X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পেনাল্টি মিস করলেন মেসি, এমবাপ্পের গোলে রিয়ালকে হারালো পিএসজি

স্পোর্টস ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৩৭আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩০

পার্ক দি প্রিন্সেসে আধিপত্য করলো পিএসজি। নিজেদের দর্শকদের সামনে শক্তিশালী রিয়াল মাদ্রিদকে চাপে রেখে শেষ দিকে এসে সফল হলো। দলের বড় তারকা লিওনেল মেসি পেনাল্টি মিস করলেও শেষ মুহূর্তের গোলে জয় পেয়েছে প্যারিসের সেরা দলটি। কিলিয়ানে এমবাপ্পের লক্ষ্যভেদে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর প্রথম লেগে জিতে এগিয়ে থাকলো পিএসজি।

ম্যাচের শুরু থেকে পিএসজি দাপট দেখাতে থাকে। রিয়ালকে করে ফেলে কোনঠাসা। এগিয়েও যেতে পারতো  পচেত্তিনোর দল। ম্যাচ ঘড়ির ৫ মিনিটের সময় এমবাপ্পের পাসে দি মারিয়া আট গজ দূরত্বে থেকে উড়িয়ে মেরে সুবর্ণ সুযোগ নষ্ট করেন।

১৮ মিনিটে এমবাপ্পের দুর্বল শট পা দিয়ে প্রতিহত করেন গোলকিপার  থিবো কোর্তোয়া।

প্রথমার্ধে বল দখলে এগিয়ে থাকলেও গোলের সুযোগ সেভাবে কমই এসেছে মেসি-মারিয়াদের সামনে।  বিপরীতে করিম বেনজেমা চোট কাটিয়ে ফিরলেও এমন হাইভোল্টেজ ম্যাচে সুবিধা করতে পারেননি।

যে কারণে রিয়াল মাদ্রিদ গোলে সেভাবে কোনও শটই নিতে পারেনি। বিরতির পর চাপ ধরে রেখে ৫০ মিনিটে কোর্তোয়ার আবারও পরীক্ষা নেয় পিএসজি। তবে এমবাপ্পের শট ঝাঁপিয়ে পড়ে প্রতিহত করেন কোর্তোয়া।

৫৪ মিনিটে রিয়ালের টনি ক্রস প্রথম গোলে শট নিলেও তা ক্রসবারের ওপর দিয়ে যায়।

৬১ মিনিটে মেসির পেনান্টি মিস! এমবাপেকে বক্সে বাধা দেন দানি কারভাহাল। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে মেসির দুর্বল শট বাঁ দিকে ঝাঁপিয়ে রুখে দিয়ে দলকে ম্যাচে রাখেন কোর্তোয়া।

৭৩ মিনিটে দি মারিয়ার জায়গায় নেইমার মাঠে নামেন। তাতে আক্রমণে তেজ বাড়ে। ব্রাজিলিয়ান তারকাকে ফাউল করলে মেসির নেওয়া ফ্রি কিক হয় লক্ষ্যভ্রষ্ট।

একটু পরই মেসির পাসে এমবাপ্পের শট দূরের পোস্ট দিয়ে যায়। শেষ দিকে এসে রিয়াল চেষ্টা করেছিল। কিন্তু সফল হতে পারেনি। বরং যোগ করা সময়ে পিএসজি কাঙ্ক্ষিত গোলের দেখা পায়।

নেইমারের ব্যাকহিলে থেকে বক্সে ঢুকে দুরূহ কোণ থেকে লক্ষ্যভেদ করেন এমবাপ্পে। কোর্তোয়ার পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়াতেই সমর্থকদের বাধভাঙা উল্লাস।

তাতেই রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে হারায় পিএসজি। ফিরতি লেগের ম্যাচটি হবে ৯ মার্চ।

অপর দিকে লিসবনে গোল উৎসব করেছে ম্যানচেস্টার সিটি। প্রথম লেগে স্পোর্তিং লিসবনকে বিধ্বস্ত করেছে ৫-০ গোলে। তাতে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখলো তারা।   

/টিএ/আইএ/
সম্পর্কিত
পেনাল্টি নিয়ে বিবাদ, চেলসি কোচ যা বললেন
চাপকে উপভোগ করে ম্যানসিটি: গার্দিওলা
মাঠে খেলোয়াড় অসুস্থ, রোমা-উদিনিসে ম্যাচ স্থগিত
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া