X
বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২, ১২ মাঘ ১৪২৮
সেকশনস

১৪ বছর পর বাংলাদেশে ফিরেই জয়ের হাসি আর্জেন্টাইন কোচের

আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ২১:৩৬

১৪ বছর আগে সবশেষ বাংলাদেশে কোচিং করিয়েছিলেন আবাহনী লিমিটেডের হয়ে। এবার সাইফ স্পোর্টিংয়ের ডাগ আউট দিয়ে আবার বাংলাদেশের ফুটবলে আর্জেন্টাইন কোচ ডিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানি। ৫৫ বছর বয়সী কোচ ফিরে শুরুতেই সাফল্য পেয়েছেন। স্বাধীনতা কাপে তার দল সাইফ স্পোর্টিং প্রথম ম্যাচে পিছিয়ে পড়েও বাংলাদেশ সেনাবাহিনীকে হারিয়েছে ২-১ গোলে।

আজ (রবিবার) ‘সি’ গ্রুপের ম্যাচে সাইফ স্পোর্টিংয়ের সঙ্গে সমানতালে খেলার চেষ্টা করেছে সেনাবাহিনী। বিশেষ করে, প্রতিআক্রমণ করে ভয় ধরানোর কাজটি ভালোভাবেই করতে পেরেছে। যদিও ম্যাচ শুরুর ১২ মিনিটে সাইফ এগিয়ে যেতে পারতো। নাসিরুলের ক্রসে আশরফ গফুরভের হেড ক্রসবারের ওপর দিয়ে গেলে গোল পাওয়া হয়নি।

৪২ মিনিটে প্রতিআক্রমণ থেকে সফল হয়েছে সেনাবাহিনী। ইব্রাহিমের বাঁ প্রান্তের ক্রস ডিফেন্ডার রিয়াদুল রাফির হাতে লাগে। পেনাল্টির নির্দেশ আসে। স্পট কিক থেকে মেহেদী হাসান সহজেই গোলকিপার মিতুল হোসেনকে হারিয়ে দলকে এগিয়ে নেন।

৪৪ মিনিটে সতীর্থের পাস থেকে সামিউল ফাঁকায় থেকে সরাসরি গোলকিপারের হাতে বল জমা দিলে ব্যবধান বাড়েনি তাদের।

বিরতির পর ম্যাচে ফিরতে সময় নেয়নি সাইফ। ৪৭ মিনিটে গোলকিপার জাফর সর্দার ফেলে দেন নাইজেরিয়া জাতীয় দলে খেলা এমফন উদোহকে। পেনাল্টি থেকে এমেকা ওগবাগ জাল কাঁপান। গোলকিপার বলের লাইনে ঝাঁপালেও শেষরক্ষা হয়নি।

ব্যবধান বাড়ানোর জন্য সাইফ বেশ কয়েকটি আক্রমণ গড়েছে। ৫৫ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের পাসে এমফন উদোহ ক্রসবারের ওপর দিয়ে মেরে সুযোগ নষ্ট করেন।

৭০ মিনিটে জামালের থ্রু থেকে এমফন উদোহ ঠিকঠাক প্লেসিং করতে পারলে গোল হতে পারতো।

ম্যাচ শেষ হওয়ার ৯ মিনিট আগে জয়সূচক গোলটি পায় সাইফ। ডান প্রান্ত থেকে নাসিরুল ইসলামের ক্রস প্রতিপক্ষের এক ডিফেন্ডারের মাথা ছুঁয়ে দূরের পোস্ট দিয়ে জড়িয়ে যায় জালে। এতেই জয়ের আনন্দে মাতে দলটি।

আগামীকালের (সোমবার) খেলা:

আবাহনী লিমিটেড-স্বাধীনতা ক্রীড়া চক্র, সন্ধ্যা পৌনে ৬টা

ভেন্যু: বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়াম

/টিএ/কেআর/
সম্পর্কিত
টাঙ্গাইলে খেপ খেলেছেন ৮ ফুটবলার, বাফুফের শোকজ
টাঙ্গাইলে খেপ খেলেছেন ৮ ফুটবলার, বাফুফের শোকজ
তেতে ওঠা বসুন্ধরা চাইছে হ্যাটট্রিক শিরোপা
তেতে ওঠা বসুন্ধরা চাইছে হ্যাটট্রিক শিরোপা
বাংলাদেশ কোচের সাফল্য চাইছেন আর্জেন্টাইন কোচ
বাংলাদেশ কোচের সাফল্য চাইছেন আর্জেন্টাইন কোচ
জামালের মতো অধিনায়কই পছন্দ নতুন কোচের
জামালের মতো অধিনায়কই পছন্দ নতুন কোচের
সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ
টাঙ্গাইলে খেপ খেলেছেন ৮ ফুটবলার, বাফুফের শোকজ
টাঙ্গাইলে খেপ খেলেছেন ৮ ফুটবলার, বাফুফের শোকজ
তেতে ওঠা বসুন্ধরা চাইছে হ্যাটট্রিক শিরোপা
তেতে ওঠা বসুন্ধরা চাইছে হ্যাটট্রিক শিরোপা
বাংলাদেশ কোচের সাফল্য চাইছেন আর্জেন্টাইন কোচ
বাংলাদেশ কোচের সাফল্য চাইছেন আর্জেন্টাইন কোচ
জামালের মতো অধিনায়কই পছন্দ নতুন কোচের
জামালের মতো অধিনায়কই পছন্দ নতুন কোচের
বেনজিমার বাড়িতে আবারও ডাকাতি!
বেনজিমার বাড়িতে আবারও ডাকাতি!
© 2022 Bangla Tribune