X
রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২
৯ আশ্বিন ১৪২৯

বিদ্রোহ করে উল্টো বিপদে স্পেনের নারী ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২২, ১৯:২৯আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১৯:৫৪

কোচের ওপর সন্তুষ্ট নন স্পেনের নারী ফুটবল দলের খেলোয়াড়রা। বারবার অভিযোগ জানিয়েও কাজ হচ্ছিল না। শেষ পর্যন্ত জাতীয় দল ছাড়ার হুমকি দিয়ে বিদ্রোহ করে বসেছেন স্পেন দলের ১৫ সদস্য! তারা বলেছেন, কোচ হোর্হে ভিলদাকে যদি ছাঁটাই করা না হয়, তাহলে বিদায় বলবেন জাতীয় দলকে।

স্প্যানিশ ফুটবল সংস্থা ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। বিবৃতিতে বলেছে, ‘আমরা নিশ্চিত করছি পুরো দিনে আমরা সিনিয়র ফুটবল দলের ১৫ খেলোয়াড়ের কাছ থেকে পৃথকভাবে ১৫টি ইমেইল পেয়েছি। যেখানে তারা বলেছে বর্তমান অবস্থা তাদের শারীরিক ও মানসিক অবস্থাকে ভীষণভাবে ক্ষতি করছে। তাই যতক্ষণ না পর্যন্ত পরিস্থিতির পরিবর্তন হচ্ছে, তারা স্প্যানিশ জাতীয় দল থেকে সরে দাঁড়াবে।’

অবশ্য স্প্যানিশ ফুটবল ফেডারেশন যে তাদের এই হুমকি আমলে নিচ্ছে না, সেটিও পরিষ্কার করে জানিয়ে দিয়েছে। তারা বলেছে, ‘খেলোয়াড়দের এভাবে জাতীয় দলের কোচ ও স্টাফদের নিয়ে প্রশ্ন করার অনুমতি দেবে না। কারণ, এসব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের নেই।’

অবশ্য পাল্টা হুঁশিয়ারি দিয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশন বলেছে, এই ধরনের স্পর্ধা দলীয় শৃঙ্খলা লঙ্ঘনের শামিল। এসব ক্ষেত্রে যে কেউ দুই থেকে ৫ বছরের জন্য খেলতে অযোগ্য বলে ঘোষিত হতে পারে।

জানা গেছে, খেলোয়াড়দের ইনজুরি ম্যানেজমেন্ট, লকার রুমের পরিবেশ ও ভিলদার টিম সিলেকশনসহ অনুশীলন সেশন নিয়ে সন্তুষ্ট নন খেলোয়াড়রা।

আরএফইএফ অবশ্য ওই ১৫ সদস্যের পরিচিতি জানায়নি। বরং এক্ষেত্রে কোচকেই সমর্থন করছে। পাশাপাশি খেলোয়াড়দের বলেছে, তারা যদি নিজেদের ভুল বুঝতে পারে ও ক্ষমা চায়, তাহলেই কেবল দলে ফিরতে পারবে!

/এফআইআর/এমওএফ/     
সম্পর্কিত
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
পরীক্ষায় বসে ফেসবুকে লাইভ, দুই শিক্ষার্থী বহিষ্কার
পরীক্ষায় বসে ফেসবুকে লাইভ, দুই শিক্ষার্থী বহিষ্কার
দুই গ্রুপের কোন্দলে মধ্যরাতে উত্তপ্ত ইডেন কলেজ
দুই গ্রুপের কোন্দলে মধ্যরাতে উত্তপ্ত ইডেন কলেজ
রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার ও সংরক্ষণে ১০০ নাগরিকের বিবৃতি
রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার ও সংরক্ষণে ১০০ নাগরিকের বিবৃতি
এতদিন কোথায় ছিলেন রহিমা?
এতদিন কোথায় ছিলেন রহিমা?
এ বিভাগের সর্বশেষ
‘মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছে, এটা দেশের জন্য বড় পাওয়া’
‘মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছে, এটা দেশের জন্য বড় পাওয়া’
শুরু হচ্ছে ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
শুরু হচ্ছে ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
নিজেদের শক্তি বিশ্বকে দেখানোর সময় হয়েছে: বাংলাদেশ অধিনায়ক
নিজেদের শক্তি বিশ্বকে দেখানোর সময় হয়েছে: বাংলাদেশ অধিনায়ক
ফিরছে কোটি টাকার সুপার কাপ!
ফিরছে কোটি টাকার সুপার কাপ!
যে টাকা চুরি গেছে, তার চেয়ে বেশি পেলেন কৃষ্ণা-সানজিদারা
যে টাকা চুরি গেছে, তার চেয়ে বেশি পেলেন কৃষ্ণা-সানজিদারা