X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ঘরের মাঠে জার্মানির সঙ্গে ড্র করলো ইতালি

স্পোর্টস ডেস্ক
০৫ জুন ২০২২, ০২:৪৭আপডেট : ০৫ জুন ২০২২, ০২:৪৭

ফিনালিসিমায় আর্জেন্টিনার কাছে হেরে ইতালির শিরোপা জয়ের উৎসব করা হয়নি। ওয়েম্বলিতে হারের পর নেশন্স কাপে নতুন স্বপ্ন নিয়ে খেলতে নেমেছে রবার্তো মানচিনির দল। তবে এখানে দুর্ভাগ্য পিছু ছাড়েনি। ‘সি’ গ্রুপে শক্তিধর জার্মানির বিপক্ষে আগে গোল করেও ম্যাচ জেতা হয়নি। ড্র করতে হয়েছে ১-১ গোলে।

ইতালি-জার্মানি ম্যাচটি আক্রমণ-প্রতি আক্রমণ নির্ভর হয়েছে। নিজেদের মাঠে ইতালি খেলতে নেমে শুরুতে অবশ্য কিছুটা চাপে পড়ে যায়। প্রতিপক্ষ আক্রমণ হেনে রক্ষণভাগকে ব্যস্ত করে রাখে। ম্যাচ ঘড়ির ১০ মিনিটে জার্মানির লেরয়ের বাঁ পায়ের শট পোস্টের বাইরে দিয়ে যায়। ৫ মিনিট পর জর্জ জানার্ব্রির শট গোলকিপার দোনারুম্মা প্রতিহত করে দলকে ম্যাচে ঠিকভাবে রাখেন।

পরের মিনিটে ইতালির জিয়ানলুকার শট লক্ষ্যভ্রষ্ট হয়। ২৬ মিনিটে জার্মানি আবারও সুযোগ পায়। সতীর্থর কাটব্যাক থেকে মুলারের শট এক ডিফেন্ডার ব্লক করেন।

৩৫ মিনিটে ইতালির জিয়ানলুকার শট পোস্টের সামান্য বাইরে দিয়ে গেলে গোলের দেখা মিলেনি। বিরতিতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত দুই দলই চেষ্টা করেছে লক্ষ্যভেদ করতে। কিন্তু গোলের দেখা পাওয়া হয়নি।

বিরতির পরও একই গতিতে খেলা চলেছে। ইতালির জিয়ানলুকা একাই কয়েকটি সুযোগ নষ্ট করেছেন। ৪৭ মিনিটে সতীর্থের ক্রস থেকে জিয়ানলুকার হেড পোস্টের বাইরে দিয়ে যায়।

৬ মিনিট পর জিয়ানলুকার ব্যাক ভলি গোলকিপারের গ্লাভসে জমা পড়ে।

৭০ মিনিটে ইতালিকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। দেগনান্ত উইলফ্রেডের ডান প্রান্তের ক্রসে লরেঞ্জো প্লেগ্রিনি ফাঁকায় প্লেসিং করে দেন। তাদের উৎসব থেমে যেতে সময় লাগেনি।

৭৩ মিনিটে জার্মানি গোলের দেখা পায়। খিমিচ বক্সের ভেতর থেকে বল পেয়ে গোল করে দলকে সমতায় ফেরান।

বাকি সময়টুকু এই স্কোরলাইন রেখেই মাঠ ছেড়েছে দুই দল।

 

 

/টিএ/আইএ/
সম্পর্কিত
লেভারকুসেনের রেকর্ডের পর গুঞ্জন উড়িয়ে দিলেন আলোনসো 
কেইনের বায়ার্ন অভিষেকে শিরোপা জিতলো লাইপজিগ
হুয়ান গাম্পার ট্রফিতে বার্সার প্রতিপক্ষ টটেনহাম
সর্বশেষ খবর
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
সর্বাধিক পঠিত
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ