X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

এবার রানা-জিকোদের কোচিং করাবেন বিপ্লব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২১, ১৭:০০আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ২০:৫৬

সাবেক তারকা ফুটবলার বিপ্লব ভট্টাচার্যর খেলোয়াড়ি জীবন শেষ হয়েছে অনেক দিন হলো। সেই অধ্যায় শেষ করে শেখ জামালে গোলকিপিং কোচ হিসেবে কাজ করেছেন দুই মৌসুম। এবার তার কাজের পরিধি আরও বাড়লো। ক্লাব ফুটবল ছেড়ে যোগ দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কোচিং প্যানেলে। আপাতত এক বছরের জন্য আশরাফুল ইসলাম রানা-আনিসুর রহমান জিকোদের দীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন এই সাবেক তারকা।

এমন দায়িত্ব পেয়ে বিপ্লবও ভীষণ খুশি। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এসে সাবেক এই গোলকিপার বলেছেন, ‘জাতীয় দলের গোলকিপিং কোচ হবো, এটা আমার কাছে স্বপ্ন ছিল। আসলে জাতীয় দলের জন্যই ক্লাবের কোচিং ছেড়ে দিয়েছি। আমার চুক্তি এক বছরের জন্য।’

এখন নিজের লক্ষ্য নিয়ে সাবেক এই তারকা বলেছেন, ‘একজন ফুটবলার হিসেবে দীর্ঘ ক্যারিয়ার আমার। সবারই একটা স্বপ্ন থাকে। আমার এখন লক্ষ্য হলো অভিজ্ঞতা দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য ভালো মানের গোলকিপার বের করে আনা।’

শুধু যে জাতীয় দলের গোলকিপারদের নিয়ে কাজ করবেন তা কিন্তু নয়। প্রয়োজনে বিভিন্ন বয়সভিত্তিক দলসহ সারা দেশে কাজ করতে হবে তাকে। বিপ্লব অবশ্য এর জন্য প্রস্তুত, ‘আমার কাজ হলো জাতীয় দলের পাশাপাশি বয়সভিত্তিক অনূর্ধ্ব-২৩ দলের কোচিং করানো। সারা দেশে যে প্রতিভা অন্বেষণ হচ্ছে, সেখানে প্রতিটি জেলায় আমি গোলকিপার খুঁজতে যাবো। আমার একটাই কথা, যারা মাঠে পারফর্ম করবে, তারাই সুযোগ পাবে দলে। সারা বছর খেলবে না ওরকম কাউকে নেবো না।’

বিপ্লব টানা ৮টি সাফ টুর্নামেন্টে খেলেছেন। ১৯৯৭ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ফুটবল ক্যারিয়ার তার। জাতীয় দলেও একই সময় পর্যন্ত খেলেছেন।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের অবস্থান কি দ্বিমুখিতা এবং আত্মপ্রতারণা নয়?
যুক্তরাষ্ট্রের অবস্থান কি দ্বিমুখিতা এবং আত্মপ্রতারণা নয়?
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
চামড়া খাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব
চামড়া খাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব
সর্বাধিক পঠিত
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে