কোচের ওপর সন্তুষ্ট নন স্পেনের নারী ফুটবল দলের খেলোয়াড়রা। বারবার অভিযোগ জানিয়েও কাজ হচ্ছিল না। শেষ পর্যন্ত জাতীয় দল ছাড়ার হুমকি দিয়ে বিদ্রোহ করে বসেছেন স্পেন দলের ১৫ সদস্য! তারা বলেছেন, কোচ হোর্হে ভিলদাকে যদি ছাঁটাই করা না হয়, তাহলে বিদায় বলবেন জাতীয় দলকে।
স্প্যানিশ ফুটবল সংস্থা ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। বিবৃতিতে বলেছে, ‘আমরা নিশ্চিত করছি পুরো দিনে আমরা সিনিয়র ফুটবল দলের ১৫ খেলোয়াড়ের কাছ থেকে পৃথকভাবে ১৫টি ইমেইল পেয়েছি। যেখানে তারা বলেছে বর্তমান অবস্থা তাদের শারীরিক ও মানসিক অবস্থাকে ভীষণভাবে ক্ষতি করছে। তাই যতক্ষণ না পর্যন্ত পরিস্থিতির পরিবর্তন হচ্ছে, তারা স্প্যানিশ জাতীয় দল থেকে সরে দাঁড়াবে।’
অবশ্য স্প্যানিশ ফুটবল ফেডারেশন যে তাদের এই হুমকি আমলে নিচ্ছে না, সেটিও পরিষ্কার করে জানিয়ে দিয়েছে। তারা বলেছে, ‘খেলোয়াড়দের এভাবে জাতীয় দলের কোচ ও স্টাফদের নিয়ে প্রশ্ন করার অনুমতি দেবে না। কারণ, এসব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের নেই।’
অবশ্য পাল্টা হুঁশিয়ারি দিয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশন বলেছে, এই ধরনের স্পর্ধা দলীয় শৃঙ্খলা লঙ্ঘনের শামিল। এসব ক্ষেত্রে যে কেউ দুই থেকে ৫ বছরের জন্য খেলতে অযোগ্য বলে ঘোষিত হতে পারে।
জানা গেছে, খেলোয়াড়দের ইনজুরি ম্যানেজমেন্ট, লকার রুমের পরিবেশ ও ভিলদার টিম সিলেকশনসহ অনুশীলন সেশন নিয়ে সন্তুষ্ট নন খেলোয়াড়রা।
আরএফইএফ অবশ্য ওই ১৫ সদস্যের পরিচিতি জানায়নি। বরং এক্ষেত্রে কোচকেই সমর্থন করছে। পাশাপাশি খেলোয়াড়দের বলেছে, তারা যদি নিজেদের ভুল বুঝতে পারে ও ক্ষমা চায়, তাহলেই কেবল দলে ফিরতে পারবে!