X
রবিবার, ১৯ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

একই দিনে ৪ খেলোয়াড়ের সঙ্গে নতুন চুক্তি বার্সার

স্পোর্টস ডেস্ক
২১ অক্টোবর ২০২০, ২০:৪৮আপডেট : ২১ অক্টোবর ২০২০, ২০:৫৬

চুক্তির মেয়াদ বেড়েছে টের স্টেগেন, পিকে, লংলে ও ডি ইয়ংয়ের বড় জয় দিয়ে চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম শুরু করেছে বার্সেলোনা। হাঙ্গেরিয়ান ক্লাব ফেরেন্সভারোসের বিপক্ষে ৫-১ গোলে জেতার ঘণ্টাখানের পরই এলো সুখবরটা। দলের চার খেলোয়াড়ের সঙ্গে চুক্তি বাড়িয়েছে তারা। গোলকিপার মার্ক-অ্যান্ড্রে টের স্টেগেনের চুক্তি নবায়ন করার খবর শোনা যাচ্ছিল কয়েকদিন ধরে। জার্মান স্টপারের সঙ্গে চুক্তি বাড়ানো হয়েছে দুই সেন্টার ব্যাক জেরার্দ পিকে ও ক্লেমেন্ত লংলে এবং মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের।

পিকের চুক্তি নবায়ন হয়েছে ২০২৪ সালের জুন পর্যন্ত। ৫০০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ রাখা এই ডিফেন্ডার নতুন চুক্তিতে ৩৭ বছর পর্যন্ত খেলবেন ন্যু ক্যাম্পে। যদিও ঘোষণাটা এমন দিনে এসেছে, যেদিন সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে স্প্যানিশ ডিফেন্ডারকে। অবশ্য শেষ পর্যন্ত বড় ব্যবধানের জয়ে স্বস্তিতেই থাকার কথা তার।

টের স্টেগেনের চুক্তি বাড়ানো একরকম নিশ্চিতই ছিল। অপেক্ষা ছিল আনুষ্ঠানিক ঘোষণার। নতুন চুক্তির চারজনের একজন এই জার্মান গোলকিপার। ন্যু ক্যাম্পে তিনি থাকবেন ২০২৫ সালের জুন পর্যন্ত। আর তার রিলিজ ক্লজ রাখা হয়েছে পিকের মতোই ৫০০ মিলিয়ন ইউরো।

ডি ইয়ং ও লংলে দুজনই চুক্তি বাড়িয়েছেন ২০২৬ সালের গ্রীষ্ম পর্যন্ত। এই সময়ের আগে ডি ইয়ংকে নিতে চাইলে খরচ করতে হবে ৪০০ মিলিয়ন ইউরো। আর ফরাসি ডিফেন্ডারের রিলিজ ক্লজ রাখা হয়েছে ৩০০ মিলিয়ন ইউরো।

মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়ে নিজেদের টুইটারে এই ছবি পোস্ট করেছে বার্সেলোনা বার্সেলোনা জানিয়েছে, গত কয়েক সপ্তাহ আলোচনার পর খেলোয়াড়দের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে পেরেছে তারা। চুক্তি নবায়ন করা হলেও বেতন নির্দিষ্ট করা হয়নি। করোনাভাইরাস পরিস্থিতির কারণে চুক্তি বাড়ানো এই খেলোয়াড়দের ‘সাময়িক সময়ের জন্য’ একটা বেতন ঠিক করা হয়েছে, যেটি পরবর্তীতে সমন্বয় করা হবে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
কানে ঝুলছে বাংলাদেশের দুল!
কান উৎসব ২০২৪কানে ঝুলছে বাংলাদেশের দুল!
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?