ফিফা র্যাঙ্কিংয়ে ১৮ ধাপ এগিয়ে থাকা কম্বোডিয়ার বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। নমপেনে নিজেদের স্বভাবসুলভ খেলাটা খেলে ফিফা প্রীতি ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে জামাল ভূঁইয়ারা। উইঙ্গার রাকিব হোসেনের একমাত্র গোলে লাল-সবুজ দল জয় পেয়েছে। কম্বোডিয়ার পর এখন লক্ষ্য নেপাল। সেখানেও গোলের দিকে তাকিয়ে রাকিব।
আগামী ২৭ সেপ্টেম্বর কাঠমান্ডুতে স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। মেয়েদের পর সেখানে এখন ছেলেদের শক্তিমত্তা দেখানোর সুযোগ এসেছে।
কম্বোডিয়ার বিপক্ষে জয়সূচক গোল করা রাকিব তাড়না থেকেই সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘২০১৯ সালে ওমানে বিশ্বকাপ বাছাই পর্বে প্রথম জয় পাই। ফিফা প্রীতি ম্যাচে কম্বোডিয়ার বিপক্ষে গোল করে দলকে জয় এনে দিতে পেরে আমি খুশি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে চাই। নেপালের বিপক্ষে আরেক প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছি আমরা। সে ম্যাচে ভালো করে দলের জয়ে অবদান রাখতে চাই।’
নেপালে আজ (শুক্রবার) রাতে পৌঁছাবে বাংলাদেশ দল। কম্বোডিয়া ম্যাচ জিতে মাঠ ছাড়াও টিম বাসে হয়েছে আনন্দ। সবাই নেচে-গেয়ে রাতটি উদযাপন করেছে। অধিনায়ক জামাল ভূঁইয়াও এখন আগের চেয়ে আত্মবিশ্বাসী।
মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে জামাল বলেছেন, ‘নেপাল যাওয়ার পথে আমরা এখন মালয়েশিয়ায় আছি। কম্বোডিয়ার বিপক্ষে ১-০ গোলের জয়ে দলের সবাই খুশি। সবাই ম্যাচ উপভোগ করেছেন। পরবর্তী লক্ষ্য অবশ্যই নেপাল। আমাদের দৃষ্টি নেপাল ম্যাচে। যা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে আমরা নিজেদের সেরাটা দেবো ইনশাআল্লাহ। আশা করছি, আপনাদের সঙ্গে নেপালে দেখা হবে।’