X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

অবশেষে করোনামুক্ত সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২০, ১১:১৬আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ১১:১৬

অবশেষে করোনামুক্ত সুয়ারেজ দুই সপ্তাহ কোয়ারেন্টিন কাটিয়ে অবশেষে করোনামুক্ত হলেন লুইস সুয়ারেজ। গত মাসের আন্তর্জাতিক বিরতিতে কোভিড-১৯ পজিটিভ হয়েছিলেন এই স্ট্রাইকার। সেরে ওঠায় আজ (শুক্রবার) থেকেই দলের সঙ্গে অনুশীলনে নেমে পড়বেন তিনি।

আগামীকাল (শনিবার) রিয়াল ভায়দোলিদের বিপক্ষে মাঠে নামবে আতলেতিকো মাদ্রিদ। স্তাদিও ওয়ান্দা মেত্রোপোলিতানোর ম্যাচটিতে ডিয়েগো সিমিওনি পাবেন ৩৩ বছর বয়সী স্ট্রাইকারকে।

লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই খেলতে গিয়েছিলেন সুয়ারেজ। কিন্তু ব্রাজিলের বিপক্ষে উরুগুয়ের গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই করোনা পজিটিভ হন তিনি। স্বভাবতই ম্যাচটিতে খেলা হয়নি তার। দুই সপ্তাহ কোয়ারেন্টিন জীবন পার করে অবশেষে নেগেটিভ হয়েছেন তিনি। উরুগুয়ে থেকে স্পেনে ফেরার পর নিজ বাসায় কোয়ারেন্টিনে থাকাকালীন সতীর্থ ও কোচিং স্টাফদের বাইরে অনুশীলন করেছেন সাবেক বার্সেলোনা তারকা।

সুয়রেজকে ছাড়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হয়েছে্ আতলেতিকোকে। যার মধ্যে রয়েছে লা লিগায় বার্সেলোনা ও ভ্যালেন্সিয়া এবং চ্যাম্পিয়নস লিগে লোকোমোতিভ মস্কো ও বায়ার্ন মিউনিখ ম্যাচ। এই চার ম্যাচে মাত্র ৩ গোল করতে পেরেছে মাদ্রিদের ক্লাবটি। সেই ৩ গোলের দুটিতে আবার প্রতিপক্ষের বড় অবদান! বার্সেলোনার বিপক্ষে গোল পেয়েছে মার্ক-অ্যান্ড্রে টের স্টেগেনের ভয়ঙ্কর ভুলে। অন্যদিকে ভ্যালেন্সিয়ার বিপক্ষে পেয়েছে আত্মঘাতী গোল।

গোলের সমস্যা কাটাতে ফিরছেন সুয়ারেজ। শনিবার ভায়াদোলিদ ম্যাচেই দেখা যেতে পারে তাকে। ম্যাচটি জিতলেই লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে বসবে আতলেতিকো। অনেকদিন মাঠের বাইরে থাকায় সিমিওনি এই ম্যাচে নাও খেলাতে পারেন উরুগুইয়ান স্ট্রাইকারকে, তবে বুধবার চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে তার না খেলার কোনও কারণ নেই। কেননা রেড বুল সলসবার্গ ম্যাচের ওপর নির্ভর করছে তাদের নকআউট পর্ব।  

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা