X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

এক ম্যাচে রাশিয়ার তিন প্রাপ্তি

স্পোর্টস ডেস্ক
১৬ জুন ২০২১, ২১:৪৪আপডেট : ১৬ জুন ২০২১, ২২:২৬

শক্তির বিচারে বেলজিয়াম অনেক এগিয়ে। তাই বলে ৩ গোল হজম করে ইউরো মিশন শুরু হবে, এমনটা ‘প্রত্যাশায়’ থাকার কথা নয় রাশিয়ার। ওই হারের ধাক্কা কাটিয়ে আজ (বুধবার) নিজেদের দ্বিতীয় ম্যাচ দিয়ে জয়ে ফিরেছে তারা। ডেনমার্ককে হারিয়ে চমক দেখানো ফিনল্যান্ডকে হারিয়েছে ১-০ গোলে। শুধু জয় নয়, প্রাপ্তি আছে আরও। ইউরোতে ১৩ বছর পর এই প্রথম কোনও গোল না খেয়ে ম্যাচ শেষ করতে পেরেছে রাশিয়া। একই সঙ্গে ২০১২ ইউরোর প্রথম ম্যাচের পর জয়ের মুখ দেখলো তারা।

সেন্ট পিটার্সবার্গে ‘বি’ গ্রুপের ম্যাচটির পার্থক্য গড়ে দিয়েছেন আলেক্সি মিরানচিক। প্রথমার্ধের যোগ করা সময়ে বাঁ পায়ে ভাসিয়ে মারা বাঁকানো শটে জাল খুঁজে নিয়ে রাশিয়াকে এগিয়ে নেন এই ফরোয়ার্ড। শেষ পর্যন্ত ওই গোলটাই ৩ পয়েন্ট এনে দিয়েছে রাশিয়াকে।

ইউরোতে ফল যাই হোক, গোল হজম ছাড়া যেন মাঠ ছাড়তে পারে না রাশিয়া! সেই ২০০৮ সাল থেকে ইউরোপ সেরা মঞ্চে ‘ক্লিনশিট’ রাখতে পারেনি তারা। সুইডেনের বিপক্ষে ২-০ গোলে জেতার পর থেকে ফল যাই হোক, গোল খেয়েছে। এতদিনে এসে সেই দৃশ্য বদলাতে পারলো। পরিসংখ্যান বলছে, ফিনল্যান্ড ম্যাচের আগে ইউরোতে খেলা ৯ ম্যাচে অন্তত একটি গোল হজম করেছে রাশিয়া।

সেন্ট পিটার্সবার্গের আজকের ম্যাচেও কিন্তু তাদের জালে বল জড়িয়েছিল। এবং সেটি ম্যাচ শুরুর পরপরই। তৃতীয় মিনিটে লক্ষ্যভেদ করে উৎসবও করেছিল ফিনল্যান্ড। কিন্তু খানিক পর ‍ভিএআর অফসাইড ধরলে তাদের সেই উৎসব হতাশায় বদলে যায়। জোয়েল পোহিয়ানপালোর দুর্দান্ত হেড জালে জড়ানোর আগে ছিলেন অফসাইডে।

স্বস্তি ফেরা রাশিয়ান সমর্থকদের মন হতাশায় ভরে যায় ১৪তম মিনিটে, যখন আরতেম জুবার শট পোস্টে লেগে প্রতিহত হয়। ২১ মিনিটে আবার ফিনিশ সমর্থকদের মাথায় হাত। রাশিয়ান ডিফেন্সের দুর্বলতায় একেবারে ফাঁকায় বল পেয়ে গিয়েছিলেন পোহিয়ানপালো, সামনে ছিলেন কেবল গোলকিপার। কিন্তু যখন তিনি শট নিতে গেলেন, অনেকটা উড়ে এসে দারুণ ট্যাকলে স্বাগতিকদের রক্ষা করেন ইগোর ডিভেভ।

সুযোগ নষ্টের ভিড়ে অতঃপর বিরতিতে যাওয়ার আগে সেন্ট পিটার্সবার্গে ছড়ায় উৎসবের রঙ। দারুণ এক গোলে স্বাগতিকদের এগিয়ে নেন মিরানচিক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বক্সের ভেতর ঢুকে ডান প্রান্ত থেকে বাঁ পায়ের ভাসানো শটে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড।

ওই গোলটাই জয় এনে দিয়েছে রাশিয়াকে। যাতে সেন্ট পিটার্সবার্গের এক ম্যাচে তিন প্রাপ্তি যোগ হলো—৩ পয়েন্ট, লম্বা সময় পর ইউরোতে গোল না খেয়ে মাঠ ছাড়া ও ২০১২ ইউরোর প্রথম ম্যাচের পর জয়ের দেখা।

/কেআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রোগীকে ডাক্তার দেখাতে নিয়ে এসে সড়কে প্রাণ গেলো ৩ জনের
রোগীকে ডাক্তার দেখাতে নিয়ে এসে সড়কে প্রাণ গেলো ৩ জনের
তীব্র গরমে বেড়েছে রিকন্ডিশন্ড এসির চাহিদা
তীব্র গরমে বেড়েছে রিকন্ডিশন্ড এসির চাহিদা
ইউক্রেনের খারকিভে রুশ ড্রোন হামলায় আহত ৩
ইউক্রেনের খারকিভে রুশ ড্রোন হামলায় আহত ৩
চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ইউপি চেয়ারম্যান সমর্থক ও জেলেদের সংঘর্ষ
চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ইউপি চেয়ারম্যান সমর্থক ও জেলেদের সংঘর্ষ
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত