X
বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০২২
৩ ভাদ্র ১৪২৯

‘মানসিক শক্তি’ বিশ্বকাপে ব্রাজিলের বড় অস্ত্র

স্পোর্টস ডেস্ক
০৭ জুন ২০২২, ০০:১৮আপডেট : ০৭ জুন ২০২২, ০০:১৮

দক্ষিণ কোরিয়াকে আক্ষরিক অর্থে উড়িয়ে দিয়েছিল ব্রাজিল। তবে পরের ম্যাচেই কঠিন পরীক্ষায় পড়তে হলো। জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে। যদিও শেষ পর্যন্ত নেইমারের পেনাল্টিতে ১-০ গোলের জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়তে পেরেছে সেলেসাওরা। একের পর এক আক্রমণ করেও যখন গোল আসছিল না, তখনও হতাশা গ্রাস করেনি ব্রাজিলকে। মানসিকভাবে শক্ত থেকে শেষ পর্যন্ত লড়ে যাওয়ায় এই ব্রাজিলকেই কাতার বিশ্বকাপে চাইছেন কোচ তিতে।

ঘরের মাঠে জাপান মোটেও ছেড়ে কথা বলেনি ব্রাজিলকে। আক্রমণ বেশি করেছে লাতিন আমেরিকার দলটি, তবে সুযোগ পেলেই ভয় ধরিয়ে দিয়েছে এশিয়ার দেশটি। যদিও শেষরক্ষা হয়নি জাপানের। ৭৭ মিনিটে পেনাল্টি থেকে ঠিকই গোল করে ব্রাজিলকে এগিয়ে নেন নেইমার। ২০২২ বিশ্বকাপে খেলবে জাপানও। তাদের বিপক্ষে লড়াই করে ম্যাচ জেতায় বরং ইতিবাচক দিক খুঁজে নিচ্ছেন তিতে। তার মতে, জাপান ম্যাচে যেভাবে মানসিক শক্তির জায়গা প্রদর্শন করেছে তার দল, সেটি বিশ্বকাপে খুব গুরুত্বপূর্ণ।

১-০ গোলের জয়ের পর ব্রাজিল কোচ বলেছেন, ‘এটা খুবই উচ্চ পর্যায়ের খেলা ছিল। দুই দলই তাদের সামর্থ্য ফুটিয়ে তুলেছে। খেলাটা হয়েছে খুবই ‍প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।’ সঙ্গে যোগ করলেন, ‘আমি গতকাল (রবিবার) বলেছিলাম, এটা (জাপান ম্যাচ) বিশ্বকাপের মতো একই পর্যায়ের খেলা হবে। বিশেষ করে, মানসিক শক্তির জায়গা থেকে (এই ম্যাচ হবে বড় পরীক্ষার)।’

মানসিকতা সত্যিই ধরে রাখতে পেরেছে ব্রাজিল। জাপানের রক্ষণদুর্গে বারবার আটকে গেলেও তারা লড়াই করা ছাড়েনি। কাঙ্ক্ষিত গোল তারা পেয়েছে। এই জায়গাতেই তিতের তৃপ্তি, ‘আমরা গোলের জন্য বদ্ধপরিকর ছিলাম যে গোল করতেই হবে। আমরা গোলের চেষ্টা করেছি এবং এই জন্যই জয়টা আমাদের হয়েছে।’

ব্রাজিল ক্যাম্পে মারামারির গুঞ্জন উঠেছে। শনিবারের অনুশীলনে ভিনিসিয়ুস জুনিয়র ও রিচার্লিসন নাকি একে অন্যের ওপর হাত তুলেছেন। যদিও তিতে বলছেন ‘ভুয়া খবর’। ব্রাজিল কোচের বক্তব্য, ‘গোটা বিশ্বজুড়েই অনেক ভুয়া খবর। লোকজন যে বলছে খেলোয়াড়রা মারামারি করছে, বিষয়টি আসলে মিথ্যা।’

/কেআর/এমওএফ/
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
কাবুলে নামাজের সময় মসজিদে হামলা, ইমামসহ একাধিক নিহত
কাবুলে নামাজের সময় মসজিদে হামলা, ইমামসহ একাধিক নিহত
মামলাজট কমাতে তথ্যপ্রযুক্তি ব্যবহারের আহ্বান রাষ্ট্রপতির
মামলাজট কমাতে তথ্যপ্রযুক্তি ব্যবহারের আহ্বান রাষ্ট্রপতির
চাকরির জন্য আসা যুবকের লাশ মিললো হোটেলে
চাকরির জন্য আসা যুবকের লাশ মিললো হোটেলে
ঢামেকে কারাবন্দী এক যুদ্ধাপরাধীর মৃত্যু
ঢামেকে কারাবন্দী এক যুদ্ধাপরাধীর মৃত্যু
এ বিভাগের সর্বশেষ
নেইমারের পেনাল্টিতে জাপানকে হারালো ব্রাজিল
নেইমারের পেনাল্টিতে জাপানকে হারালো ব্রাজিল
ব্রাজিলের বিপক্ষে পুনরায় খেলতে আপত্তি আর্জেন্টিনার
বিশ্বকাপ বাছাইব্রাজিলের বিপক্ষে পুনরায় খেলতে আপত্তি আর্জেন্টিনার
চিলিকে উড়িয়ে দিয়েছে ব্রাজিল
বিশ্বকাপ বাছাইচিলিকে উড়িয়ে দিয়েছে ব্রাজিল
নতুন বছরে প্রথমবার ব্রাজিল দলে নেইমার
নতুন বছরে প্রথমবার ব্রাজিল দলে নেইমার
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রাজিলকে রুখে দিলো ইকুয়েডর
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রাজিলকে রুখে দিলো ইকুয়েডর