X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০
এএফসি কাপ

বসুন্ধরা কিংসকে উড়িয়ে দিয়েছে মোহনবাগান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২২, ১৯:৫৫আপডেট : ২১ মে ২০২২, ২০:১০

শুরুর দিকে দুটি প্রচেষ্টা পোস্টে লেগে ফিরে আসলে আফসোসে পুড়তে হয় বসুন্ধরা কিংসকে। এটিকে মোহনবাগান গুছিয়ে নিয়ে সুযোগ খুঁজতে থাকে। প্রতিপক্ষের রক্ষণের একের পর এক ভুলে গোলও পেতে শুরু করে কলকাতার ঐতিহ্যবাহী ক্লাবটি। এএফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচে গোয়ার ছেলে লিস্টন কোলাসোর হ্যাটট্রিকে বড় লজ্জা পেয়েছে বাংলাদেশ লিগ চ্যাম্পিয়নরা। মোহনবাগান ৪-০ গোলে বিধস্ত করেছে অস্কার ব্রুজনের দলকে!

আজ (শনিবার) কলকাতার যুবভারতী স্টেডিয়ামে ঝড়-বৃষ্টি-বজ্রপাতে প্রায় ঘণ্টাখানেক বন্ধ থাকে খেলা। আবহাওয়া ঠিক হওয়ার পর খেলা শুরু হলে ১৮ মিনিটে রবিনিয়োর ফ্রি-কিক জটলার ভেতর দিয়ে নিচু হয়ে ড্রপ খেয়ে দূরের পোস্টে লেগে ফেরে। গোলমুখে থাকা কাজী তারিক রায়হান হেড করতে পারলে হতে পারতো গোল।

তিন মিনিট পর মোহনবাগানের এক ডিফেন্ডার হেডে বল ক্লিয়ার করেন। বল বাতাসে ভেসে থাকতেই বক্সের বেশ বাইরে থেকে রিমন হোসেনের দূরপাল্লার বাঁ পায়ের ভলি আবারও পোস্টে লেগে প্রতিহত হয়।

২৫ মিনিটে রক্ষণের অমার্জনীয় ভুলে গোল হজম করে বসে বসুন্ধরা। সতীর্থের লং পাস ধরলেও নিয়ন্ত্রণে রাখতে পারেননি ক্রিস্টিয়ান কোলাসো। খালিদ শাফিই শুরুতে ব্যর্থ হওয়ার পর ক্লিয়ার করার সুযোগ পেয়েছিলেন বিশ্বনাথ ঘোষ। শট নিতে গিয়ে ভারসাম্য হারিয়ে পড়ে যান এই অভিজ্ঞ ডিফেন্ডার। সহজ সুযোগ প্লেসিং শটে কাজে লাগান কোলাসো।

৩৩ মিনিটে রক্ষণের ভুলে আরও কোণঠাসা হয়ে পড়ে বসুন্ধরা। জনি কোয়াকে নিজেদের অর্ধ থেকে থ্রু পাস দেন কোলাসোর উদ্দেশে। ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড ফাঁকায় বিনা বাধায় বল নিয়ন্ত্রণে নিয়ে গোলকিপার আনিসুর রহমান জিকোকে কাটিয়ে ব্যবধান দ্বিগুণ করেন।

বিরতির পরও মোহনবাগান গোলের ধারা অব্যাহত রাখে। যদিও ৫০ মিনিটে ইয়াসিন আরাফাতের শট গোলকিপার ঝাঁপিয়ে পড়ে রক্ষা করে ব্যবধান কমতে দেননি।

৫৩ মিনিটে মোহনবাগান স্কোরলাইন করে ৩-০। বাঁ প্রান্তে খালেদ শাফিই ঠিকঠাক বল ক্লিয়ার করতে পারেননি। মানভির সিংহের কাটব্যাক থেকে লিস্টন কোলাসো বক্সের ভেতরে বল পেয়ে দারুণ শটে হ্যাটট্রিক পূর্ণ করেন।

৭৭ মিনিটে চতুর্থ গোল করে বসুন্ধরাকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেয় মোহনবাগান। সতীর্থের কাটব্যাক থেকে ডেভিড উইলিয়ামস দারুণ শটে দলকে চতুর্থ গোল উপহার দেন।

মতিন মিয়া ও এলিটা কিংসলে বদলি নেমেও গোল শোধ দিতে পারেননি।

দুই ম্যাচে ৩ পয়েন্ট পেয়েছে দুই দলই। এখন নকআউট পর্বে যেতে হলে ২৪ মে গোকুলাম কেরালার বিপক্ষে বসুন্ধরাকে জিততেই হবে। এরপর অন্য দলের অবস্থানও দেখতে হবে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!