X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ব্রাজিলিয়ানের ভলিতে প্রথম জয় চট্ট.আবাহনীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২১, ১৮:০৩আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ১৮:০৩

কুঁচকির চোটে ফেডারেশন কাপের নক আউট পর্বে খেলতে পারেননি নিক্সন গুলের্মে। তবে প্রিমিয়ার লিগের শুরুর ম্যাচ থেকেই এই স্ট্রাইকারকে পাচ্ছে চট্টগ্রাম আবাহনী। আগের ম্যাচের পর আজও গোল পেয়েছেন এই ব্রাজিলিয়ান। তার দেওয়া একমাত্র গোলেই আরামবাগ ক্রীড়া সংঘকে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী। তাতে লিগে প্রথম জয়ের দেখা পেয়েছে মারুফুল হকের দল। বিপরীতে টানা দ্বিতীয় হার দেখলো আরামবাগ।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বলতে গেলে হাই লাইন ডিফেন্স রেখে খেলেছে চট্টগ্রাম আবাহনী। তাতে একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত করে তোলে আরামবাগকে। ম্যাচের ২ মিনিটে সুযোগও তৈরি হয়েছিল। কিন্তু সতীর্থের ক্রস থেকে নাইজেরিয়ান ফরোয়ার্ড চিনেদু ম্যাথিউ পা ছোঁয়াতে পারেননি।

এছাড়া এই অর্ধে দুই দলেরই একটি করে প্রচেষ্টা ক্রস বারে লেগে প্রতিহত হয়েছে। প্রতি আক্রমণ থেকে আরামবাগ ১০ মিনিটে গোলের কাছাকাছি গিয়েও গোল পায়নি। নাইজেরিয়ান চিজোবা ক্রিস্টেফারের কোনাকুনি শট বারে লেগে ফিরে আসে। এর পর ২৬ মিনিটে চট্টগ্রামের রাকিবের ফ্লিক ক্রস প্রতিহত হয় বারে লেগে। এসিস্ট করেছিলেন নাইজেরিয়ান চিনেদু ম্যাথিউ।

অবশ্য চার মিনিট পরই গোলের সন্ধান পায় চট্টগ্রাম আবাহনী। এবারও বল বানিয়ে দিয়েছিলেন চিনেদু ম্যাথিউ। এই ফরোয়ার্ডের ক্রসে ব্রাজিলিয়ান নিক্সন গুলের্মে ঊরুতে বলের নিয়ন্ত্রণ নিয়ে চমৎকার ভলিতে লক্ষ্যভেদ করেন।

দ্বিতীয়ার্ধেও মাঠের আধিপত্য ধরে রেখে খেলেছে চট্টগ্রাম আবাহনী। আক্রমণও কম হয়নি। কিন্তু ব্যবধান বাড়ানো যায়নি আর। আরামবাগ তাদের সবধরণের গোলের চেষ্টাই নস্যাৎ করে দিয়েছে।

তেমনই আক্রমণ হয়েছিল ৭২ মিনিটে। চার্লস দিদিয়েরের বাকানো শট গোলকিপার কর্নারের বিনিময়ে রুখে দিয়েছেন। সেই কর্নার থেকে চিনেদু ম্যাথিউয়ের হেড গোললাইন থেকে ক্লিয়ার করেন ডিফেন্ডার রাসেল মুন্সি।

শেষপর্যন্ত ১-০ গোলে অগ্রগামিতা ধরে রেখে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে মারুফুল হকের দল।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চলছে আলোকচিত্র প্রদর্শনী ‘অল দ্য ওয়েদারস’
চলছে আলোকচিত্র প্রদর্শনী ‘অল দ্য ওয়েদারস’
প্রিয় দশ
প্রিয় দশ
সোহেল চৌধুরী হত্যা মামলার রায়ের তারিখ ঘোষণা
সোহেল চৌধুরী হত্যা মামলার রায়ের তারিখ ঘোষণা
সালাউদ্দিনের সমালোচনা আর ঢাকার গরম নিয়ে বাংলাদেশ কোচ যা বললেন
সালাউদ্দিনের সমালোচনা আর ঢাকার গরম নিয়ে বাংলাদেশ কোচ যা বললেন
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ