X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২২ বৈশাখ ১৪৩২

হঠাৎ জাতীয় দলে ডাক!

তানজীম আহমেদ
২২ সেপ্টেম্বর ২০২১, ২১:৪২আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ২১:৫০

প্রিমিয়ার লিগ শেষ করে মাত্র বাড়ি ফিরেছেন মোহাম্মদ হৃদয়। নারায়ণগঞ্জের বাসায় একদিন সময় যেতে না যেতেই পেলেন ক্যারিয়ারের ‘সবচেয়ে বড় সুখবর’। সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে বাংলাদেশ দলে হঠাৎ জায়গা হয়েছে এই ডিফেন্সিভ মিডফিল্ডারের। এমন আনন্দের খবর শুনে যারপরনাই উচ্ছ্বসিত ১৯ বছর বয়সী উদীয়মান ফুটবলার। ব্যাগপত্র গুছিয়ে এখন হোটেলে রিপোর্ট করার অপেক্ষায় তিনি।

অথচ তৃতীয় বিভাগ থেকে উঠে আসা হৃদয় ভাবেননি এত তাড়াতাড়ি জাতীয় দলের দরজা খুলে যাবে। এই মৌসুমে আবাহনী লিমিটেডের হয়ে মাঠে সাবলীল পারফরম্যান্স দেখিয়েছেন। মাঝমাঠে খেলেছেন সাহস নিয়েই। বিশেষ করে লিগের দ্বিতীয় পর্বে প্রায় সব ম্যাচ খেলে নিজের উপস্থিতির জানান দিয়েছেন।

সবশেষ বসুন্ধরা কিংসের বিপক্ষে দেখিয়েছেন মুন্সিয়ানা। হোটেলে রওনা হওয়ার আগে হৃদয় আনন্দ-উচ্ছ্বাস নিয়ে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘মাত্র বাসায় এসেছি। একদিনও থাকতে পারিনি। একটু আগে খবর পেলাম জাতীয় দলে ডাক পেয়েছি। খবরটি শুনে বিশ্বাস হচ্ছিল না। আসলেই আমি অনেকটা ঘোরের মধ্যে আছি।’

বাবা-মাসহ পরিবারের সবাই এমন খবরে খুশি। হৃদয় বললেন, ‘সবাই খুশি হয়েছে। আমি নিজেও আনন্দিত অনেক।’

হৃদয়ের পজিশনে অধিনায়ক জামাল ভূঁইয়া ও আতিকুর রহমান ফাহাদ রয়েছেন। তবে আবাহনীর ফুটবলার সামনের দিকে এগিয়ে যেতে চাইছেন, ‘আমি জানি আমার পজিশনে সিনিয়ররা আছেন। তারা অনেক ভালো খেলোয়াড়। তবে আমি চেষ্টা করবো চূড়ান্ত দলে জায়গা করে নিতে। এর জন্য অনুশীলনে সর্বোচ্চ চেষ্টা করবো।’

তৃতীয় বিভাগ, দ্বিতীয় বিভাগ ও প্রথম বিভাগ হয়ে আবাহনী লিমিটেডে দুই মৌসুম ধরে খেলছেন হৃদয়। খেলেছেন জাতীয় বয়সভিত্তিক দলে। তবে জাতীয় দলে প্রথম ডাক পেয়েই আপাতত খুশি, ‘অনুশীলনে চেষ্টা করবো নিজেকে উজাড় করে দিতে। তবে আমি যদি চূড়ান্ত দলে জায়গা নাও পাই, কোনও খেদ নেই। ডাক পেয়েছি এটাই আমার কাছে অনেক বড় কিছু।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
কলেজের অধ্যক্ষকে মারধর করে পুলিশে দিলেন এনসিপির নেতাকর্মীরা
কলেজের অধ্যক্ষকে মারধর করে পুলিশে দিলেন এনসিপির নেতাকর্মীরা
আরেকটি গ্রিন কটেজ থেকে রক্ষা পেলাম: ফায়ার সার্ভিস
বেইলি রোডের সিরাজ টাওয়ারে আগুনআরেকটি গ্রিন কটেজ থেকে রক্ষা পেলাম: ফায়ার সার্ভিস
আগে সরকার ব্যয়ের মহোৎসব করেছে: বাণিজ্য উপদেষ্টা
আগে সরকার ব্যয়ের মহোৎসব করেছে: বাণিজ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
স্বাস্থ্য ক্যাডার পুনর্গঠন করে বাংলাদেশ হেলথ সার্ভিস করার সুপারিশ
স্বাস্থ্য ক্যাডার পুনর্গঠন করে বাংলাদেশ হেলথ সার্ভিস করার সুপারিশ