X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

গোল করে প্রয়াত স্ত্রী-ছেলেকে খুঁজলেন সোহেল রানা

তানজীম আহমেদ
২৪ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩১আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩১

চার বছর আগে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রী তাসলিমা আফরিন ও তিন বছরের ছেলে আব্দুল্লাহ আল আফনানকে হারিয়েছেন। তাদের হারিয়ে সোহেল রানার জীবনটাই এলোমেলো হয়ে যায়। তবে শোককে শক্তিতে রূপান্তরিত করে ধীরে ধীরে ফুটবলে আবারও মনোনিবেশ করেছেন তিনি।

কিন্তু স্ত্রী-সন্তানের এভাবে চলে যাওয়া, এখনও ভুলতে পারেননি সোহেল রানা। তাই জার্সির নিচে প্রয়াত স্ত্রী ও ছেলের ছবি থাকা টি-শার্ট পরে খেলতে নামেন। আর গতকাল (বুধবার) তো চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে জয়সূচক গোল করে সেই জার্সি তুলে ধরে তাদেরকে স্মরণও করলেন আবাহনীর এই মিডফিল্ডার।

সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচ ঘড়ির ২৮ মিনিটে নাবীব নেওয়াজ জীবনের পাসে বক্সের বাইরে থেকে সোহেল রানা অরক্ষিত অবস্থায় ডান পায়ের বুলেট গতির শটে জাল কাঁপান। গোলকিপার সুজন বলের লাইনে ঝাঁপালেও কিছুই করতে পারেননি। গোল করেই নিজেদের টেন্টের সামনে গিয়ে ক্রিস্তিয়ানো রোনালদোর ভঙ্গি করে উদযাপন করেছেন গোল।

পাশাপাশি তাৎক্ষণিকভাবে স্ত্রী ও ছেলের ছবি সম্বলিত টি শার্ট তুলে ধরে সময়টুকু উদযাপন করেছেন। এমন খুশির মুহূর্তে যে তাদেরকেই খুঁজছিলেন ৩১ বছর বয়সী মিডফিল্ডার! ম্যাচ শেষে বাংলা ট্রিবিউনকে সেই কথাই শুনিয়েছেন সোহেল রানা, ‘আমি এখনও প্রয়াত স্ত্রী ও ছেলেকে ভুলতে পারছি না। কখনও ভুলতে পারবো না মনে হয়। তাই তাদের ছবি সম্বলিত টি-শার্ট জার্সির ভেতরে পরে খেলতে নামি। তাদেরকে স্মরণ করার জন্য। আর আজ তো গোলই পেলাম। এই গোল তাদের উৎসর্গ করেছি।’

সাভারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল থেকে পড়ে এই মিডফিল্ডারের স্ত্রী ও একমাত্র ছেলের মৃত্যু হয়। বেঁচে যান সোহেল রানা। সেই দুঃসহ স্মৃতি এখনও তাকে তাড়িয়ে বেড়ায়, ‘সেই দিনটির কথা মনে পড়লেই গা শিউরে ওঠে। কী থেকে কী হয়ে গেলো! চিন্তাই করিনি এভাবে স্ত্রী ও ছেলেকে হারাবো।’

আবাহনী লিমিটেডে চার বছর ধরে খেলছেন সোহেল রানা। করোনাভাইরাসের প্রথম ঢেউয়ে পরিত্যক্ত হওয়া লিগে একটি গোল আছে তার। তবে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে গোলটি উচ্ছ্বাস বাড়িয়ে দিয়েছে মানিকগঞ্জ থেকে উঠে আসা ফুটবলারের, ‘মোহামেডানের বিপক্ষে গোল পেয়েছি, এতেই অনেক ভালো লাগছে। আবার আমার গোলে দল জিতেছে এই আনন্দ তো অন্যরকম। আসলে নিজেকে ফিরে পেতে পরিশ্রম করছি। চেষ্টা করছি দলের জন্য ভালো কিছু উপহার দিতে।’

তবে বুলেট গতির শটে গোল হয়ে যাবে তা চিন্তাও করেননি সোহেল রানা। গোল করে নিজেই অবাক, ‘এভাবে গোল করতে পারবো তা ভাবনায় আসেনি। তবে পোস্টে বল রাখতে পারলে গোল হবে সেই আত্মবিশ্বাস ছিল। বল যখন পোস্টের দিকে যাচ্ছিলো, তখনই বুঝতে পারছিলাম গোল হবে।’

নতুন করে সংসার পেতেছেন এই মিডফিল্ডার। সেই ঘরে এক সন্তানও আছে। তাদের নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে চাইছেন। তবে মানসপটে বারবারই সেই দুঃসহ স্মতি ফিরে আসে। অতীত-বর্তমান নিয়েই এখন সোহেল রানার পথচলা।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আজ নির্বাচন
বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতিআদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আজ নির্বাচন
আলোচিত কিশোরী ইয়াসমিনের মায়ের অস্বাভাবিক মৃত্যু
আলোচিত কিশোরী ইয়াসমিনের মায়ের অস্বাভাবিক মৃত্যু
বদির বিরুদ্ধে চেয়ারম্যানের জিডি
বদির বিরুদ্ধে চেয়ারম্যানের জিডি
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা