আমরা নিজেদের প্রমাণ করতে চাই।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ