X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নেপালের বিপক্ষে ৩ গোলে পিছিয়ে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩৭আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৯:১৮

শুরুতে অধিনায়ক জামাল ভূঁইয়ার ফ্রি-কিক ক্রসবার কাঁপালো। এরপর সুযোগ পেয়েও লক্ষ্যভেদ করতে পারেনি বাংলাদেশ। স্বাগতিক নেপাল নিজেদের মাঠে খেলছে দুর্বার। আজ (মঙ্গলবার) কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচে অঞ্জন বিস্তার হ্যাটট্রিকে সুবিধাজনক জায়গায় নেপাল। প্রথমার্ধে বাংলাদেশ ৩-০ গোলে পিছিয়ে আছে।

ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়ে থাকা নেপালের বিপক্ষে বাংলাদেশ দল একাদশে তিনটি পরিবর্তন এনেছে। গত ২২ আগস্ট কম্বোডিয়ার বিপক্ষে খেলেছিলেন কাজী তারিক রায়হান, আতিকুর রহমান ফাহাদ ও সুমন রেজা। আজ নেপালের বিপক্ষে শুরুর একাদশে তাদের জায়গায় হয়নি। সেখানে সুযোগ হয়েছে রিমন হোসেন, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস ও সাজ্জাদ হোসেনের। এরমধ্যে হেমন্ত দীর্ঘ ৫ বছর পর আবারও খেলার সুযোগ পেয়েছেন।

তবে প্রথমার্ধেই বাংলাদেশ ব্যাকফুটে। নেপাল সুযোগ পেয়ে গোল করেছে। ১৬ মিনিটে জামাল ভূঁইয়ার ফ্রি-কিক সরাসরি ক্রসবারে লেগে প্রতিহত হয়। এর দুই মিনিট পরই নেপাল এগিয়ে যায়। ডান দিক থেকে বিমল ঘারতি মাগারের ফ্রি-কিক জটলা থেকে অঞ্জন বিস্তার হেড জালে। ২৬ মিনিটে বক্সের ভেতরে রাকিব হোসেনের শট গোলকিপার কিরণ তালুবন্দি করে গোল হতে দেয়নি।

২৭ মিনিটে নেপাল ব্যবধান দ্বিগুণ করে। স্বাগতিকদের প্রথম প্রচেষ্টা গোলকিপার আনিসুর রহমান জিকো প্রতিহত করেন, তবে ফিরতি বলে অঞ্জনের শট আর আটকাতে পারেননি তিনি। প্রথমার্ধেই হ্যাটট্রিক পূরণ করেন অঞ্জন। ৩৮ মিনিটে সতীর্থের ফ্রি-কিক থেকে ৬ গজ দূরত্ব থেকে হেডে জাল কাঁপিয়ে এই ফরোয়ার্ড কাবরেরার দলকে আরও চাপে ফেলে দেন। বাংলাদেশ ৩-০ গোলে পিছিয়ে থেকে গেছে বিরতিতে।

বাংলাদেশ একাদশ: আনিসুর রহমান জিকো, রহমত মিয়া, বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন বাদশা, জামাল ভূঁইয়া, বিপলু আহমেদ, মতিন মিয়া, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, রাকিব হোসেন, সাজ্জাদ হোসেন ও রিমন হোসেন।

/টিএ/কেআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: সতর্ক ম্যাক্রোঁর
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: সতর্ক ম্যাক্রোঁর
রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে
রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে
অবৈধ ব্যবহারকারীদের ধরতে বাড়ি বাড়ি যাবে তিতাস
অবৈধ ব্যবহারকারীদের ধরতে বাড়ি বাড়ি যাবে তিতাস
ছক্কায় মুশফিকের ‘আউট’ নিয়ে যা বললেন রনি
ছক্কায় মুশফিকের ‘আউট’ নিয়ে যা বললেন রনি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা