X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

শেষ ৬ মিনিটে ২ গোল করে ড্র, তবুও খুশি রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক
২৮ অক্টোবর ২০২০, ১৯:০২আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ১৯:০৪

করিম বেনজেমার গোলে খেলায় ফেরে রিয়াল মাদ্রিদ এল ক্লাসিকোর সঙ্গে কোনও মিলই নেই, এ এক অন্যরকম রিয়াল মাদ্রিদ! বার্সেলোনার বিপক্ষে ম্যাচটি একপাশে সরিয়ে রাখলে যেখানে কেবল ব্যর্থতার ছবিই ফুটে উঠে। লা লিগায় কাদিজের কাছে হার, চ্যাম্পিয়নস লিগে শাখতার দনেৎস্কের কাছে হার, এমনকি বুধবার বরুসিয়া মুনশেনগ্ল্যাডবাখের বিপক্ষেও চোখ রাঙাচ্ছিল হার। ৮৬ মিনিট পর্যন্ত যখন ২-০ গোলে পিছিয়ে, তখন হার দেখে ফেলাই স্বাভাবিক। তবে বিস্ময়করভাবে ঘুরে দাঁড়িয়ে ইনজুরি টাইম মিলিয়ে শেষ ৬ মিনিটে ২ গোল করে জয়ের সমান ড্র নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল।

এজন্য বাহবা পেতেই পারে রিয়াল। কিন্তু যে দল আগের ম্যাচে বার্সেলোনাকে তাদেরই মাঠে ৩-১ গোলে হারিয়ে এসেছে, সেই তারা অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ মুনশেনগ্ল্যাডবাখের সঙ্গে এভাবে ড্র করার পর শুরু হয়েছে রিয়াল ও জিনেদিন জিদানের সমালোচনা। শাখতারের কাছে চ্যাম্পিয়নস লিগের উদ্বোধনী ম্যাচে হারের পর কোচ জিদানের নড়বড়ে চেয়ার এল ক্লাসিকো জয়ে মাটি পেলেও জার্মানি থেকে ড্র নিয়ে ফেরায় আবারও হেলে পড়েছে।

অবশ্য জিদান আগের মতোই সমালোচনায় কান দিচ্ছেন না। ২ গোলে পিছিয়ে পড়ার পরও দল যেভাবে আত্মবিশ্বাস প্রদর্শন করেছে, তাতেই খুশি ফরাসি কোচ। তার বিশ্বাস, আত্মবিশ্বাসের এই পর্যায় ধরে রাখতে পারলে গ্রুপ পর্ব পেরিয়ে যাবে ‘লস ব্লাঙ্কোস’।

করিম বেনজেমা ও কাসেমিরোর গোলে ১ পয়েন্ট নিয়ে ফেরার পর জিদান বলেছেন, ‘এই ফলাফলই দলের প্রকৃতির প্রমাণ দেয়। আমরা অবশ্যই ড্রয়ের দাবিদার, এমনকি আমি এর থেকে বেশি কিছুই বলবো। (খেলোয়াড়দের) প্রতিক্রিয়ায় আমি সন্তুষ্ট এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট পাওয়ায় খুশি।’

শাখতারের কাছে হারের পর এবার ড্র। ২ ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের তলানিতে রিয়াল। এরপরও মুনশেনগ্ল্যাডবাখের মাঠ থেকে ঘুরে দাঁড়ানোর জয়ের পর আত্মবিশ্বাসী জিদান, ‘গোটা ম্যাচেই আমরা ভালো খেলেছি, তবে মানতে হবে আমাদের কিছুটা ঘাটতি ছিল, কেননা আমরা জিততে পারিনি। তাছাড়া ম্যাচটি মোটেও সহজ ছিল না। তবে আমরা খেলাটা যদি এভাবে চালিয়ে যাই, তাহলে নকআউট রাউন্ডে যেতে পারবো।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দীপকের গোলে অবশেষে রাসেলের হাসি
দীপকের গোলে অবশেষে রাসেলের হাসি
দিয়াবাড়ি লেকে পানিতে ডুবে ২ স্কুলছাত্রের মৃত্যু
দিয়াবাড়ি লেকে পানিতে ডুবে ২ স্কুলছাত্রের মৃত্যু
সুন্দরবনে লাগা আগুন কত বড়?
সুন্দরবনে লাগা আগুন কত বড়?
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ হলো এআই মুখপাত্র
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ হলো এআই মুখপাত্র
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ