X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

আবাহনী ক্লাব পরিদর্শন করে যা বললেন বাংলাদেশ কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২২, ১৯:২০আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ২০:৩০

জাতীয় দলের কোচ হয়েই কাজে নেমে পড়েছেন হাভিয়ের কাবরেরা। স্প্যানিশ কোচ ক্লাব পরিদর্শনে নেমেছেন। শুরুতে দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড ঘুরে দেখেছেন তিনি। আজ (শুক্রবার) বিকালে ধানমন্ডির ক্লাবটিতে অবকাঠামো দেখা ছাড়াও অনুশীলনরত জীবন-রাফায়েলদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছেন। আবাহনী পরিদর্শনের একফাঁকে সংবাদমাধ্যমকে কাবরেরা জানিয়েছেন, কোচ ও খেলোয়াড়দের মধ্যে সম্পর্ক উন্নয়নে জোর দেবেন তিনি।

আপাতত জাতীয় দলের কোনও খেলা নেই। নতুন কোচ এসে সবকিছুর সঙ্গে পরিচিত হচ্ছেন। ক্লাবগুলোর অনুশীলনের পাশাপাশি অবকাঠামো দেখা শুরু করেছেন তিনি। শুরুতে আবাহনী ক্লাব পরিদর্শন করে কাবরেরা সংবাদমাধ্যমকে বলেছেন, ‘দেশের অন্যতম ঐতিহ্যবাহী ও সেরা ক্লাবে আসতে পেরে আমি আনন্দিত। মারিও লেমসকে (আবাহনী কোচ) ধন্যবাদ খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ ও কথা বলিয়ে দেওয়ার জন্য। তারা প্রিমিয়ার লিগে মাঠে নামার জন্য প্রস্তুত হচ্ছে। পরিবেশও খুব ভালো। ক্লাবটি বেশ সুন্দর, অনুশীলন সুবিধাও ভালো। ভালো সময়ই কাটলো।’

সংবাদমাধ্যমে কথা বলছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। ছবি: নাসিরুল ইসলাম জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকে আগে থেকেই চিনেন কাবরেরা। তার প্রসঙ্গ উঠতেই এই স্প্যানিশ কোচ বললেন, ‘আমি জামাল ও (কাজী) তারিককে চিনি। ডেনমার্ক ও ফিনল্যান্ডে বড় হয়েছে ওরা। জামাল দলের গুরুত্বপূর্ণ সম্পদ। তারিকও ভালো, তরুণ খেলোয়াড়দের জন্য অন্যতম উদাহরণ। তাদের সঙ্গে অনুশীলন করার জন্য মুখিয়ে আছি।’

ক্লাব পরিদর্শন নিয়ে কাবরেরার ব্যাখ্যা, ‘প্রথম অগ্রাধিকার হলো এই দেশের ফুটবল অবকাঠামো বোঝা। সব পেশাদার দল দেখা। কীভাবে তারা কাজ করছে। জাতীয় দল ও ক্লাবের মধ্যে ভালো সম্পর্ক তৈরি করাটাও বড় বিষয়। আমি আগেই বলেছি, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল তৈরি করা আমার লক্ষ্য। এখানকার পরিবেশও ভালো। প্রিমিয়ার লিগ সন্নিকটে। আমি চাই ডিসিপ্লিনড খেলোয়াড়, আর দলকে জয় এনে দিতে।’

আবাহনীর খেলোয়াড় ও কোচিং স্টাফের সঙ্গে সময় কাটান কাবরেরা। ছবি: নাসিরুল ইসলাম জাতীয় দল নতুন করে গড়া প্রসঙ্গে স্প্যানিশ কোচের বক্তব্য, ‘কয়েকটি দিক নিয়ে কাজ করার সুযোগ আছে। টেকনিক্যাল, পারফরম্যান্স, স্কাউটিং, মেডিক্যাল- সব মিলিয়ে হাইপারফরম্যান্স দল গড়তে হবে। পেশাগত দিক দিয়ে কীভাবে ভালো জাতীয় দল গড়া যায় দেখতে হবে।’

খেলোয়াড়দের উদ্দেশে নতুন কোচের বার্তা, ‘খেলোয়াড়দের উদ্দেশে বার্তা হলো, আমি চাই সুসম্পর্ক তৈরি করতে। আমি বিশ্বাস করি কোচ ও খেলোয়াড়দের মধ্যে সম্পর্ক থাকলে ভালো কিছু বেরিয়ে আসবে। আমি সব পেশাদার খেলোয়াড় দেখবো। যাদের জাতীয় দলে জায়গা পাওয়ার সুযোগ আছে।’

আবাহনী খেলোয়াড়দের সঙ্গে কথা বলছেন বাংলাদেশ কোচ পরিদর্শনের সময় নতুন কোচের সঙ্গে ছিলেন আবাহনীর ফুটবল ম্যানেজার সত্যজিত দাশ রুপু। বাংলাদেশের প্রধান কোচের ক্লাব পরিদর্শন নিয়ে এই সাবেক তারকা বলেছেন, ‘নতুন কোচ লিগ শুরুর আগে ক্লাবগুলো পরিদর্শন করে খেলোয়াড় ও ক্লাব সংস্কৃতির একটি ধারণা পাবেন। ৩ ফেব্রুয়ারি থেকে লিগ শুরু হলে তিনি বিভিন্ন ভেন্যুতে গিয়ে খেলা দেখবেন। যা তার দল গঠনে সহায়ক হবে।’

/টিএ/কেআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিলাবৃষ্টিতে ফুটো হয়ে গেছে ঘরের চাল, ফসলের ব্যাপক ক্ষতি
শিলাবৃষ্টিতে ফুটো হয়ে গেছে ঘরের চাল, ফসলের ব্যাপক ক্ষতি
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক
ন্যাটোর অংশীদার হতে আগ্রহী আর্জেন্টিনা
ন্যাটোর অংশীদার হতে আগ্রহী আর্জেন্টিনা
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে ৬ মাসের শিশুর লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে ৬ মাসের শিশুর লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার