X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

খেলোয়াড়দের ঠিকঠাক স্কাউট করতে চান বাংলাদেশ কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ জানুয়ারি ২০২২, ১৯:৫৯আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১৯:৫৯

খেলার ব্যস্ততা না থাকায় ভিন্নভাবে সময় কাটাচ্ছেন বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ হাবিয়ের কাবরেরা। যোগ দিয়ে ক্লাব পরিদর্শনে নেমেছেন। তার সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন দুই সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সার ও বিপ্লব ভট্টাচার্যও। এখন থেকে তাদের লক্ষ্যই হবে জাতীয় দলের উন্নয়নে কাজ করা। ফলে দুই সহকারীকে নিয়েই খেলোয়াড়দের স্কাউট করতে চাইছেন স্প্যানিশ কোচ।

রবিবার এই ত্রয়ী প্রথমবারের মতো নিজেদের মধ্যে পরিচিত হয়েছেন। ঠিক করেছেন ভবিষ্যৎ কর্ম পরিকল্পনাও। বাফুফে ভবনে সভা শেষে ৩৭ বছর বয়সী কোচ সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমাদের প্রথম সভা অনেক ইতিবাচক ছিল। তাদের সঙ্গে সাক্ষাৎ করে ভালো লেগেছে। তারা অনেক অভিজ্ঞ। আমি এমন কোচ চাই যারা গভীর থেকে দেশের ফুটবল এবং লিগটাকে বোঝে। তারা দেশের ফুটবলার এবং ক্লাব ফুটবলকে ভালো করেই জানে। আমরা একসঙ্গে কাজ করবো।’

এর পরেই নিজের পরিকল্পনা তুলে ধরেন কাবরেরা। তিনি চান প্রিমিয়ার লিগ থেকেই খেলোয়াড়দের ঠিকঠাক মতো স্কাউট করতে, ‘বিপিএলের প্লেয়ারগুলোকেই ঠিকঠাক স্কাউট করতে হবে। আমি মনে করে লিগের ক্লাবগুলোর প্রতি নজর রাখাটাই মূল অগ্রাধিকার হওয়া উচিত।’

পাশাপাশি দলের অবকাঠামোর দিকেও নজর রাখার কথা বলেছেন নতুন কোচ, ‘আমি দলের অবকাঠামোর দিকটা দেখবো। কোথায় কোথায় উন্নতি করতে হবে দেখবো। আশা করি, ভালো একটা অবকাঠামোগত উন্নতি দেখতে পাবো।’

একই দিনে কথা বলেছেন সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সারও। নতুন কোচের সঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বসিত তিনি, ‘একটা অ্যাসাইনমেন্ট আছে মার্চে। তার আগে কীভাবে প্রস্তুতি নিতে পারি সেগুলো দেখে নেওয়া হচ্ছে। যেহেতু সামনে বিপিএল শুরু হবে, সেখানে কীভাবে স্কাউটিং করতে পারবো সেগুলো নিয়ে কাজ করা হচ্ছে। আমরা আলাদা আলাদা ডিপার্টমেন্ট নিয়ে কাজ করবো। তবে সব যেন এক সূত্রে গাঁথা হয়, মূলত ওইটা নিয়ে সভা হয়েছে আজকে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
রানা প্লাজা ধস: ১১ বছরেও শেষ হয়নি তিন মামলার বিচার
রানা প্লাজা ধস: ১১ বছরেও শেষ হয়নি তিন মামলার বিচার
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার: পরিবেশমন্ত্রী
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার: পরিবেশমন্ত্রী
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট