X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

রোনালদো-লিংগার্ডের গোলে ম্যান ইউর দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২১, ২১:১৩আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ২১:১৩

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইয়াং বয়েজের কাছে হারতে হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডকে। ইংলিশ প্রিমিয়ার লিগে পঞ্চম ম্যাচে এসে আবারও জয়ের ধারায় ফিরেছে ওলে গানার সুলশারের দল। রবিবার (১৯ সেপ্টেম্বর) রোনালদো ও লিংগার্ডের লক্ষ্যভেদী গোলে ম্যান ইউ ২-১ গোলে হারিয়েছে ওয়েস্টহামকে।

ম্যান ইউ ৫ ম্যাচে চতুর্থ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। সমান ম্যাচে লিভারপুল ১৩ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে শীর্ষে। ওয়েস্টহাম ইউনাইটেড প্রথম হারে  আগের ৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে।

লন্ডন স্টেডিয়াম বল দখলে এগিয়ে ছিল ম্যান ইউ। শুরুর দিকে ওয়েস্টহাম সুযোগ পেয়েও গোল করতে পারেনি। বিপরীতে ম্যাচ ঘড়ির ২৫ মিনিটে রোনালদোর শট গোলকিপার তালুবন্দি করেন। তিন মিনিট পর ব্রুনো ফের্নান্দেজের শট পোস্টে লেগে ফিরে আসলে গোল পাওয়া হয়নি।

রোনালদো-লিংগার্ডের গোলে ম্যান ইউর দুর্দান্ত জয়

পাল্টাপাল্টি আক্রমণে ম্যাচ জমে ওঠে। ৩০ মিনিটে ওয়েস্টহাম এগিয়ে যায়। বেনরামাহার বক্সের বাইরে থেকে নেওয়া শট এক ডিফেন্ডারের শরীরে লেগে জালে জড়ায়। তবে চার মিনিট পরই ম্যান ইউ ম্যাচে সমতায় ফেরে। ফেরনান্দেজের ক্রসে রোনালদোর প্রথম প্রচেষ্টা গোলকিপার ফিরিয়ে দেন। ফিরতি বলে ৬ গজ দূরত্ব থেকে এই ফরোয়ার্ড ঠিকই জাল খুঁজে নেন।

৪৫ মিনিটে পল পগবার শট পোস্টের বাইরে দিয়ে গেলে ব্যবধান বাড়ানো যায়নি। বিরতির পরও একই গতিতে খেলা চলেছে। ৪৮ মিনিটে রোনালদোর শট প্রতিহত হয়। ৫১ মিনিটে ওয়েস্টহামের বোয়েনের ক্রসে ফরলান্সের শট পোস্টের বাইরে দিয়ে যায়। ৭৫ মিনিটে রোনালদোর পেনাল্টি দাবি অগ্রাহ্য হয়। ৮৮ মিনিটে ম্যান ইউ এগিয়ে যায়। বদলি নেমে লিংগার্ড বক্সের ভিতরে একজনকে কাটিয়ে জোরালো শটে জাল কাঁপান। যোগ করা সময়ে ওয়েস্টহামের দুর্ভাগ্য। পেনাল্টি পেয়েও সমতায় ফিরতে পারেনি। বদলি নোবলের শট রুখে দিয়ে ডি গিয়া দলের জয় নিশ্চিত করেন।

/টিএ/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি