X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

মন মানছে না জেমি ডের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২০, ১৯:১৩আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ১৯:১৩

করোনামুক্ত হয়ে কাতার যাচ্ছেন বাংলাদেশের প্রধান কোচ জেমি ডে টানা ১৫ দিন হোটেলে একাকী সময় কেটেছে বাংলাদেশ জাতীয় দলের কোচ জেমি ডের। পঞ্চমবারের পরীক্ষায় করোনাভাইরাস ‘নেগেটিভ’ হওযায় এখন দুশ্চিন্তামুক্ত ইংলিশ কোচ। আগামীকাল (বুধবার) সকালে কাতারের উদ্দেশে যাত্রা করবেন। করোনামুক্ত হয়ে এখন ডের সব মনোযোগ ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে। এই ম্যাচ ঘিরে পরিকল্পনা সাজাচ্ছেন ৪১ বছর বয়সী কোচ।

কাতার যাওয়ার আগে আজ (মঙ্গলবার) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া এক ভিডিও বার্তায় ডে বলেছেন, ‘লম্বা সময় ধরে আমি রুমের মধ্যে ছিলাম। এটা মানসিক ও শারীরিকভাবে খুবই কঠিন বিষয় ছিল। আমার করোনাভাইরাসের উপসর্গ ছিল। তবে সেটা শেষ। এখন আমি শুধু সামনের ম্যাচেই মনোযোগ দিতে পারবো না, দলের সঙ্গে সম্পৃক্তও থাকতে পারবো।’

কালই যাচ্ছেন কাতার। তবে এই সময়টুকুও অপেক্ষায় থাকতে পারছেন না ডে। জামাল-জীবনদের সঙ্গে রণকৌশল সাজাতে উন্মুখ হয়ে আছেন। আবারও শিষ্যদের নিয়ে অনুশীলন নামতে তর সইছে না এই ইংলিশের। এতদিন হোটেলবন্দী থাকলেও মন পড়ে ছিল কাতারে। এখন করোনামুক্ত হওয়ায় তার মন বেঁধে রাখা কঠিন হয়ে পড়েছে।

দলের মাঝে ফিরতে তিনি কতটা উন্মুখ হয়ে আছেন, সেটা এই কথাতেই স্পষ্ট, ‘কোচিং স্টাফ ও খেলোয়াড়দের মাঝে ফেরা এবং আবারও দলের অংশ হতে পারাটা আমার জন্য চমৎকার ব্যাপার। গত দুই-তিন সপ্তাহ আমি দলকে মিস করেছি। আশা করছি, দ্রুত তাদের সঙ্গে দেখা করতে পারবো।’

কাতারের মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশ দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। দুটিতেই হেরেছে জামালরা। কাতার আর্মির কাছে ৩-২ ও লুসাইল স্পোর্টস ক্লাবের কাছে হারতে হয়েছে ১-০ গোলে। যদিও ডে দুই প্রস্তুতি ম্যাচের ফলকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন, ‘দুটি প্রস্তুতি ম্যাচে ছেলেরা খুবই ভালো করেছে। ফল মূখ্য ছিল না, লক্ষ্য ছিল ম্যাচ ফিটনেসের দিকে। সবাই ফিট এবং ভালো আছে, ম্যাচের জন্য মুখিয়ে আছে। আমাদের মনে হচ্ছে, অল্প সময়ে সর্বোচ্চ যতটা ভালো প্রস্তুতি নেওয়া যায়, তা নিতে পেরেছি। কাতার ম্যাচের অভিজ্ঞতা নিতে মুখিয়ে আছি আমরা।’

বিশ্বকাপ বাছাই ম্যাচে কৌশল কেমন হতে পারে বাংলাদেশের? ডে স্পষ্ট না করলেও ধারণা করা হচ্ছে, ৪-১-৪-১ ফর্মেশনে নামবে দল। প্রতিআক্রমণ নির্ভর খেলে যদি কিছু করা যায়। ডের ভাষায়, ‘খেলার ফর্মেশন কী হবে? তা এখনই বলতে চাই না। আগামী ৪ ডিসেম্বর সবকিছু পরিষ্কার হবে। তবে খুব বেশি পরিবর্তন হবে না। দল ভালো হাতে ছিল... ওয়াটকিস (সহকারী) অভিজ্ঞ কোচ। সে দারুণ কাজ করেছে। আমি শুধু সবাইকে দেখার অপেক্ষায় আছি। আবারও মাঠে ফেরা, ছেলেদের খেলা দেখা এবং ম্যাচের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারাটা আমার জন্য দারুণ হবে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌসুমের চতুর্থ হ্যাটট্রিকে রেকর্ডের কাছে রোনালদো  
মৌসুমের চতুর্থ হ্যাটট্রিকে রেকর্ডের কাছে রোনালদো  
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
তীব্র গরমে মরে যাচ্ছে মুরগি, কমেছে ডিম ও মাংসের উৎপাদন
তীব্র গরমে মরে যাচ্ছে মুরগি, কমেছে ডিম ও মাংসের উৎপাদন
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি