X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

নেইমারে ‘অসন্তুষ্টি’ ও চোট-শঙ্কা

স্পোর্টস ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২০, ১৭:৫৫আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ১৮:০৬

নেইমারে ‘অসন্তুষ্টি’ ও চোট-শঙ্কা টানা হারের ধাক্কা কাটিয়ে ছুটছে প্যারিস সেন্ত জার্মেইয়ের জয়রথ। রবিবার রাতে রেঁসের বিপক্ষে ২-০ গোলে জিতে পেয়েছে টানা তৃতীয় জয়। অ্যাওয়ের ম্যাচটির পুরো ৯০ মিনিট খেলেছেন নেইমার। তবে তার পারফরম্যান্সে সন্তুষ্ট হতে পারেননি কোচ টমাস টুখেল। জার্মান কোচের দাবি, ‘নাম্বার টেন’-এর ভূমিকায় তাকে নিয়ে দল সাজালেও ব্রাজিলিয়ান তারকা সেটি ঠিকঠাক করতে পারেননি। এর ওপর চোট-শঙ্কায় তাকে নিয়ে ভাবনা আরও বেড়েছে টুখেলের।

ফরাসি লিগ ওয়ানের ম্যাচে মাউরো ইকার্দির জোড়ায় ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে পিএসজি। আর্জেন্টাইন স্ট্রাইকারের দুটো গোলের জোগানদাতা কিলিয়ান এমবাপ্পে। যদিও রেঁসের বিপক্ষে ফরাসি চ্যাম্পিয়নদের বেশিরভাগ আক্রমণে জড়িত ছিলেন নেইমার। এরপরও তার পারফরম্যান্সে কোচ সন্তুষ্ট হতে পারেননি কারণ, দায়িত্ব ঠিকঠাক পালন করতে না পারা।

সাবেক বার্সেলোনা ফরোয়ার্ডের পারফরম্যান্স মূল্যায়ন করেছেন টুখেল এভাবে, ‘প্রথমার্ধে সে খুব বেশি মাত্রায় রক্ষণাত্মক ছিল। আমি চেয়েছিলাম সে নাম্বার টেনের ভূমিকায় খেলুক, কিন্তু সে খেলেছে নাম্বার এইটের (মিডফিল্ডার) মতো। চেয়েছিলাম সে (কিলিয়ান) এমবাপ্পের কাছাকাছি থাকবে।’

গোটা ম্যাচ খেলে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়তে হয়েছে নেইমারকে। কাফ ইনজুরির শঙ্কায় ব্রালিয়ান ফরোয়ার্ড। চোটের অবস্থা কেমন, সেটা অবশ্য জানাতে পারেননি টুখেল। ডাক্তারের সঙ্গে কথা বলেই নিশ্চিত হতে চান জার্মান কোচ, ‘ভেবেছিলাম, সামান্য কোনও সমস্যা হয়তো, তবে সম্ভবত তেমনটা নয়। এখনও আমি কিছু জানি না, ডাক্তারের সঙ্গে আমার কথা বলতে হবে।’

২-০ গোলে জিতলেও ঠিক মন ভরেনি টুখেলের। সুযোগ নষ্টে ব্যবধান না বাড়ার অসন্তুষ্টি আছে তার মনে, ‘প্রথমার্ধ নিয়ে আমি খুশি। অনেক সুযোগ তৈরি হয়েছে, কিন্তু আমরা অনেক মিস করেছি। ৩ গোল কিংবা ৪-০ হতে পারতো। দ্বিতীয়ার্ধ নিয়ে সন্তুষ্ট নই। খেলায় আগ্রাসী ও তীব্রতার অভাব ছিল।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রহ্মপুত্রে নৌকাডুবি: এক শিক্ষার্থীর লাশ উদ্ধার, নিখোঁজ ২
ব্রহ্মপুত্রে নৌকাডুবি: এক শিক্ষার্থীর লাশ উদ্ধার, নিখোঁজ ২
জুলাই সনদ ঘোষণাসহ তিন দাবিতে ‘মার্চ ফর জুলাই রিভাইভস’ পদযাত্রা
জুলাই সনদ ঘোষণাসহ তিন দাবিতে ‘মার্চ ফর জুলাই রিভাইভস’ পদযাত্রা
পোশাক কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও একজন গ্রেফতার
পোশাক কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও একজন গ্রেফতার
ইউএসএআইডির অনুদান বাতিলের সিদ্ধান্তে মৃত্যুঝুঁকিতে দেড় কোটি মানুষ: গবেষণা
ইউএসএআইডির অনুদান বাতিলের সিদ্ধান্তে মৃত্যুঝুঁকিতে দেড় কোটি মানুষ: গবেষণা
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’