X
রবিবার, ১৯ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

হঠাৎ জাতীয় দলে ডাক!

তানজীম আহমেদ
২২ সেপ্টেম্বর ২০২১, ২১:৪২আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ২১:৫০

প্রিমিয়ার লিগ শেষ করে মাত্র বাড়ি ফিরেছেন মোহাম্মদ হৃদয়। নারায়ণগঞ্জের বাসায় একদিন সময় যেতে না যেতেই পেলেন ক্যারিয়ারের ‘সবচেয়ে বড় সুখবর’। সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে বাংলাদেশ দলে হঠাৎ জায়গা হয়েছে এই ডিফেন্সিভ মিডফিল্ডারের। এমন আনন্দের খবর শুনে যারপরনাই উচ্ছ্বসিত ১৯ বছর বয়সী উদীয়মান ফুটবলার। ব্যাগপত্র গুছিয়ে এখন হোটেলে রিপোর্ট করার অপেক্ষায় তিনি।

অথচ তৃতীয় বিভাগ থেকে উঠে আসা হৃদয় ভাবেননি এত তাড়াতাড়ি জাতীয় দলের দরজা খুলে যাবে। এই মৌসুমে আবাহনী লিমিটেডের হয়ে মাঠে সাবলীল পারফরম্যান্স দেখিয়েছেন। মাঝমাঠে খেলেছেন সাহস নিয়েই। বিশেষ করে লিগের দ্বিতীয় পর্বে প্রায় সব ম্যাচ খেলে নিজের উপস্থিতির জানান দিয়েছেন।

সবশেষ বসুন্ধরা কিংসের বিপক্ষে দেখিয়েছেন মুন্সিয়ানা। হোটেলে রওনা হওয়ার আগে হৃদয় আনন্দ-উচ্ছ্বাস নিয়ে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘মাত্র বাসায় এসেছি। একদিনও থাকতে পারিনি। একটু আগে খবর পেলাম জাতীয় দলে ডাক পেয়েছি। খবরটি শুনে বিশ্বাস হচ্ছিল না। আসলেই আমি অনেকটা ঘোরের মধ্যে আছি।’

বাবা-মাসহ পরিবারের সবাই এমন খবরে খুশি। হৃদয় বললেন, ‘সবাই খুশি হয়েছে। আমি নিজেও আনন্দিত অনেক।’

হৃদয়ের পজিশনে অধিনায়ক জামাল ভূঁইয়া ও আতিকুর রহমান ফাহাদ রয়েছেন। তবে আবাহনীর ফুটবলার সামনের দিকে এগিয়ে যেতে চাইছেন, ‘আমি জানি আমার পজিশনে সিনিয়ররা আছেন। তারা অনেক ভালো খেলোয়াড়। তবে আমি চেষ্টা করবো চূড়ান্ত দলে জায়গা করে নিতে। এর জন্য অনুশীলনে সর্বোচ্চ চেষ্টা করবো।’

তৃতীয় বিভাগ, দ্বিতীয় বিভাগ ও প্রথম বিভাগ হয়ে আবাহনী লিমিটেডে দুই মৌসুম ধরে খেলছেন হৃদয়। খেলেছেন জাতীয় বয়সভিত্তিক দলে। তবে জাতীয় দলে প্রথম ডাক পেয়েই আপাতত খুশি, ‘অনুশীলনে চেষ্টা করবো নিজেকে উজাড় করে দিতে। তবে আমি যদি চূড়ান্ত দলে জায়গা নাও পাই, কোনও খেদ নেই। ডাক পেয়েছি এটাই আমার কাছে অনেক বড় কিছু।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শহীদ আনোয়ারা উদ্যান ৩০ দিনের মধ্যে ফেরতের দাবি
শহীদ আনোয়ারা উদ্যান ৩০ দিনের মধ্যে ফেরতের দাবি
পুলিশের পরিশ্রম ও আত্মত্যাগে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল হয়েছে: আইজিপি
পুলিশের পরিশ্রম ও আত্মত্যাগে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল হয়েছে: আইজিপি
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
কানে ঝুলছে বাংলাদেশের দুল!
কান উৎসব ২০২৪কানে ঝুলছে বাংলাদেশের দুল!
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?