X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

‘আবারও বলছি, সামনের মৌসুমে রিয়ালে খেলবেন এমবাপ্পে’

স্পোর্টস ডেস্ক
১৩ এপ্রিল ২০২১, ২০:৫১আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ২০:৫১

কোচ জিনেদিন জিদান অনেক আগেই প্রেমে পড়েছেন কিলিয়ান এমবাপ্পের। সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের মুখেও মুগ্ধতা ঝরেছে অনেকবার। অন্যদিকে ফরাসি ফরোয়ার্ড নিজেও রিয়াল মাদ্রিদে খেলার ইচ্ছার কথা শুনিয়েছেন। ঘুরিয়ে ফিরিয়ে কিংবা ইঙ্গিতে যাই বোঝানো হোক না, বিন্দু কিন্তু একটাই। রিয়াল চায় এমবাপ্পে, বিশ্বকাপ জয়ী তারকাও কি আসতে চান মাদ্রিদে? তার প্যারিস সেন্ত জার্মেইয়ের সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্তে কিন্তু দুয়ে দুয়ে চার মেলাচ্ছেন অনেকেই। তাদেরই একজন স্প্যানিশ সাংবাদিক জোসেপ পেদ্রিরোল।

৩০ বছরের ওপরে সাংবাদিকতা করছেন এই স্প্যানিয়ার্ড। নামি অনেক সংবাদমাধ্যমে কাজ করে এখন টিভি অনুষ্ঠান ‘এল চিরিনগুইতো’র উপস্থাপনা করছেন। সেই অনুষ্ঠানেই ৫৫ বছর বয়সী পেদ্রিরোল জানিয়েছেন, সামনের মৌসুমেই এমবাপ্পে খেলছেন রিয়াল মাদ্রিদের জার্সিতে।

এমবাপ্পের রিয়ালে আসার গুঞ্জন অনেকদিন থেকে। ক্রিস্তিয়ানো রোনালদো জুভেন্টাসে চলে যাওয়ার পর তাতে আরও ডালপালা গজে। গত গ্রীষ্মের দলবদলেও ফরাসি ফরোয়ার্ডের সান্তিয়াগো বার্নাব্যুতে আসার গুজব ছড়িয়েছিল। যদিও এমবাপ্পে জানিয়েছিলেন, তিনি প্যারিসেই সুখে আছেন। কিন্তু এবারের মৌসুমে সুর পাল্টে গেছে। তিনি আর পিএসজির সঙ্গে চুক্তি বাড়াতে চান না। অর্থাৎ, ২০২২ সাল পর্যন্ত থাকা চুক্তি শেষে নতুন ঠিকানায় যেতে চান।

যেহেতু রিয়াল অনেক আগে থেকেই ‘জাল’ বিছিয়ে রেখেছে, তাই তার মাদ্রিদে আসার সম্ভাবনাই বেশি। স্প্যানিশ সাংবাদিক পেদ্রিরোল সেই সম্ভাবনা বাস্তবে দেখছেন। তার বিশ্বাস, ২০২২ সালেই রিয়ালে খেলবেন এমবাপ্পে। এর আগেও কথাটা বলেছিলেন তিনি, ‘এল চিরিনগুইতো’র নতুন পর্বে আবারও একই কথা শুনিয়েছেন।

সোমবার রাতের অনুষ্ঠানে পেদ্রিরোল বলেছেন, ‘আমি আবার বলছি, সামনের মৌসুমে রিয়ালে খেলবেন এমবাপ্পে।’ কথাটা শেষ করে তার ব্যাখ্যা, ‘তিনি (এমবাপ্পে) পিএসজির নবায়নের ‍প্রস্তাবে রাজি হননি। একই সঙ্গে বিশ্বাস রাখছেন ক্লাব (পিএসজি) বাস্তবসম্মত দাম নির্ধারণ করে দেবে, যাতে চুক্তি শেষ হওয়ার এক বছর আগেই তিনি চলে যেতে পারেন। তিনি মুখিয়ে আছেন (রিয়াল মাদ্রিদে যোগ দিতে)।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অর্থনৈতিক সংকট মোকাবিলা করে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ: সালমান এফ রহমান
অর্থনৈতিক সংকট মোকাবিলা করে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ: সালমান এফ রহমান
‘কলা চুরি’ নিয়ে বিতর্কের জেরে স্কুলছাত্রকে হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড
‘কলা চুরি’ নিয়ে বিতর্কের জেরে স্কুলছাত্রকে হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড
আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে!
আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে!
নির্বাচনে অনিয়ম হলে কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হবে: ইসি হাবিব
নির্বাচনে অনিয়ম হলে কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হবে: ইসি হাবিব
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
চাকরি স্থায়ীর দাবিতে বিটিসিএল কর্মচারীদের ‘লাগাতার অবস্থান’
চাকরি স্থায়ীর দাবিতে বিটিসিএল কর্মচারীদের ‘লাগাতার অবস্থান’