X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ব্যাটল অব দ্য ব্রিজের পর অভিযুক্ত টুখেল-কন্তে

স্পোর্টস ডেস্ক 
১৬ আগস্ট ২০২২, ১৩:৪৩আপডেট : ১৬ আগস্ট ২০২২, ১৩:৪৩

রবিবার স্ট্যামফোর্ড ব্রিজে যা হয়েছে সত্যিকার অর্থেই সেটি বিধিবহির্ভূত আচরণ। চেলসি-টটেনহাম ম্যাচে প্রায় মারামারিতে জড়ানোর মতো পরিস্থিতি তৈরি করেছিলেন দুই দলের কোচ। ‘ব্যাটল অব দ্য ব্রিজে’ বাধাপ্রাপ্ত না হলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ নিতে পারতো। শেষ পর্যন্ত রেফারি তাদের লাল কার্ড দেখিয়ে তাৎক্ষণিক পরিস্থিতি সামাল দিয়েছেন। ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের পর অবশ্য আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে চেলসি কোচ টমাস টুখেল ও টটেনহাম কোচ আন্তোনিও কন্তের বিরুদ্ধে।

প্রথম দিককার উত্তেজনায় হলুদ কার্ড দেখতে হয়েছে দুজনকে। ৬৮ মিনিটে পিয়ের ১-১ সমতায় ফেরে টটেনহাম। উল্লাস করতে করতে কন্তে তখন চলে যান টুখেলের জন্য নির্ধারিত টেকিনিক্যাল এরিয়ায়। তখন টুখেল ছুটে এলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যার ফলে হলুদ কার্ড দেখান রেফারি। তার পরের ঘটনা দুজনের করমর্দনকে ঘিরে। এই করমর্দনের সময় হ্যাঁচকা টানের ঘটনা ঘটেছিল। এ নিয়ে পরিস্থিতি রূপ নেয় কদর্যতায়। ধাক্কাধাক্কির ঘটনাও ঘটেছে। পরিস্থিতি শান্ত করতে পরে কোচিং স্টাফ ও খেলোয়াড়রাও যোগ দেন পরে।

ওই ঘটনার পর ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন এফএ জানিয়েছে, ‘টুখেল ও কন্তের বিরুদ্ধে এফএ বিধির ই-৩ ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। ম্যাচের পর দুজনের আচরণ-ই সঠিক ছিল না।’

এখন কন্তে ও টুখেলের ওই ঘটনার জবাবদিহি করতে হবে। যার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে ১৮ আগস্ট পর্যন্ত।

/এফআইআর/      
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ