X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

টাইব্রেকারে সুইজারল্যান্ডকে হারিয়ে স্পেন সেমিফাইনালে

স্পোর্টস ডেস্ক
০৩ জুলাই ২০২১, ০১:০৯আপডেট : ০৩ জুলাই ২০২১, ০৩:২১

নকআউট পর্বের প্রথম ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে টাইব্রেকারে বিদায় করে দিয়েছিল সুইজারল্যান্ড। কোয়ার্টার ফাইনালে এসে আরেক ফেভারিট স্পেনকেও মুখোমুখি করেছিল ভাগ্য পরীক্ষাতে। কিন্তু টাইব্রেকারে এসে এবার আর ফুটবল দেবতা সুইসদের দিকে মুখ তুলে তাকাননি। ‍শাকিরিদের স্বপ্নযাত্রা এখানেই থেমে গেছে! লুইস এনরিকের স্পেন ৩-১ গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপে প্রথম দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। এর আগে অতিরিক্ত ও নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল।

অতিরিক্ত সময়ের খেলাতে স্পেন একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। ম্যাচের ১০০ মিনিটে স্পেনের মরেনোর শট গোলকিপার প্রতিহত করেন।১০৩ মিনিটে তাদের আরও একটি প্রচেষ্টা গোলকিপার ঝাপিয়ে পড়ে রুখে দেন। শেষ দিকে জর্দি আলবার শট এক ডিফেন্ডার ক্লিয়ার করেন।

এর আগে সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে ছিল স্পেনের রাজত্ব। বল পজেশনে অনেকাংশে এগিয়ে থেকে আক্রমণের ঝড় বইয়ে দিয়েছে তিনবারের চ্যাম্পিয়নরা। হাই লাইন ডিফেন্স খেলে প্রতিপক্ষকে রেখেছে তটস্ত। পেদ্রি-আলবা-তোরেসরা মিলে পাসিং ফুটবল খেলে ম্যাচের ৮ মিনিটে গোল করে সমর্থকদের মুখে হাসি ফোটান।আত্মঘাতী গোলে এগিয়ে যায় লুইক এনরিকের দল।

কর্নার থেকে বল পেয়ে জর্ডি আলবা বক্সের প্রান্ত থেকে লক্ষ্যে জোরালো শট নিয়েছিলেন,এই ডিফেন্ডারের জোরালো শট প্রতিপক্ষের ডিফেন্সিভ মিডফিল্ডার ডেনিশ জাকারিয়ার পায়ে লেগে সোজা জালে জড়িয়ে যায়। গোলকিপার সমার জায়গা থেকে নড়ারই সুযোগ পাননি!

গোল ব্যবধান বাড়াতে স্পেনের চেষ্টার কমতি ছিল না। কিন্তু এই অর্ধে এক গোলে নিয়েই থাকতে হয়েছে।

১৭ মিনিটে কোকের ফ্রি-কিক ক্রস বারের ওপর দিয়ে যায়। ৭ মিনিট পর সতীর্থের কর্নার থেকে অ্যাজপিলিকিউয়েটার হেড সমারের হাতে জমা পড়ে। পিছিয়ে পড়ে সুইজারল্যান্ড মাঝে-মধ্যে প্রতি আক্রমন নির্ভর খেলে গোল শোধ দেওয়ার চেষ্টা করেছে। ৪-২-৩-১ ছঁকে অবশ্য খেলে অবশ্য শাকিরি-জুবেররা সফল হতে পারেনি।

৩৪ মিনিটে কর্নার থেকে সুইসদের আকাঞ্জির হেড ক্রস বারের অনেক ওপর দিয়ে গেলে লক্ষ্যভেদ করা হয়নি।

১-০ গোলে এগিয়ে থেকে বিরতির পরও স্পেনের আক্রমণে কমতি ছিল না। ৪-৩-৩ ছঁকে পর পর দুটি আক্রমণ শানিয়েও লক্ষ্যভেদ করা যায়নি। বরং সুইজারল্যান্ড এই অর্ধে একটু গুছিয়ে খেলার চেষ্টা করে। ৫৬ মিনিটে ভালো সুযোগও পেয়েছিল। পাপমোচন করার সুযোগ আসে জাকারিয়ার সামনে। কিন্তু এই ডিফেন্সিভ মিডফিল্ডারের হেড অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে যায়।

৬৪ মিনিটে সুইসদের আরও একটি আক্রমণ।বক্সে ঢুকে ভার্গাসের পাসে জুবেরের শট গোলকিপার কর্নারের বিনিময়ে রুখে দেন।

৬৮ মিনিটে অবশেষে সুইসরা সফল হয়েছে। ফয়লারের পাস থেকে জারদানি শাকিরি প্লেসিং করে লক্ষ্যভেদ করেন।

৭৭ মিনিটে সুইজারল্যান্ডের দুর্ভাগ্য। ১০ জনের দলে পরিণত। ফয়লার ফাউল করে বসেন বদলি নামা মরেনোকে। রেফারি সরাসরি লাল কার্ড দেখাতে কার্পন্য করেননি।

কিন্তু ১০ জনের সুইজারল্যান্ডের বিপক্ষে স্পেন কিছু করে দেখাতে পারেনি। ১-১ স্কোরলাইন দিয়ে নির্ধারিত ৯০ মিনিটের ম্যাচ শেষ হয়েছে।

/টিএ/
সম্পর্কিত
বাংলাদেশকে ১০০ কোটি ইউরো সহায়তা দেবে ইইউ
সুইডেনের উৎক্ষেপণ করা রকেট আঘাত হানল নরওয়েতে
বন্দরনগরী ওডেসায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত ৫
সর্বশেষ খবর
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
পিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চ্যাম্পিয়নস লিগপিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার