X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

রিয়াল-পিএসজি মহারণে ফাইনালের উত্তাপ!

স্পোর্টস ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৪:১৭আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৪:২৪

শুধু মাঠেই নয়। মাঠের বাইরেও এক প্রকার লড়াই চলে পিএসজি-রিয়াল মাদ্রিদের। দলের তারকা সমৃদ্ধ ভাণ্ডারই এর কারণ! বর্তমানে কিলিয়ান এমবাপ্পেকে নিয়েও এক প্রকার টানাটানি চলছে। যে যুক্তিতে পিএসজি কোচ মওরিসিও পচেত্তিনোর কাছে মনে হচ্ছে, শেষ ষোলোতেই চ্যাম্পিয়নস লিগ ফাইনালের উত্তাপ ছড়াতে পারে পিএসজি-রিয়াল মাদ্রিদ মহারণ।

মঙ্গলবার দিবাগত রাত ২টায় প্রথম লেগে মুখোমুখি হবে দুই দল। ওই ম্যাচ স্বাভাবিকভাবেই আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবে। পিএসজির ভয়ঙ্কর ত্রিফলায় রয়েছেন মেসি, কিলিয়ান এমবাপ্পে। সঙ্গে আজ যোগ হতে পারেন নেইমারও। পাশাপাশি অনেক তারকা রয়েছেন যারা এক সময় রিয়াল মাদ্রিদে দাপিয়ে বেরিয়েছেন! যেমন- গোলকিপার কেইলর নাভাস, আশরাফ হাকিমি ও মিডফিল্ডার অ্যাঙ্গেল ডি মারিয়া। সব মিলে তাই পচেত্তিনোর অনুমান, ‘দুই দলে যে নামগুলো আছে। তাতে দুই দলের লড়াইটা চ্যাম্পিয়নস লিগ ফাইনালে রূপ নিতে পারে।’

অবশ্য ইউরোপীয় এই টুর্নামেন্টে রেকর্ড শিরোপাধারী রিয়াল মাদ্রিদের জন্য আলাদা সমীহও আছে পিএসজি কোচের, ‘আমরা রিয়াল মাদ্রিদকে শ্রদ্ধা করি। বিশ্বের অন্যতম বড় একটি ক্লাব। যাদের ১৩টি চ্যাম্পিয়নস লিগ শিরোপাই বলে দেয় এটা শুধু খেলোয়াড় বা কোচের বিষয় নয়। ক্লাবটির শক্তি, অভ্যন্তরীণ কাঠামোই সব।’

তার পর তিনি যোগ করেছেন, ‘পিএসজিও ৫০ বছর ধরে এই শিরোপা জয়ের চেষ্টা করছে। আমরা এখন চ্যালেঞ্জ জানাচ্ছি। পাশাপাশি দল হিসেবে নিজেদের গড়ে তোলার চেষ্টা করছি, যাতে ওই স্বপ্ন বাস্তবায়নের কাছে যেতে পারি।’

এখন সেই স্বপ্ন পূরণে এই মৌসুমের সর্বোচ্চ স্কোরার মেসির দিকে তাকিয়ে পচেত্তিনো, ‘এই ধরনের ভবিষ্যৎ নির্ধারণী ম্যাচে, গুরুত্বপূর্ণ রাতে মেসির মতো একজনের প্রতিভা মৌলিক ভূমিকা রাখতে পারে। সেটা হতে পারে ব্যক্তিগতভাবে এবং সার্বিকভাবে।’  

  /এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল
গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
পাকিস্তানের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০
পাকিস্তানের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ