X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

রোনালদোদের ‘কাটা ঘায়ে ‍নুনের ছিটা’ দিলো ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
০৬ নভেম্বর ২০২১, ২১:৫২আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ২১:৫২

ইংল্যান্ডে তো বটেই, গোটা ফুটবল বিশ্বেই ম্যানচেস্টার ইউনাইটেড-লিভারপুলের দ্বৈরথ অন্যরকম উত্তাপের। আর যদি এই দলের সমর্থকদের দিক থেকে দেখা যায়, তাহলে এর চেয়ে বড় ‘যুদ্ধ’ আর হতে পারে না। তাহলে ভাবুন ঘরের মাঠে লিভারপুলের কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হওয়ার মুহূর্ত ইউনাইটেড সমর্থকদের জন্য কেমন হতে পারে। সেই কাটা গায়ে নুনের ছিটা মারলো আরেক ‘শত্রু’ নগরপ্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি।

আজ (শনিবার) ম্যানচেস্টার ডার্বি হয়েছে একদম একপেশে। লিভারপুলের হারের ক্ষতে ইউনাইটেডের কিছুটা হলেও প্রলেপ দেওয়ার সুযোগ ছিল নগরপ্রতিপক্ষদের হারিয়ে। কিন্তু কীসের কী, ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে আবারও বড় ধাক্কা। ম্যানসিটির আধিপত্য দেখানো ম্যাচ ২-০ গোলে হেরেছে ক্রিস্তিয়ানো রোনালদোরা।

ঘরের মাঠ বলেই ধাক্কাটা আরও বড়। লিভারপুলের বিপক্ষে হারের স্মৃতিটা এখনও টাটকা। প্রিমিয়ার লিগের এক ম্যাচ আগেই চিরশত্রুদের মুখোমুখি হয়েছিল ইউনাইটেড। ম্যানসিটিকে সামনে পেয়ে ওই দুঃখ ভুলবে কী, উল্টো যন্ত্রণা শিল হয়ে বিঁধলো। ওলে গানার সুলশারের দল দাঁড়াতেই পারেনি পেপ গার্দিওলার দলের সামনে।

২-০ গোলের স্কোরলাইন দেখে আসলে বোঝা যাবে না পুরো দৃশ্যপট। গোললাইনের সামনে দাভিদ দে গেয়া চীনের প্রাচীর হয়ে না দাঁড়ালে ব্যবধানটা আরও বাড়তো। ম্যাচের সপ্তম মিনিটেই ইউনাইটেড পিছিয়ে পড়ে আত্মঘাতী গোলে। জোয়াও কানসেলোর ক্রস প্রতিহত করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন ডিফেন্ডার এরিক বেইলি।

এরপর বিরতিতে যাওয়ার আগে বের্নারদো সিলভার লক্ষ্যভেদের আগে ব্যবধান বাড়েনি শুধুমাত্র দে গেয়ার অসাধারণ সব সেভে। এক কানসেলোকেই দুইবার হতাশ করেছেন স্প্যানিশ গোলকিপার। তাছাড়া প্রতিহত করেছেন গাব্রিয়েল জেসুস ও কেভিন ‍ডি ব্রুইনার শট। যদিও ৪৫ মিনিটের শেষ মুহূর্তে আর রক্ষা করতে পারেননি। হ্যারি ম্যাগুয়ের ও লুক শ’র শিশুসুলভ ডিফেন্ডিংয়ে দ্বিতীয় গোল পেয়ে যায় ম্যানসিটি। সিলভার স্কোরশিটে নাম তুলতে সাহায্য করেন সেই কানসেলো।

ইউনাইটেড যা একবারই শুধু ভয় ধরিয়েছিল সিটির রক্ষণে, রোনালদোর ভলিতে। তাছাড়া বাকি সময়টা শুধুই ম্যানসিটির দাপট চলেছে। দ্বিতীয়ার্ধে সিটির ‘গিয়ার’ কমেছে, তাই বড় লজ্জা থেকে হয়তো রক্ষা পেয়েছে ইউনাইটেড। ৬৮ পজেশন বল নিয়ে ১৬ ‍শট, যার মধ্যে ৫টিই ছিল লক্ষ্যে- এই হলো ম্যানসিটির পরিসংখ্যান, বিপরীতে ৫ শটের মধ্যে মাত্র একটি লক্ষ্যে রাখতে পেরেছে ইউনাইটেড।

ডার্বি জিতে ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে গার্দিওলার দল। অন্যদিকে সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে ইউনাইটেড। ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি।

/কেআর/
সম্পর্কিত
পালমারকে সিটিতেই থাকতে বলেছিলেন গার্দিওলা
এফএ কাপে হাল্যান্ডকে নিয়ে সংশয়ে সিটি
আমার কোনও অনুশোচনা নেই: গার্দিওলা
সর্বশেষ খবর
কারিগরির সনদ জালিয়াতি: সদ্য সাবেক চেয়ারম্যান ডিবি কার্যালয়ে
কারিগরির সনদ জালিয়াতি: সদ্য সাবেক চেয়ারম্যান ডিবি কার্যালয়ে
পরোয়ানা জারির ৬ বছর পর উপজেলা চেয়ারম্যানকে গ্রেফতার
পরোয়ানা জারির ৬ বছর পর উপজেলা চেয়ারম্যানকে গ্রেফতার
পি কে হালদারের সহযোগী সুকুমার-অনিন্দিতার জামিন চেয়ে আবেদন
পি কে হালদারের সহযোগী সুকুমার-অনিন্দিতার জামিন চেয়ে আবেদন
বিএনপির ৭ আইনজীবীর আদালত অবমাননার বিষয়ে আদেশ বুধবার
বিএনপির ৭ আইনজীবীর আদালত অবমাননার বিষয়ে আদেশ বুধবার
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ