X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

শেষ মুহূর্তে হার এড়িয়েছে ১০ জনের চট্টগ্রাম আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২১, ২১:০২আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ২১:০২

সাবেক ও জাতীয় দলের একঝাঁক খেলোয়াড় সমৃদ্ধ বাংলাদেশ নৌবাহিনী আগে গোল করে জয়ের স্বপ্ন দেখছিল। কিন্তু ম্যাচে ফিরতে মরিয়া চট্টগ্রাম আবাহনী। ১০ জনের দল নিয়েও শেষ মুহূর্তে এসে গোল করে ঠিকই হার এড়িয়েছে। আজ (শনিবার) স্বাধীনতা কাপে দুই দলের ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলের ড্রতে। পয়েন্ট ভাগাভাগিতে ‘ডি’ গ্রুপ থেকে দুই দলের সামনেই নকআউট পর্বে ওঠার সুযোগ থাকলো। শেষ ম্যাচে নির্ধারণ হবে বসুন্ধরা কিংসের সঙ্গে দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে কারা।

নৌবাহিনীতে খেলছেন মামুনুল ইসলাম, রায়হান, সাখওয়াত রনি, জুয়েল রানা, রহমত মিয়া, শহিদুল আলম সোহেল ও সোহেল রানার মতো অভিজ্ঞ ফুটবলারররা। তাদের শুরুটাও ছিল দেখার মতো। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচ শুরুর ১৪ মিনিটে এগিয়ে যায় সার্ভিসেস দলটি।

রহমত মিয়ার বাঁ প্রান্তের মাপা ক্রসে ৬ গজের মধ্যে থেকে জুয়েল রানা হেডে গোলকিপার আজাদ হোসেনকে পরাস্ত করে নৌবাহিনীকে এগিয়ে নেন। কিন্তু একটি প্রচেষ্টা ছাড়া কার্যত নৌবাহিনীকে আর ম্যাচে সেভাবে দেখা যায়নি। গোল বাঁচানোর জন্য বাকি সময় খেলতে হয়েছে। পিছিয়ে থেকে চট্টগ্রাম আবাহনী আক্রমণের পর আক্রমণ করে গেছে। দুই বিদেশি নিয়ে মারুফুল হকের দল প্রতিপক্ষের বক্সে বারবার হানা দিয়েছে ঠিকই, কিন্তু যোগ্য ফিনিশারের অভাবে কাঙ্ক্ষিত গোল পাচ্ছিল না।

এই যেমন ৩০ মিনিটে কামরুল ইসলামের কর্নারে জালাল মিয়ার হেড অল্পের জন্য গোল হয়নি। গোলকিপার মোহাম্মদ নেহাল হাত উচিয়ে কর্নারের বিনিময়ে ফিরিয়ে দেন। ৪৫ মিনিটে সোহেল রানার বক্সের বাইরে থেকে নেওয়া শট দূরের পোস্ট ঘেঁষে যায়। বিরতির পর ৮৫ মিনিটে চট্টগ্রাম আবাহনী ১০ জনের দলে পরিণত। সোহেল রানা ডাবল হলুদ কার্ডে মার্চিং অর্ডার পান। তারপরেও তাদের আক্রমণে ধার কমেনি।

নৌবাহিনী হয়তো ধরেই নিয়েছিল ম্যাচ জিতে যাচ্ছে তারা! ঠিক এই সময়ে এসে চট্টগ্রাম আবাহনীর ভাগ্য খুলে যায়। ৮৯ মিনিটে গোলের দেখা পায় বন্দরনগরীর দলটি। কামরুল ইসলামের ফ্রি কিকে নাইজেরিয়ান কেহিন্দে ইসা লাফিয়ে উঠে জাল কাঁপালে স্বস্তি ফেরে। যোগ করা সময়ে নাইজেরিয়ান ফরোয়ার্ড থ্যাঙ্কগড ক্রসবারের অনেক ওপর দিয়ে বল উড়িয়ে মারলে ৩ পয়েন্ট পাওয়া হয়নি চট্টগ্রাম আবাহনীর। তবে শুরুতে গোল হজম করে ১০ জনের দল নিয়েও ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া কম প্রাপ্তি নয়!

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
তীব্র তাপদাহে মেয়েদের স্বস্তির সংবাদ দিলেন সালাউদ্দিন
তীব্র তাপদাহে মেয়েদের স্বস্তির সংবাদ দিলেন সালাউদ্দিন
বেসিস নির্বাচন: দেশের সফটওয়্যার খাতকে স্বয়ংসম্পূর্ণ করতে চান ইকবাল আহমেদ
বেসিস নির্বাচন: দেশের সফটওয়্যার খাতকে স্বয়ংসম্পূর্ণ করতে চান ইকবাল আহমেদ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই