X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

গোল উৎসব করে শেষ ষোলোয় স্পেন

স্পোর্টস ডেস্ক
২৪ জুন ২০২১, ০০:৪৯আপডেট : ২৪ জুন ২০২১, ০০:৪৯

কত যে সমালোচনা হচ্ছিল গোল পাওয়া না নিয়ে! তা হওয়ারই কথা, বল পজেশন চারভাগের তিন ভাগ নিজেদের কাছে রেখেও গোল পাচ্ছিল না স্পেন। সেই রাগ-ক্ষোভ স্প্যানিশরা উগড়ে দিলো স্লোভাকিয়ার ওপর! আগের দুই ম্যাচে ১ গোল পাওয়া স্পেন গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে স্লোভাকিয়াকে।

শুধু গোল না, ইউরোর গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার শঙ্কাও ছিল ২০০৮ ও ২০১২ সালে টানা দুটি ইউরো জেতা লা রোজাদের। তবে গোল উৎসব করেই সব শঙ্কা উড়িয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে স্পেন। ‘ই’ গ্রুপ থেকে তাদের সঙ্গী হয়েছে সুইডেন। পোল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে উঠেছে সুইডিশরা। ফলে দ্বিতীয় হয়েছে স্পেন।

ঘরের মাঠ সেভিয়েতে স্পেনের গোল উৎসবের শুরুটা হয়েছিল আত্মঘাতী গোল দিয়ে। ৩০ মিনিটে স্লোভাক গোলকিপার মার্তিন দুবরাউখা নিজেদের জালে বল জড়িয়ে দেন। প্রথমার্ধের যোগ করা সময়ে আইমেরিক লাপোর্তে জাল খুঁজে পেলে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্পেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার তাদের গোল উদযাপন। ৫৬ মিনিটে স্কোরশিটে নাম তোলেন পাবলো সারাবিয়া। ৬৭ মিনিটে স্কোরলাইন ৪-০ করেন ফেরান তোরেস। আর ৭১ মিনিটে আরেকটি আত্মঘাতী গোলে বিশাল জয়ে ইউরোর শেষ ষোলোর টিকিট পায় লুই এনরিকের দল।

এদিকে ‘ই’ গ্রুপের অন্য ম্যাচটি ছিল উত্তেজনায় ঠাসা। এমিল ফরসবার্গের জোড়ায় সুইডেন ২ গোলে এগিয়ে থাকার পরও রবার্ত লেভানদোভস্কির জাদুতে খেলায় ফিরেছিল পোল্যান্ড। কিন্তু শেষরক্ষা হয়নি, ইনজুরি টাইমের গোলে ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে সুইডেন।

ম্যাচ ঘড়ির দ্বিতীয় মিনিটে সুইডেন লিড নেয় ফরসবার্গের লক্ষ্যভেদে। এই স্ট্রাইকার ৫৯ মিনিটে জাল খুঁজে পেলে ব্যবধান দ্বিগুণ করে সুইডিশরা। কিন্তু ৬১ মিনিটের পর ৮৪ মিনিটে লেভানদোভস্কি বল জালে জড়ালে খেলায় ফেরে উত্তেজনা। যদিও ইনজুরি টাইমের ভিক্তর ক্লায়েসনের লক্ষ্যভেদে রোমাঞ্চকর জয় পায় সুইডেন।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সুন্দরবনের আগুন এখন নিয়ন্ত্রণে: পরিবেশ মন্ত্রণালয়
সুন্দরবনের আগুন এখন নিয়ন্ত্রণে: পরিবেশ মন্ত্রণালয়
আমদানির খবরে কেজিতে ১০ টাকা কমলো পেঁয়াজের দাম
আমদানির খবরে কেজিতে ১০ টাকা কমলো পেঁয়াজের দাম
জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েলে বিক্ষোভ
জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েলে বিক্ষোভ
ক্যাডেট কলেজের শিক্ষার্থীদের মাসিক বেতন কত?
ক্যাডেট কলেজের শিক্ষার্থীদের মাসিক বেতন কত?
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?